নিউইয়র্ক ০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

প্রবাসী নেতৃবৃন্দের অভিনন্দন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৫৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০১৬
  • / ৬৬৬ বার পঠিত

নিউইয়র্ক: বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পুনরায় সভাপতি এবং যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রবাসী বাংলাদেশী নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতি ও প্রতিক্রিয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়ে বলেছেন, আওয়ামী লীগে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এই নেতৃত্ব ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ও আদর্শ বাস্তবায়ন, সন্ত্রাস-জঙ্গীবাদমুক্ত, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, মুক্তিযুদ্ধের চেতনানির্ভর একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ডিজিটাল আধুনিক বাংলাদেশ গড়ার পাশাপাশি দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে আরো শক্তিশালী ও গতিশীল করবে। প্রবাসী নেতৃবন্দ দলের কাউন্সিলে নতুন পদ পাওয়ায় অন্যান্য নেতৃবৃন্দের প্রতিও অভিনন্দন জানান।
উল্লেখ্য, প্রধামন্ত্রী শেখ হাসিনা এই নিয়ে অষ্টমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন। অপরদিকে ওবায়দুল কাদের প্রথমবারের মতো দলের সাধারণ সম্পাদক মনোনীত হয়ে সৈয়দ আশরাফুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি আকতার হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ সংগঠনের পক্ষ থেকে এক প্রতিক্রিয়ায় বলেন, দলের নিয়ম অনুযায়ী সম্মেলন হয়েছে। এই সম্মেলনে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় সভাপতি নির্বাচিত করার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে দলীয় নেতা-কর্মী তার নেতৃত্বের প্রতি আস্থাশীল। পাশাপাশি দলীয় সভানেত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক মনোনীত করেছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা কাদের ভাইকে স্বাগতম জানাই, অভিনন্দন জানাই। নতুন নেতৃত্বর মধ্য দিয়ে দল আগামী দিনে আরো শক্তিশালী হবে আর বাংলাদেশ এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিশিষ্ট বিজ্ঞানী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও বঙ্গবন্ধু পরিষদ ইউএসএ’র সভাপতি এবং নিউজার্সীর প্লেইন্সবরো সিটির কাউন্সিলম্যান ড. নূরুন নবী ইউএনএ প্রতিনিধির কাছে প্রদত্ত তার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের পুন:নির্বাচিত সভাপতি শেখ হাসিনা ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অভিন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের নতুন কাউন্সিলে নবীন-প্রবীণের সমন্বয় ঘটেছে। এই নতুন নেতৃত্ব দলকে আরো শক্তিশালী করার পাশাপাশি শেখ হাসিনা সরকারের ভিষণ ২০২০ পরিকল্পনা আর ডিজিটাল বাংলাদেশ গড়ার পাশপাশি আগামী জাতীয় নির্বাচনে অতীতের চেয়ে আরো বেশী ভূমিকা রাখবে। ড. নবী আরো বলেন, ধারাবাহিকভাবে আওয়ামী লীগের কাউন্সিলের মধ্য দিয়ে দলের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের সর্বস্তরের নেতা-কর্মীদের মধ্যকার সম্পর্ককে আরো জোরদার করার পাশপাশি দল ও দেশে গণতান্ত্রিক চর্চার দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের যোগ্য উত্তরসূরী জননেত্রী শেখ হাসিনার পাশাপাশি ছাত্র রাজনীতির মধ্য দিয়ে দলের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ওবায়দুল কাদেরের সাথে তৃণমূলের নেতা-কর্মীদের সম্পর্ক দল পরিচালনায় সহায়ক হবে। পাশাপাশি দলের বিদায়ী ও যোগ্য সাধারণ সম্পাদক আশরাফ হোসেনকে যথাযথ সম্মানজনক পদ প্রদানে মধ্য দিয়ে এবারের কাউন্সিল সফল ও স্বার্থক হয়েছে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু)’র সাবেক জিএস, ’৭৫ এর প্রতিরোধ সংগ্রামী মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর এক বিবৃতিতে বলেন, আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে সর্বসম্মতভাবে বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি পুনঃনির্বাচিত ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দলের প্রেসিডিয়াম সদস্য ’৭৫ এর প্রতিরোধ সংগ্রামী সাবেক ছাত্রনেতা মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানাই। বিবৃতিতে তিনি আরো অভিনন্দন জানিয়েছেন কাউন্সিলে সর্বসম্মতভাবে প্রেসিডিয়াম সদস্য হিসাবে নতুন আরও যারা নির্বাচিত হয়েছেন বিশেষ করে নুরুল ইসলাম নাহিদ, ড. আব্দুর রাজ্জাক, ফারুক খান, আবদুল মান্নান খান, রমেশ চন্দ্র সেন, পীযূষ ভট্টাচার্য ও নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমানকে।
বিবৃতিতে ড.প্রদীপ রঞ্জন কর বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম সম্মেলন সফল হয়েছে। দারিদ্র্য ও ক্ষুধা মুক্ত সমাজ গঠন ও সন্ত্রাস-জঙ্গীবাদ দমনের মত যে সব বড় চ্যালেঞ্জ রয়েছে সে সব চ্যালেঞ্জ মোকাবলায় নব নির্বাচিত ত্যাগী, অভিজ্ঞ নুতন দায়িত্বপ্রাপ্ত নেতারা সফল হবেন এবং ২০ তম সম্মেলনের অঙ্গীকার বঙ্গবন্ধুর দর্শন ও আদর্শ বাস্তবায়ন, সন্ত্রাস-জঙ্গীবাদমুক্ত, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, মুক্তিযুদ্ধের চেতনা নির্ভর একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ডিজিটাল আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ আরো শক্তিশালী ও আরো গতিশীলতা লাভ করবে।
বিশিষ্ট ব্যবসায়ী ও যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক আহ্বায়ক রেজাউল করীম চৌধুরী ইউএনএ প্রতিনিধির কাছে প্রদত্ত প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের পুন:নির্বাচিত সভাপতি শেখ হাসিনা ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অভিন্দন জানিয়ে বলেন, আওয়ামী লীগে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা এবং দলের পরীক্ষিত নেতা ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় নতুন প্রজন্ম আওয়ামী লীগের রাজনীতির প্রতি উৎসাহিত হবে।
যুক্তরাষ্ট্র যুবলীগের বিদায়ী সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী নব মনোনীত মানবাধিকার সম্পাদক মিসবাহ আহমেদ ইউএনএ প্রতিনিধির কাছে প্রদত্ত প্রতিক্রিয়ায় ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিব কন্যা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি পদে পুনরায় নির্বাচিত এবং জননেতা ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদের সহ কেন্দ্রীয় আওয়ামী লীগে নব নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় পাওয়ার পাশাপাশি কাদের ভাইর মতো ত্যাগী নেতার মূলায়ন হয়েছে। নতুন নেতৃত্ব আগামী নির্বাচনে দলকে বিজয়ী করার ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
যুক্তরাষ্ট্র যুবলীগের বিদায়ী সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র আওয়ামী নব মনোনীত শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফরিদ আলম তার প্রতিক্রিয়ায় বলেন, জননেত্রী শেখ হাসিনা দলের সভাপতি ও জননেতা ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়ে বলেন, আওয়ামী লীগ ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে জানে। দলের নতুন নেতৃত্ব আগামী দিনে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করবে।
এছাড়াও নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক শাহীন আজমল, আওয়ামী লীগ নেতা একেএম সফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক বাহার খন্দকার সবুজ, যুবলীগ যুক্তরাষ্ট্র শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, সেবুল মিয়া প্রমুখ পৃথক পৃথক বিবৃতিতে জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি পুন: নির্বাচিত আর জননেতা ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

প্রবাসী নেতৃবৃন্দের অভিনন্দন

প্রকাশের সময় : ১১:৫৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০১৬

নিউইয়র্ক: বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পুনরায় সভাপতি এবং যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রবাসী বাংলাদেশী নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতি ও প্রতিক্রিয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়ে বলেছেন, আওয়ামী লীগে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এই নেতৃত্ব ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ও আদর্শ বাস্তবায়ন, সন্ত্রাস-জঙ্গীবাদমুক্ত, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, মুক্তিযুদ্ধের চেতনানির্ভর একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ডিজিটাল আধুনিক বাংলাদেশ গড়ার পাশাপাশি দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে আরো শক্তিশালী ও গতিশীল করবে। প্রবাসী নেতৃবন্দ দলের কাউন্সিলে নতুন পদ পাওয়ায় অন্যান্য নেতৃবৃন্দের প্রতিও অভিনন্দন জানান।
উল্লেখ্য, প্রধামন্ত্রী শেখ হাসিনা এই নিয়ে অষ্টমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন। অপরদিকে ওবায়দুল কাদের প্রথমবারের মতো দলের সাধারণ সম্পাদক মনোনীত হয়ে সৈয়দ আশরাফুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি আকতার হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ সংগঠনের পক্ষ থেকে এক প্রতিক্রিয়ায় বলেন, দলের নিয়ম অনুযায়ী সম্মেলন হয়েছে। এই সম্মেলনে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় সভাপতি নির্বাচিত করার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে দলীয় নেতা-কর্মী তার নেতৃত্বের প্রতি আস্থাশীল। পাশাপাশি দলীয় সভানেত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক মনোনীত করেছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা কাদের ভাইকে স্বাগতম জানাই, অভিনন্দন জানাই। নতুন নেতৃত্বর মধ্য দিয়ে দল আগামী দিনে আরো শক্তিশালী হবে আর বাংলাদেশ এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিশিষ্ট বিজ্ঞানী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও বঙ্গবন্ধু পরিষদ ইউএসএ’র সভাপতি এবং নিউজার্সীর প্লেইন্সবরো সিটির কাউন্সিলম্যান ড. নূরুন নবী ইউএনএ প্রতিনিধির কাছে প্রদত্ত তার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের পুন:নির্বাচিত সভাপতি শেখ হাসিনা ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অভিন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের নতুন কাউন্সিলে নবীন-প্রবীণের সমন্বয় ঘটেছে। এই নতুন নেতৃত্ব দলকে আরো শক্তিশালী করার পাশাপাশি শেখ হাসিনা সরকারের ভিষণ ২০২০ পরিকল্পনা আর ডিজিটাল বাংলাদেশ গড়ার পাশপাশি আগামী জাতীয় নির্বাচনে অতীতের চেয়ে আরো বেশী ভূমিকা রাখবে। ড. নবী আরো বলেন, ধারাবাহিকভাবে আওয়ামী লীগের কাউন্সিলের মধ্য দিয়ে দলের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের সর্বস্তরের নেতা-কর্মীদের মধ্যকার সম্পর্ককে আরো জোরদার করার পাশপাশি দল ও দেশে গণতান্ত্রিক চর্চার দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের যোগ্য উত্তরসূরী জননেত্রী শেখ হাসিনার পাশাপাশি ছাত্র রাজনীতির মধ্য দিয়ে দলের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ওবায়দুল কাদেরের সাথে তৃণমূলের নেতা-কর্মীদের সম্পর্ক দল পরিচালনায় সহায়ক হবে। পাশাপাশি দলের বিদায়ী ও যোগ্য সাধারণ সম্পাদক আশরাফ হোসেনকে যথাযথ সম্মানজনক পদ প্রদানে মধ্য দিয়ে এবারের কাউন্সিল সফল ও স্বার্থক হয়েছে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু)’র সাবেক জিএস, ’৭৫ এর প্রতিরোধ সংগ্রামী মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর এক বিবৃতিতে বলেন, আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে সর্বসম্মতভাবে বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি পুনঃনির্বাচিত ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দলের প্রেসিডিয়াম সদস্য ’৭৫ এর প্রতিরোধ সংগ্রামী সাবেক ছাত্রনেতা মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানাই। বিবৃতিতে তিনি আরো অভিনন্দন জানিয়েছেন কাউন্সিলে সর্বসম্মতভাবে প্রেসিডিয়াম সদস্য হিসাবে নতুন আরও যারা নির্বাচিত হয়েছেন বিশেষ করে নুরুল ইসলাম নাহিদ, ড. আব্দুর রাজ্জাক, ফারুক খান, আবদুল মান্নান খান, রমেশ চন্দ্র সেন, পীযূষ ভট্টাচার্য ও নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমানকে।
বিবৃতিতে ড.প্রদীপ রঞ্জন কর বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম সম্মেলন সফল হয়েছে। দারিদ্র্য ও ক্ষুধা মুক্ত সমাজ গঠন ও সন্ত্রাস-জঙ্গীবাদ দমনের মত যে সব বড় চ্যালেঞ্জ রয়েছে সে সব চ্যালেঞ্জ মোকাবলায় নব নির্বাচিত ত্যাগী, অভিজ্ঞ নুতন দায়িত্বপ্রাপ্ত নেতারা সফল হবেন এবং ২০ তম সম্মেলনের অঙ্গীকার বঙ্গবন্ধুর দর্শন ও আদর্শ বাস্তবায়ন, সন্ত্রাস-জঙ্গীবাদমুক্ত, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, মুক্তিযুদ্ধের চেতনা নির্ভর একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ডিজিটাল আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ আরো শক্তিশালী ও আরো গতিশীলতা লাভ করবে।
বিশিষ্ট ব্যবসায়ী ও যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক আহ্বায়ক রেজাউল করীম চৌধুরী ইউএনএ প্রতিনিধির কাছে প্রদত্ত প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের পুন:নির্বাচিত সভাপতি শেখ হাসিনা ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অভিন্দন জানিয়ে বলেন, আওয়ামী লীগে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা এবং দলের পরীক্ষিত নেতা ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় নতুন প্রজন্ম আওয়ামী লীগের রাজনীতির প্রতি উৎসাহিত হবে।
যুক্তরাষ্ট্র যুবলীগের বিদায়ী সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী নব মনোনীত মানবাধিকার সম্পাদক মিসবাহ আহমেদ ইউএনএ প্রতিনিধির কাছে প্রদত্ত প্রতিক্রিয়ায় ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিব কন্যা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি পদে পুনরায় নির্বাচিত এবং জননেতা ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদের সহ কেন্দ্রীয় আওয়ামী লীগে নব নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় পাওয়ার পাশাপাশি কাদের ভাইর মতো ত্যাগী নেতার মূলায়ন হয়েছে। নতুন নেতৃত্ব আগামী নির্বাচনে দলকে বিজয়ী করার ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
যুক্তরাষ্ট্র যুবলীগের বিদায়ী সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র আওয়ামী নব মনোনীত শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফরিদ আলম তার প্রতিক্রিয়ায় বলেন, জননেত্রী শেখ হাসিনা দলের সভাপতি ও জননেতা ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়ে বলেন, আওয়ামী লীগ ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে জানে। দলের নতুন নেতৃত্ব আগামী দিনে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করবে।
এছাড়াও নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক শাহীন আজমল, আওয়ামী লীগ নেতা একেএম সফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক বাহার খন্দকার সবুজ, যুবলীগ যুক্তরাষ্ট্র শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, সেবুল মিয়া প্রমুখ পৃথক পৃথক বিবৃতিতে জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি পুন: নির্বাচিত আর জননেতা ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন।