ফুলটন ইয়্যুথ সোসাইটির পথমেলা ৯ জুলাই রোববার

- প্রকাশের সময় : ০৭:৩৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭
- / ৯১৩ বার পঠিত
নিউইয়র্ক: ফুলটন ইয়্যুথ সোসাইটির উদ্যোগে ব্যাপক আয়োজনে পথমেলার আয়োজন করা হয়েছে। ৯ জুলাই রোববর নিউইয়র্কের ব্রুকলীন বুরোর ফুলটন স্ট্রীটে (বেডফোর্ড এন্ড নসট্রার্ম এভিনির মাঝে) এই দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। মেলার গ্র্যান্ড স্পন্সর হচ্ছে রান্ডি বি. সিগ্যাল এটর্নী এট ল।
ফুলটন ইয়্যুথ সোসাইটির পথমেলার মিডিয়া পার্টনার হচ্ছে টাইম টেলিভিশন ও আওয়াজ বিডি.কম। মেলায় থাকবে খাবার ও পোশাক সহ হরেক রকমের স্টল, র্যাফল ড্র প্রভৃতি। মূল আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নগর বাউল জেমস, মাকসুদ, রিজিয়া পারভীন সহ প্রবাসের জনপ্রিয় শিল্পী। র্যাফল ড্র’র প্রথম পুরষ্কার থাকবে সিলেট মটরস-এর সৌজন্যে গাড়ী।
পথমেলাটি সফল করতে জাকির হোসেন মোহনকে আহবায়ক, এনএফএন ভূইয়াকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন: প্রধান উপদেষ্টা- পরান চৌধুরী, উপদেষ্টা- আব্দুল মতিন, মোহাম্মদ হোসাইন, নূরুল আমীন বাবু ও টম আরাফাত, যুগ্ম আহ্বায়ক- জহির আহমেদ ফিরোজ ও আব্দুল সাত্তার, যুগ্ম সদস্য সচিব- মেরাজ ভূইয়া, কোষাধ্যক্ষ- মোহাম্মদ নেওয়াজ, যুগ্ম কোষাধ্যক্ষ- মামুন হোসেন এবং প্রচার সম্পাদক- জাকির হোসেন।
পথমেলার আয়োজক কর্মকর্তারা বাংলা পত্রিকাকে বলেন, নতুন প্রজন্ম বিশেষ করে যুব সমাজের সাথে দেশীয় শিল্প-সংস্কৃতির সাথে পরিচিত করা সহ ঘনিষ্টতা বৃদ্ধির লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশী কমিউনিটিকে বিনোদন দেয়া। এই মেলায় ২৫ থেকে ৩০ হাজার দর্শক-শ্রোতার সমাবেশ ঘটবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন। তারা কমিউনিটির সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
আয়োজরা বলেন, এবছর এই প্রথম শিল্পী জেমস আমেরিকা আসছেন এবং ফুলটন ইয়্যুথ সোসাইটির পথমেলায় গান পরিবেশন করবেন। তারা বলেন, মেলার জন্য স্টল বরাদ্দ চলছে। স্টলের জন্য থাকছে বিশেষ ছাড়। এজন্য ৬৪৬-৪২৭-২০৯৭ অথবা ৯১৭-৫৭০-১৩৬৯ অথবা ৩৪৭-৩৩৬-৫৯২৬ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।