নিউইয়র্ক ০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৫৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / ৪০ বার পঠিত

জলি আহমেদ: নিউইয়র্কের জ্যামাইকায় প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ, ইনকের উদ্যোগে অনাড়ম্বর পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) স্থানীয় ইকরা কমিউনিটি সেন্টারে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মেজবাহ উদ্দিন ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের সভাপতি মোরশেদ আলম, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম উসমান গনি, উপদেষ্টা ছদরুন নূর, নরসিংদী জেলা সমিতি’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার এহসানুল হক, সমিতির সাবেক উপদেষ্টা মোশাররফ হোসেন আঙ্গুর, জ্যামাইকা থিয়েটারের উপদেষ্টা ফারুক আহমেদ ও সংগীতশিল্পী তাসকিন আহমেদ।
মোরশেদ আলম

ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া তার বক্তবে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটি একটি অরাজনৈতিক ও মানবিক সংগঠন, যা প্রবাসীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রধান অতিথি মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, প্রবাসী সমাজের কল্যাণে কাজ করা একটি মহৎ দায়িত্ব, এবং এই সংগঠন তা নিষ্ঠার সঙ্গে পালন করছে। ভবিষ্যতেও এটি প্রবাসীদের জন্য কাজ করে যাবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নুরুজ্জামান আলী (সিনিয়র সহ-সভাপতি), মুসফিকুজ্জামান ঝন্টু (যুগ্ম সাধারণ সম্পাদক) সহ অনেকে।
এবিএম উসমান গনি

দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং প্রবাসীদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। শেষে সকল অতিথিদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়। আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক।
মাহফিলে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আবুছাইন আক্তার বাবুল এবং পরিচালক জিয়াউর রহমান জিয়া সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১১:৫৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

জলি আহমেদ: নিউইয়র্কের জ্যামাইকায় প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ, ইনকের উদ্যোগে অনাড়ম্বর পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) স্থানীয় ইকরা কমিউনিটি সেন্টারে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মেজবাহ উদ্দিন ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের সভাপতি মোরশেদ আলম, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম উসমান গনি, উপদেষ্টা ছদরুন নূর, নরসিংদী জেলা সমিতি’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার এহসানুল হক, সমিতির সাবেক উপদেষ্টা মোশাররফ হোসেন আঙ্গুর, জ্যামাইকা থিয়েটারের উপদেষ্টা ফারুক আহমেদ ও সংগীতশিল্পী তাসকিন আহমেদ।
মোরশেদ আলম

ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া তার বক্তবে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটি একটি অরাজনৈতিক ও মানবিক সংগঠন, যা প্রবাসীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রধান অতিথি মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, প্রবাসী সমাজের কল্যাণে কাজ করা একটি মহৎ দায়িত্ব, এবং এই সংগঠন তা নিষ্ঠার সঙ্গে পালন করছে। ভবিষ্যতেও এটি প্রবাসীদের জন্য কাজ করে যাবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নুরুজ্জামান আলী (সিনিয়র সহ-সভাপতি), মুসফিকুজ্জামান ঝন্টু (যুগ্ম সাধারণ সম্পাদক) সহ অনেকে।
এবিএম উসমান গনি

দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং প্রবাসীদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। শেষে সকল অতিথিদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়। আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক।
মাহফিলে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আবুছাইন আক্তার বাবুল এবং পরিচালক জিয়াউর রহমান জিয়া সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।