বাংলাদেশী শম্পা জামান জামিনে মুক্ত
- প্রকাশের সময় : ১০:০৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০১৭
- / ১২৯১ বার পঠিত
নিউইয়র্ক: ক্রেডিট কার্ড জালিয়াতি ও প্রতারণার দায়ে নিউইয়র্কে আটক বাংলাদেশী কথিত সঙ্গীত শিল্পী শম্পা জামান (৪৬) জামিনে মুক্তি পেয়েছেন বলে জানা গেছে। জামিন পেয়ে তিনি তার বাসায় অবস্থান করছেন বলে শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় তার ফেসবুকে এক ভিডিওতে দেখা যায়। সন্ধ্যা সোয়া ৭টার দিকে প্রদত্ত এক মিনিট ১৭ সেকেন্ডের ফেসবুক লাইভ ভিডিওতে তার কন্যা মা, নানী ও মা (শম্পা জামান)-এর পরিচয় তুলে ধরেন। ভিডিওতে দেখা যায় শম্পা জামান নিজ হাতে মজার মজার রান্না করছেন বলে তিনি নিজেই জানান।
জানা গেছে, শম্পা জামান সহ ৩০ জনের একটি পেশাদার প্রতারক চক্রকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত এক সপ্তাহে নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে। গত বৃহস্পতিবার (৯ মার্চ) নিউইয়র্ক সিটির কুইন্স কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড এ ব্রাউন আনুষ্ঠানিকভাবে প্রতারক চক্রকে গ্রেপ্তারের কথা মিডিয়াকে জানায়।
শিল্পী শম্পা জামানের সিটির কুইন্সের জ্যামাইকায় বসবাস করেন। এব্যাপারে শম্পা জামানের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার সেল ফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে শুক্রবার (১০ মার্চ) প্রকাশিত নিউইয়র্ক-এর সাপ্তাহিক আজকাল-এর প্রথম পাতায় ‘ক্রেডিট কার্ড জালিয়াতি! : শম্পা জামানসহ গ্রেফতার ৩০‘ শিরোনামে শম্পা জামানের ছবি সহ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে- আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে প্রত্যেকের ৭ থেকে ২৫ বছর পর্যন্ত জেল ও জরিমানা হতে পারে।
এছাড়া সাপ্তাহিক প্রবাস ‘সাড়ে ৩ মিলিয়ন ডলারের ক্রেডিট কার্ড জালিয়াতি ॥ ৪ লাখ নগদ অর্থ ও অর্থ উদ্ধার : জ্যামাইকায় বাংলাদেশীসহ জালিয়াত চক্র গ্রেফতার’ শিরোনামে প্রধান খবর হিসেবে প্রকাশ করেছে।