নিউইয়র্ক ০৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ফোবানা’র ইতিহাসে প্রথম ভার্চ্যুয়াল সম্মেলন : নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত জাকারিয়া চেয়ারম্যান মাসুদ রব নির্বাহী সচিব

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:৫৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
  • / ৮০ বার পঠিত

নিউইয়র্ক (ইউএনএ): ফেডারেশন অব বাংলাদেশী অর্গানাইজেশন্স ইন নর্থ আমেরিকা-ফোবানা’র ইতিহাসে প্রথম অনুষ্ঠিত ভার্চ্যুয়াল সম্মেলন ও কনফারেন্সে ২০২০-২০২১ সালের নতুন কমিটি গঠিত হয়েছে। গত ২৮-২৯ নভেম্বর শনি ও রোববার দু’দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ফোবানার ৩৪তম সম্মেলন শেষে ২৯ নভেম্বর ভার্চ্যুয়ালী সাধারণ সভায় নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় বলে সংশ্লিস্ট সূত্রে জানা গেছে। তিন সদস্যের নির্বাচন কমিশনারের পরিচালনায় অত্যন্ত সুষ্ঠুভাবে ইলেক্ট্রনিক্যালি ভোট গ্রহণ এবং ফোবানার পূর্ণ বিধিমালা অনুসরণ করে গণতান্ত্রিকভাবে নির্বাচন কার্য সম্পন্ন সম্পন্ন হয়। নির্বাচন কমিশনের সদস্যত্রয় ছিলেন যথাক্রমে মাহবুব রেজা রহিম (প্রধান নির্বাচন কমিশনার), রবিউল করিম ও ড. জিনাত নবী। উল্লেখ্য, চলতি বছর টেক্সাসে সম্মেলন হওয়ার কথা থাকলেও মহামারী করোনাভাইরাসের কারণে এবারের ফোবানা কনভেনশন ভার্চুয়ালী অনুষ্ঠিত হলো। খবর ইউএনএ’র।
জানা গেছে, এবারের সম্মেলনের শ্লোগান ছিলো ‘ফোবানার ছায়ায়, মানুষের মায়ায়’। এর হোস্ট সংগঠন ছিলো ফোবানা এক্সিকিউটিভ কমিটি। সম্মেলনের কর্মকান্ডের মধ্যে ছিলো আলোচনা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান আর সাংগঠনিক কর্মকান্ড। ফোবানা সম্মেলনের প্রথমদিন শনিবার বিকেল ৫ থেকে মধ্যরাত পর্যন্ত এবং দ্বিতীয় দিন রোববার বেলা ২টা থেকে মধ্যরাত পর্যন্ত ভার্চ্যুয়ারী বিভিন্ন কর্মকান্ড চলে। এতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রবাসী বাংলাদেশীরা ছাড়াও দেশ থেকে আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। সম্মেলনে ফোবানা-কে আরো শক্তিশালী সংগঠনের পরিণত করার উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ২১টি সংগঠনের শিল্পীরা সঙ্গীত, নৃত্য পরিবেশন ছাড়াও কবিতা পাঠে অংশ নেয়। বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ছাড়াও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করেন।

 

ছবিতে (বায়ে) চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, (ডানে) নির্বাহী সচিব মাসুদ রব চৌধুরী
ফোবানা’র নির্বাচনে নতুন কার্যনির্বাহী কমিটির (২০২০-২০২১) নির্বাচিত কর্মকর্তারা হলেন: চেয়ারপারসন- জাকারিয়া চৌধুরী (নিউইয়র্ক), ভাইস চেয়ারম্যান- ড. আহসান চৌধুরী হিরো (হিউস্টন), নির্বাহী সচিব- মাসুদ রব চৌধুরী (ক্যালিফোর্নিয়া), যুগ্ম নির্বাহী সচিব- আরিফ আহমেদ (জর্জিয়া), কোষাধ্যক্ষ- নাহিদুল খান (জর্জিয়া)।
আউটস্ট্যান্ডিং মেম্বার: ডিউক খান (জর্জিয়া), আতিকুর রহমান (ফ্লোরিডা), হাসমত মোবিন (টেক্সাস), নাহিদ চৌধুরী মামুন (নিউজার্সী), এ টি এম আলম (ভার্জিনিয়া), সাদেক খান (ভার্জিনিয়া), আরেফিন বাবুল ও রেহান রেজা (ক্যানসাস)। এছাড়াও পদাধিকার বলে মেম্বর থাকছেন বিদায়ী সভাপতি শাহ হালিম।
প্রতিনিধি পরিষদের সদস্য ১৭ সংগঠন: ফোবানার প্রতিনিধি পরিষদের সংগঠন হচ্ছে ১৭টি। এরমধ্যে দুটি সংগঠনের পদ বাকী রেখে বাকী ১৫টি সংগঠনের নাম ঘোষণা করা হয়েছে। সংগঠনগুলো হলো: বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-বাই (ভার্জিনিয়া-ম্যারিল্যান্ড), বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা, বাংলাদেশ এসোসিয়েশন অব নিউজার্সী, বাংলাদেশ থিয়েটার হিউস্টন, ড্রামা সার্কেল (নিউইয়র্ক), বাংলাধারা (জর্জিয়া), প্রিয় বাংলা ইনক (ভার্জিনিয়া), বাংলাদেশ এসোসিয়েশন অব জর্জিয়া, বাংলাদেশ এসোসিয়েশন অব ক্যালিফোনিয়া, বাংলাদেশ একাডেমী অব লস এঞ্জেলেস, বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি, বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়া, বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন অব সেন্ট্রাল ফ্লোরিডা, বাংলাদেশ এসোসিয়েশন অফ হিউস্টন এবং বাংলাদেশ ফাউন্ডেশন অফ জর্জিয়া।
নির্বাচনে ফোবানার অপর দু’টি প্রতিনিধি পদের জন্য ২০২১ সালে গ্রেটার ওয়াশিংটনে অনুষ্ঠতব্য ফোবানা সম্মেলনের স্বাগতিক সংগঠন আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি (ভার্জিনিয়া) এবং ২০২২ সালে শিকাগোতে অনুষ্ঠিতব্য সম্মেলনের স্বাগতিক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব শিকাগোল্যান্ড এর জন্য নির্ধারিত হয়।

ফোবানা সম্মেলনে সাক্ষাৎকার ভিক্তিক কথোপকথনে ইকবাল বাহার চৌধুরীর সাথে কবীর কিরণ
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফোবানার নির্বাচনে ৬১ জন ভোটারের সকলই অংশ নেন। ফোবানার ৩৩ বছরের ইতিহাসে এই প্রথম ভার্চ্যুয়ারী ইলেক্ট্রনিকভাবে ভোটাভুটি হলো। নির্বাচনে মাত্র ৩ ভোটের ব্যবধানে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন জাকারিয়া চৌধুরী। তার প্রাপ্ত ভোট ৩২ ভোট। চেয়ারম্যান পদের অপর প্রতিদ্ব›দ্বী মোহাম্মদ আলমগী পান ২৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে ড. আহসান চৌধুরী পেয়েছেন ২২ ভোট। তার দুই প্রতিদ্ব›দ্বীর মধ্যে এম রহমান জহীর পেয়েছেন ২১ আর দিলু মাওলা পেয়েছেন ১৮ ভোট। নির্বাহী সচিব পদে জয়ী মাসুদ রব চৌধুরী পেয়েছেন সর্বোচ্চ সংখ্যক ৩৮ ভোট। তার একমাত্র প্রতিদ্ব›দ্বী ড. রফিক খান পেয়েছেন মাত্র ২৩ ভোট। যুগ্ম নির্বাহী সচিব পদে আরিফ আহমেদ পেয়েছেন ২৫ ভোট। তার দুই প্রতিদ্ব›দ্বীর মধ্যে খালেদ রব ২১ ভোট এবং আবির আলমগীর পেয়েছেন ১৫ ভোট। কোষাধ্যক্ষ পদে বিজয়ী নাহিদ খান পেয়েছেন ৩৫ ভোট। তার একমাত্র প্রতিদ্ব›দ্বী কবীর কিরন পেয়েছেন ২৬ ভোট। নির্বাচনে আউস্ট্যান্ডিং মেম্বার হিসেবে জয়ী হন যথাক্রমে ডিউক খান, আতিকুর রহমান, হাসমত মোবিন, নাহিদ চৌধুরী মামুন, এ টি এম আলম, সাদেক খান, আরেফিন বাবুল ও রেহান রেজা।
সফিকুল ইসলাম

এদিকে বাই-এর পক্ষথেকে প্রেরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: গত ২৮-২৯ নভেম্বর ভার্চ্যুয়েলী অনুষ্ঠিত ৩৪তম ফোবানা সম্মেলনে বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা (বাই) সর্বাধিক ভোট পেয়ে ফোবানা এক্সিকিউটিভ কমিটিতে সংগঠন প্রতিনিধি হিসাবে বিজয়ী হয়। ৬১ ভোটের মধ্যে বাই ৫৬ ভোট লাভ করে। এছাড়া সাংষ্কৃতিক পরিবেশনায় এ বছর বাই সেরা কালচারাল অ্যাওয়ার্ড লাভ করে। বাই-এর ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট সফিকুল ইসলামের গ্রন্থনায় নারী মুক্তির অঙ্গীকারে কবিতার ছকে নৃত্যের ছন্দে বাই এর পরিবেশনা সকল মহলে দারুন প্রশংসিত হয়।
এবারের ফোবানা সম্মেলনে বিশেষ অবদানের জন্য সফিকুল ইসলাম ফোবানা চেয়ারম্যান অ্যাওয়ার্ড লাভ করে। বাই-এর নির্বাচিত সভাপতি সালেহ আহমেদ এবং সাধারণ সম্পাদক দিলশাদ চৌধুরী ছুটি বাই এই সাফল্যের জন্য সংলিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ফোবানা’র ইতিহাসে প্রথম ভার্চ্যুয়াল সম্মেলন : নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত জাকারিয়া চেয়ারম্যান মাসুদ রব নির্বাহী সচিব

প্রকাশের সময় : ০২:৫৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০

নিউইয়র্ক (ইউএনএ): ফেডারেশন অব বাংলাদেশী অর্গানাইজেশন্স ইন নর্থ আমেরিকা-ফোবানা’র ইতিহাসে প্রথম অনুষ্ঠিত ভার্চ্যুয়াল সম্মেলন ও কনফারেন্সে ২০২০-২০২১ সালের নতুন কমিটি গঠিত হয়েছে। গত ২৮-২৯ নভেম্বর শনি ও রোববার দু’দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ফোবানার ৩৪তম সম্মেলন শেষে ২৯ নভেম্বর ভার্চ্যুয়ালী সাধারণ সভায় নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় বলে সংশ্লিস্ট সূত্রে জানা গেছে। তিন সদস্যের নির্বাচন কমিশনারের পরিচালনায় অত্যন্ত সুষ্ঠুভাবে ইলেক্ট্রনিক্যালি ভোট গ্রহণ এবং ফোবানার পূর্ণ বিধিমালা অনুসরণ করে গণতান্ত্রিকভাবে নির্বাচন কার্য সম্পন্ন সম্পন্ন হয়। নির্বাচন কমিশনের সদস্যত্রয় ছিলেন যথাক্রমে মাহবুব রেজা রহিম (প্রধান নির্বাচন কমিশনার), রবিউল করিম ও ড. জিনাত নবী। উল্লেখ্য, চলতি বছর টেক্সাসে সম্মেলন হওয়ার কথা থাকলেও মহামারী করোনাভাইরাসের কারণে এবারের ফোবানা কনভেনশন ভার্চুয়ালী অনুষ্ঠিত হলো। খবর ইউএনএ’র।
জানা গেছে, এবারের সম্মেলনের শ্লোগান ছিলো ‘ফোবানার ছায়ায়, মানুষের মায়ায়’। এর হোস্ট সংগঠন ছিলো ফোবানা এক্সিকিউটিভ কমিটি। সম্মেলনের কর্মকান্ডের মধ্যে ছিলো আলোচনা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান আর সাংগঠনিক কর্মকান্ড। ফোবানা সম্মেলনের প্রথমদিন শনিবার বিকেল ৫ থেকে মধ্যরাত পর্যন্ত এবং দ্বিতীয় দিন রোববার বেলা ২টা থেকে মধ্যরাত পর্যন্ত ভার্চ্যুয়ারী বিভিন্ন কর্মকান্ড চলে। এতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রবাসী বাংলাদেশীরা ছাড়াও দেশ থেকে আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। সম্মেলনে ফোবানা-কে আরো শক্তিশালী সংগঠনের পরিণত করার উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ২১টি সংগঠনের শিল্পীরা সঙ্গীত, নৃত্য পরিবেশন ছাড়াও কবিতা পাঠে অংশ নেয়। বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ছাড়াও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করেন।

 

ছবিতে (বায়ে) চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, (ডানে) নির্বাহী সচিব মাসুদ রব চৌধুরী
ফোবানা’র নির্বাচনে নতুন কার্যনির্বাহী কমিটির (২০২০-২০২১) নির্বাচিত কর্মকর্তারা হলেন: চেয়ারপারসন- জাকারিয়া চৌধুরী (নিউইয়র্ক), ভাইস চেয়ারম্যান- ড. আহসান চৌধুরী হিরো (হিউস্টন), নির্বাহী সচিব- মাসুদ রব চৌধুরী (ক্যালিফোর্নিয়া), যুগ্ম নির্বাহী সচিব- আরিফ আহমেদ (জর্জিয়া), কোষাধ্যক্ষ- নাহিদুল খান (জর্জিয়া)।
আউটস্ট্যান্ডিং মেম্বার: ডিউক খান (জর্জিয়া), আতিকুর রহমান (ফ্লোরিডা), হাসমত মোবিন (টেক্সাস), নাহিদ চৌধুরী মামুন (নিউজার্সী), এ টি এম আলম (ভার্জিনিয়া), সাদেক খান (ভার্জিনিয়া), আরেফিন বাবুল ও রেহান রেজা (ক্যানসাস)। এছাড়াও পদাধিকার বলে মেম্বর থাকছেন বিদায়ী সভাপতি শাহ হালিম।
প্রতিনিধি পরিষদের সদস্য ১৭ সংগঠন: ফোবানার প্রতিনিধি পরিষদের সংগঠন হচ্ছে ১৭টি। এরমধ্যে দুটি সংগঠনের পদ বাকী রেখে বাকী ১৫টি সংগঠনের নাম ঘোষণা করা হয়েছে। সংগঠনগুলো হলো: বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-বাই (ভার্জিনিয়া-ম্যারিল্যান্ড), বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা, বাংলাদেশ এসোসিয়েশন অব নিউজার্সী, বাংলাদেশ থিয়েটার হিউস্টন, ড্রামা সার্কেল (নিউইয়র্ক), বাংলাধারা (জর্জিয়া), প্রিয় বাংলা ইনক (ভার্জিনিয়া), বাংলাদেশ এসোসিয়েশন অব জর্জিয়া, বাংলাদেশ এসোসিয়েশন অব ক্যালিফোনিয়া, বাংলাদেশ একাডেমী অব লস এঞ্জেলেস, বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি, বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়া, বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন অব সেন্ট্রাল ফ্লোরিডা, বাংলাদেশ এসোসিয়েশন অফ হিউস্টন এবং বাংলাদেশ ফাউন্ডেশন অফ জর্জিয়া।
নির্বাচনে ফোবানার অপর দু’টি প্রতিনিধি পদের জন্য ২০২১ সালে গ্রেটার ওয়াশিংটনে অনুষ্ঠতব্য ফোবানা সম্মেলনের স্বাগতিক সংগঠন আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি (ভার্জিনিয়া) এবং ২০২২ সালে শিকাগোতে অনুষ্ঠিতব্য সম্মেলনের স্বাগতিক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব শিকাগোল্যান্ড এর জন্য নির্ধারিত হয়।

ফোবানা সম্মেলনে সাক্ষাৎকার ভিক্তিক কথোপকথনে ইকবাল বাহার চৌধুরীর সাথে কবীর কিরণ
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফোবানার নির্বাচনে ৬১ জন ভোটারের সকলই অংশ নেন। ফোবানার ৩৩ বছরের ইতিহাসে এই প্রথম ভার্চ্যুয়ারী ইলেক্ট্রনিকভাবে ভোটাভুটি হলো। নির্বাচনে মাত্র ৩ ভোটের ব্যবধানে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন জাকারিয়া চৌধুরী। তার প্রাপ্ত ভোট ৩২ ভোট। চেয়ারম্যান পদের অপর প্রতিদ্ব›দ্বী মোহাম্মদ আলমগী পান ২৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে ড. আহসান চৌধুরী পেয়েছেন ২২ ভোট। তার দুই প্রতিদ্ব›দ্বীর মধ্যে এম রহমান জহীর পেয়েছেন ২১ আর দিলু মাওলা পেয়েছেন ১৮ ভোট। নির্বাহী সচিব পদে জয়ী মাসুদ রব চৌধুরী পেয়েছেন সর্বোচ্চ সংখ্যক ৩৮ ভোট। তার একমাত্র প্রতিদ্ব›দ্বী ড. রফিক খান পেয়েছেন মাত্র ২৩ ভোট। যুগ্ম নির্বাহী সচিব পদে আরিফ আহমেদ পেয়েছেন ২৫ ভোট। তার দুই প্রতিদ্ব›দ্বীর মধ্যে খালেদ রব ২১ ভোট এবং আবির আলমগীর পেয়েছেন ১৫ ভোট। কোষাধ্যক্ষ পদে বিজয়ী নাহিদ খান পেয়েছেন ৩৫ ভোট। তার একমাত্র প্রতিদ্ব›দ্বী কবীর কিরন পেয়েছেন ২৬ ভোট। নির্বাচনে আউস্ট্যান্ডিং মেম্বার হিসেবে জয়ী হন যথাক্রমে ডিউক খান, আতিকুর রহমান, হাসমত মোবিন, নাহিদ চৌধুরী মামুন, এ টি এম আলম, সাদেক খান, আরেফিন বাবুল ও রেহান রেজা।
সফিকুল ইসলাম

এদিকে বাই-এর পক্ষথেকে প্রেরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: গত ২৮-২৯ নভেম্বর ভার্চ্যুয়েলী অনুষ্ঠিত ৩৪তম ফোবানা সম্মেলনে বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা (বাই) সর্বাধিক ভোট পেয়ে ফোবানা এক্সিকিউটিভ কমিটিতে সংগঠন প্রতিনিধি হিসাবে বিজয়ী হয়। ৬১ ভোটের মধ্যে বাই ৫৬ ভোট লাভ করে। এছাড়া সাংষ্কৃতিক পরিবেশনায় এ বছর বাই সেরা কালচারাল অ্যাওয়ার্ড লাভ করে। বাই-এর ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট সফিকুল ইসলামের গ্রন্থনায় নারী মুক্তির অঙ্গীকারে কবিতার ছকে নৃত্যের ছন্দে বাই এর পরিবেশনা সকল মহলে দারুন প্রশংসিত হয়।
এবারের ফোবানা সম্মেলনে বিশেষ অবদানের জন্য সফিকুল ইসলাম ফোবানা চেয়ারম্যান অ্যাওয়ার্ড লাভ করে। বাই-এর নির্বাচিত সভাপতি সালেহ আহমেদ এবং সাধারণ সম্পাদক দিলশাদ চৌধুরী ছুটি বাই এই সাফল্যের জন্য সংলিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।