ফ্রেন্ডস সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক বেলাল-ইফজালের বড় বোনের ইন্তেকাল

- প্রকাশের সময় : ০২:২৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
- / ৭১ বার পঠিত
হককথা রিপোর্ট: জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি বেলাল আহমেদ চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা ইফজাল আহমেদ চৌধুরীর বড় বোন রওশন আরা চৌধুরী (রুশনা) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বাংলাদেশ সময় ভোর তিন ঘটিকার সময় সিলেট শহরের নিজ বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৭৩। তিনি নিঃসন্তান এবং স্বামীহারা ছিলেন।
ইফজাল আহমেদ চৌধুরী জানান, তিনি বার্ধক্যজনিত নানা অসুখ-বিসুখে ভুগছিলেন। শনিবার ভোররাতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি পরিবারের ১১ ভাই-বোনের মধ্যে বড় ছিলেন। তার নামাজে জানাজা শনিবার বাদ যোহর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার রসুলপুল গ্রামের বাড়ীর সামনে অনুষ্ঠিত হয় এবং তার মরদেহ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
শোক প্রকাশ: কমিউনিটির পরিচিত মুখ বেলাল আহমেদ চৌধুরী ও ইফজাল আহমেদ চৌধুরীর বড় বোনের ইন্তকালে ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার এবং সাধারণ সম্পাদক সৈয়দ আল আমীন রাসেল সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেনা প্রকাশ করে মরহুমার বিদেহী আতœার মাগফেরাত কামনা করেছেন।