প্রবীণ প্রবাসী বেলায়েত আহমেদের ইন্তেকাল
- প্রকাশের সময় : ০৮:১৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ৩০ বার পঠিত
নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির প্রিয় মুখ, প্রবীণ প্রবাসী বেলায়েত আহমেদ আর নেই। মঙ্গলবার (৩১ জানুয়ারী) দিবাগত রাতে তিনি ম্যানহাটনের বেত ইসরাইল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মদিনা মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। বসবাস করতেন ডাউন টাউন ম্যানহাটনে। তার বয়স হয়েছিলো ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ ৪ মেয়ে ও এক ছেলে সহ নাতি-নাতনী ও আত্নীয়-স্বজন রেখে গেছেন। তার দেশের বাড়ী মৌলভীবাজার জেলার সদর থানার উত্তর মোলাইম। খবর ইউএনএ’র।
প্রবীণ প্রবাসী বেলায়েত আহমেদের নামাজে জানা বুধবার (১ ফেব্রুয়ারী) বাদ এশা মদিনা মসজিদে অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন। নামাজে জানাজায় ইমামতি করেন মদিনা মসজিদের ইমাম মওলানা সুন্নাতুর রহমান। জানাজায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন ও জেনারেল সেক্রেটারী মুহাম্মদ এনায়েত হোসেন জালাল, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের সদস্য ও বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আজিমুর রহমান বুরহান, বিশিষ্ট ব্যবসায়ী এম শমসের আলী, জালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সহ সভাপতি বশির খান, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, মৌলভীবাজারে ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ’র উপদেষ্টা ওয়াসী চৌধুরী, সভাপতি তজমুল হোসেন ও সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন, ডাউন টাউন এসোসিয়েশন ইউএসএ’র সভাপতি একেএম মিজানুর রহমান ভুইয়া, উপদেষ্টা হাফিজ নূরুজ্জামান, যুগ্ম সম্পাদক আব্দুল মোতাললিব বাবু, কোষাধ্যক্ষ আব্দুল হক, মুবাশ্বির চৌধুরী, শাহীন হাসনাত প্রমুখ উপস্থিত ছিলেন।বৃহস্পতিবার তার মরদেহ নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম কবর স্থানে দাফন করা হয়।
শোক প্রকাশ: এদিকে বেলায়েত আহমেদ-এর ইন্তেকালে মদিনা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন ও জেনারেল সেক্রেটারী মুহাম্মদ এনায়েত হোসেন জালাল, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনক এর পক্ষ থেকে সভাপতি তজমুল হোসেন ও সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।