বর্ণাঢ্য আয়োজনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন

- প্রকাশের সময় : ১১:২০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
- / ৬ বার পঠিত
হককথা রিপোর্ট: বর্ণাঢ্য আয়োজন আর জাঁকজমকপূর্ণ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতি বছরের মতো এবারও উদাযপিত হলো যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। এবারের ২৪৯তম স্বাধীনতা দিবসের নানা আয়োজনের মধ্যে ছিলো বার্বিকিউ পার্টি, কনসার্ট প্রভৃতি। সেই সাথে ছিলো ঐতিহ্যবাহী ম্যাসিস-এর চোখ ধাঁধানো আতশবাজি।
ফোর্থ অব জুলাই, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। ১৭৭৬ সালের দুই জুলাই ইংল্যান্ডের শাসন থেকে পৃথক হওয়ার জন্য ভোট দেন আমেরিকার দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস। তৎকালীন আমেরিকার ১৩টি রাজ্যের নেতারা স্বাধীনতা ঘোষণা করেন। এর দু’দিন পর স্বাধীনতার ঘোষণাপত্রে চূড়ান্ত অনুমোদন দেয় কংগ্রেস। ব্রিটেনের সঙ্গে চূড়ান্ত স্বাক্ষর ২ আগস্টে অনুষ্ঠিত হলেও প্রত্যেক বছর জুলাই মাসের ৪ তারিখ স্বাধীনতা দিবস উদযাপন করে যুক্তরাষ্ট্র। ১৭৭৭ সালের ৪ জুলাই যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এবং ৮ জুলাই বোস্টন-এ প্রথম স্বাধীনতা দিবস উদযাপিত হয়। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্ট্যাচু অব লিবার্টিকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। এই স্ট্যাচু অব লিবার্টি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। যতদিন আমেরিকা থাকবে, ততদিন এ ভাস্কর্য স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক হয়ে থাকবে স্ট্যাচু অব লিবার্টি।
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতি বছরের মতো আমেরিকানরা স্বাধীনতা দিবস উদযাপন করেছে। বরাবরের মতো এবারও স্বাধীনতা দিবসে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও কনসার্টের। সেই সঙ্গে বিভিন্ন রাজ্যে ছিলো চোখ ধাঁধানো আতশবাজি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বিশিষ্টজনদের সঙ্গে দিবসটি অতিবাহিত করবেন। সন্ধ্যায় এক অনুষ্ঠানে স্বাক্ষর করে বহুল আলোচিত ‘বিগ বিউটিফুল বিল’-এ। বিলটি ‘বিবিবি’ নামে পরিচিত।
এদিকে, নিউইয়র্ক সিটিতে শুক্রবার সন্ধ্যায় জমকালো আতশবাজি অনুষ্ঠিত হয়। এবারও ইস্ট রিভারের চারটি বার্জ থেকে চোখ ধাধানো এই আতশবাজি ৪০ লাখের বেশি মানুষ প্রত্যক্ষ করেন বলে আয়োজক বাণিজ্যিক সংস্থা ‘ম্যাসি’র পক্ষ থেকে জানানো হয়।
এছাড়াও ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, মিশিগান, আটলান্টিক সিটিসহ ৫০টি স্টেটের বিভিন্ন সিটিতে স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য আতশবাজি ছাড়াও কনসার্টের আয়োজন করা হয়। নিউইয়র্ক, নিউজার্সী, মিশিগান পেনসিলভেনিয়া, ম্যারিল্যান্ড, বস্টন, মায়ামি, লসএঞ্জেলেস, শিকাগো, টেক্সাসসহ বিভিন্ন সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরাও পারিবারিক এবং সামাজিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন।
বিশেষ করে এবারের ‘ফোর্থ অব জুলাই’ শুক্রবার অর্থাৎ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে একাধিক বাংলাদেশী-আমেরিকান বা বন্ধু-বান্ধবের উদ্যোগে তাদের বাসা-বাড়ীর অঙ্গীনায় ‘বার্বিকিউ পার্টি’র আয়োজন করতে দেখা গেছে। অপরাহ্ন থেকে শুরু করে অনেক রাত পর্যন্ত এই পার্টি চলেছে। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীও অংশ নেন।
ব্রæকলীনের চার্চ-ম্যাকডোনাল্ডস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (সিএমবিবিএ) ও লিটল বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম পাটোয়ারীর বাড়ীতে অন্যান্য বছরের মতো এবছরও ব্যাপক আয়োজনে ‘বার্বিকিউ পার্টি’র আয়োজন করা হয়। এতে বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ড সদস্য নাঈম টুটুল, সোসাইটির সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম, সাবেক কর্মকর্তা মাহবুবুর রহমান সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন। এছাড়াও কুইন্স ভিলেজ সহ নিউইয়র্ক সিটির বাংলাদেশী অধ্যুষিত এলাকাগুলোতে পারিবারিকভাবে ‘বার্বিকিউ পার্টি’র আয়োজন করা হয়।