প্রেসিডেন্ট ওবামা ঘোষিত নতুন ইমিগ্রেশন বেনিফিট বিষয়ক সেমিনার ৬ ডিসেম্বর শনিবার
- প্রকাশের সময় : ০১:২৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০১৪
- / ৯৯০ বার পঠিত
নিউইয়র্ক: প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষিত নতুন ইমিগ্রেশন বেনিফিট, নতুন তথ্য ও সিটি আইডি কার্ড বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে ৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬টায়। জ্যাকসন হাইটসের ফুডকোর্ট মিলনায়তনে আয়োজিত এই সেমিনারের আয়োজক হচ্ছেন ব্যারী সিলভার সোয়াগ ‘ল’ ফার্ম ও ইয়াকুব খান সিপিএ।
সেমিনারে মডারেটরের দায়িত্ব পালন করবেন কমিউনিটির পরিচিত মুখ মোহাম্মদ এন মজুমদার। আলোচক থাকবেন এটর্নী ব্যারী সিলভার সোহাগ, এটর্নী কেন সিলভারম্যান ও ইয়াকুব খান সিপিএ। সেমিনারে আলোচ্য বিষয় থাকবে: প্রেসিডেন্ট ওবামা ঘোষিত নূতন ইমিগ্রেশন রিফর্ম এবং এতে কারা উপকৃত হবেন, কিভাবে ব্যবসা প্রসার ও নূতন ব্যবসা স্থাপনের মাধ্যমে গ্রীনকার্ড পেতে পারেন, পুরনো ইমিগ্রেশন মামলা কিভাবে পুনরোজ্জিবিত করবেন, ইনকাম ট্যাক্সের সাথে মেডিকেইড, সোস্যাল সিকিউরিটি, ইমিগ্রেশন, বাড়ী-ঘর, বিক্রি ইত্যাদি সম্পর্কে আলোচনা, গাড়ী ও বাড়ী রেখে ব্যাংক করাপ্সি করে কিভাবে ঋণমুক্ত হতে পারেন, গ্রহবিবাদ ও এর পরিণতি, আইন, ব্যবসা ও ট্যাক্স সংক্রান্ত আইনগত জটিলতা এড়িয়ে চলবেন প্রভৃতি। রেজিষ্ট্রেশন ও অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ: ৭১৮-৫৭৬-১১৪০ অথবা ৯১৭-৫৯৭-৬৩৪৯.