ফ্লোরিডায় তবলাবাদক খুশবু আলমের কন্যার জানাজা ও দাফন সম্পন্ন

- প্রকাশের সময় : ১০:৪২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- / ৬১ বার পঠিত
হককথা ডেস্ক : নিউইয়র্ক তথা উত্তর আমেরিকার বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জনপ্রিয় তবলা বাদক খুশবু আলমের কন্যা চাঁদনী আলমের নামাজে জানাজা বুধবার (১৪ জুন) বাদ জোহর ফ্লোরিডা রাজ্যের ওয়েস্ট পামবীচ এলাকার অনুষ্ঠিত হয়েছে। এতে খুশবু আলম ও তার একমাত্র পুত্র সহ অনেকেই অংশ নেন। এছাড়াও নিউইয়র্ক থেকে তার (খুশবু আলম) কয়েকজন বন্ধুও এই জানাজা নামাজে শরীক হন। নানাজা শেষে চাঁদনীর মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। ফ্লোরিডা থেকে খুশবু আলম এই তথ্য জানান। খবর ইউএনএ’র।
ফ্লোরিডার ওয়েস্ট পামবীচ এলাকায় মহাসড়ক আই-৯৫ এ গত ১১ জুন রোববার সন্ধ্যা ৭টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনার জন্য দায়ী গাড়ির চালকসহ ৫ প্যাসেঞ্জারের সকলেই গুরুতর আহত হয়েছেন। তাদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়। ঘটনার সময় একটি গাড়ী পিছন দিক থেকে চাঁদনীর গাড়ীটিকে সজোরে আঘাত করে।
ফ্লোরিডা থেকে খুশবু আলম মিডিয়াকে আরো জানান, রোববার সন্ধ্যা ৬টার সময়েও কন্যা চাঁদনীর সাথে তার টেক্সটে কথা হয়। তার এক ঘণ্টা পরই চাঁদনী’র দূর্ঘটনার খবর ও তার চির বিদায়ের কথা জানতে পারেন। মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষা শেষে বুধবার (১৪ জুন) তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, চাঁদনী আলম পেশায় একজন রেজিস্টার্ড নার্স। তিনি ৬ বছর যাবত ফ্লোরিডার সেন্ট ম্যারি হাসপাতালে রেজিস্টার্ড নার্স হিসেবে চাকরি করছিলেন। ইতিপূর্বে কোন কোন মিডিয়ার খবরে তাকে ডাক্তার বলা হয়েছিলো। মর্মান্তিক এই দূর্ঘটনার খবর পেয়ে নিউইয়র্কে বসবাসরতে খুশবু আলম তার একমাত্র পুত্রকে সাথে নিয়ে সোমবার সকালের একটি ফ্লাইটে ফ্লোরিডা যান। ডা. চাঁদনীর আকস্মিক মৃত্যুর খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।