বাংলাদেশী সহ ২৫টি দেশের ৩২জন শিশুর যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে শপথ গ্রহণ

- প্রকাশের সময় : ০১:৩০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০১৭
- / ৮৩৪ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশী মানাফি ইসলাম (৮) সহ ২৫টি দেশের ৩২জন শিশু যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে শপথ নেয়ার পর সার্টিফিকেট গ্রহণ করেছে। এ উপলক্ষে গত ৫ মে শুক্রবার সকালে ইউএস সিটিজেন এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) নিউইয়র্কের ব্রঙ্কস জু’র উব্লিউসিএস মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে ইউএসসিআইএস-এর নিউইয়র্ক ডিষ্ট্রিক্ট অফিসের ভারপ্রাপ্ত চীফ অব স্টাফ তাদের শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানের শুরুতে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কংগ্রেসম্যান জোসে ই সের্যানো, উইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির পাবলিক অ্যাফেয়ার্স-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জন কালভেলী। অনুষ্ঠানে ডিষ্ট্রিক্ট ৮৫-এর ষ্টেট অ্যাসেম্বলীম্যান মার্কোস এ ক্রেসপো সিটি প্রশাসনের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ইউএসসিআইএস-এর নিউইয়র্ক ফিল্ড অফিসের ডেপুটি ফিল্ড ডিরেক্টর বারবারা ফেলসকা। খবর ইউএনএ’র।
অনুষ্ঠানে কংগ্রেসম্যান জোসে ই সের্যানো বলেন, একজন আমেরিকান নাগরিক হিসেবে আমরা সবাই গর্বিত। কেননা দল-মত ও ধর্ম-বর্ণের উর্দ্বে আমরা সবাই আমেরিকান। তিনি নতুন আমেরিকানদের উদ্দেশ্যে বলেন, আমি ২৫ বছর ধরে ইউএস কংগ্রেসের সদস্য। এজন্য আমি গর্বিত। কেননা সমগ্র যুক্তরাষ্ট্রে ৫৩৫জন কংগ্রেস সদস্যের মধ্যে আমিও একজন। তিনি নতুন আমেরিকানদের একেক জনকে ‘গ্রেট আমেনিকা’র নেতৃত্বদানকারী উপযোগী হয়ে গড়ে উঠার উপর গুরুত্বারোপ করে বলেন, আমেরিকাকে আরো ‘গ্রেট’ করতে হবে। এসময় তিনি যুক্তরাষ্ট্রের পতাকা উচু করে সবাইকে শপথ নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, একজন অভিবাসীর জীবনে যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়া তার ভবিষ্যত জীবনের জন্য ‘মাইলস্টোন’।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের নতুন নাগরিকত্বগ্রহণকারী ৩২জন শিশুদের বয়স ছিলো ৫ থেকে ১৩ বছর। তাদের মধ্যে বাংলাদেশী বংশোদ্ভুত মানাফি ইসলাম সহ আরো ২৫টি দেশের ৩২জন শিশু শপথ নেন। বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশগুলো হচ্ছে আলজেরিয়া, আর্মেনিয়া, ক্যামেরুন, কানাডা, কিউবা, ডোমনিকান রিপাবলিক, ইকুয়েডর, জাম্বিয়া, জর্জিয়া, ঘানা, হাইতি, ইন্ডিয়া, ইসরাইল, জ্যামাইকা, কাজাকিস্তান, লেবানন, মরক্কো, নেদারল্যান্ড, নাইজেরিয়া, রাশিয়া, সুরিনেইম,টগো, ইউক্রেন ও উজবেকিস্তান।
মানাফি ইসলামের জন্ম বাংলাদেশের বগুড়ায়। নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে বসবাসকারী পিতা মোহাম্মদ তারিকুল ইসলাম ও মা মোসাম্মৎ মেহনাজ জান্নাতের প্রথম পুত্র মানফি স্থানীয় পিএস ৮-এর সেকেন্ড গ্রেডের ছাত্র।