জিয়া পরিষদের উদ্যোগে নেওয়াজ হালিমা আরলী সংবর্ধিত
প্রবাসীদের এমপি মনোনয়ন দাবী

- প্রকাশের সময় : ০১:৫৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / ৯ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট নেওয়াজ হালিমা আরলী’র নিউইয়র্ক সফর উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র জিয়া পরিষদ তাকে সংবার্ধিত করেছে। এ উপলক্ষ্যে রোববার (২০ জুলাই) সন্ধ্যায় ব্রঙ্কসের একটি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে তাকে মন্ত্রী বানানো এবং যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি’র ত্যাগী নেতাদের আগামী জাতীয় নির্বাচনে এমপি পদে মনোনয়ন দেয়ার দাবী জানান। পাশাপাশি কোন কোন বক্তা প্রবাসীদের সম্পর্কে কেন্দ্রীয় বিএনপি নেত্রী সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার ‘কটাক্ষ’ করে বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে পাপিয়ার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্রের প্রতিও দাবী জানান। খবর ইউএনএ’র।
কেন্দ্রীয় জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের আহŸায়ক সামসুল ইসলাম মজনু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গেষ্ট অব অনার ছিলেন কেন্দ্রীয় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল।
সভায় সংবর্ধিত অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মনজুর আহমেদ ও আব্দুস সালাম, নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র (একাংশ) সভাপতি সালেহ আহমেদ মানিক, নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইমরান শাহ রন, যুক্তরাষ্ট্র জাসাস-এর সদস্য সচিব জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার এম এ খালেক, ব্রঙ্কস কমিউনিটি বোর্ড মেম্বার শাজাহান শেখ, যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের যুগ্ম আহŸায়ক ভিপি আলমগীর খান, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দল নেতা কাজী মোহাম্মদ মনিরুল ইসলাম, এডভোকেট শাহনাজ পারভীন জোসনা, এডভোকেট রেজওয়ানা সেতু প্রমুখ।
সভায় বক্তারা সংবর্ধিত অতিথি নেওয়াজ হালিমা আরলী-কে বিএনপি’র ত্যাগী ও জনপ্রিয় নেত্রী হিসেবে উল্লেখ করেন এবং তাকে আগামী নির্বাচনে তাকে এমপি মনোনীত করে দল ক্ষমতায় গেলে তাকে মন্ত্রী বানানোর দাবী জানান। কোন কোন বক্তা বদরুন্নাহার কলেজের ভিপি থাকাকালীন সময়ে এডভোকেট আরলীর নেতৃত্বেরও প্রশংসা করেন এবং তাকে ছাত্রীবান্ধব নেত্রী হিসেবে উল্লেখ করেন।
এডভোকেট নেওয়াজ হালিমা আরলী তার বক্তব্যে মাত্র তিনদিনের স্বল্প সময়ের নিউইয়র্ক সফরের সময় তাকে সংবর্ধিত করার জন্য জিয়া পরিষদ-কে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা অনেক ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ পেতে যাচ্ছি। দেশবাসীর মতো প্রবাসীরাও ফ্যাসিবাদ শেখ হাসিনার পতনের আন্দোলনের অংশীদার। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর যারা দল ও দেশের মানুষের ভালো চায় না তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। তিনি বলেন, নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ বিএনপি প্রমান করেছে বিএনপি জনগণের দল আর দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া আর তারেক রহমান খাঁটি দেশপ্রেমিক। তিনি বলেন, আধুনিক বাংলাদেশ গড়তে শহীদ জিয়া ১৯ দফা দিয়েছিলেন। আর নতুন বাংলাদেশ গড়তে তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। তিনি তার বক্তব্যে জিয়া পরিষদের সাবেক আহŸায়ক কবীর মুরাদ ও দলের সাবেক মহাসচিব মরহুম খন্দকার দেলোয়ার হোসেন-কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং সকল ষড়যন্ত্রের মধ্যেও সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী করার আহŸান জানান।
আব্দুল লতিফ স¤্রাট বলেন, আমরা দল ও দেশের ভালো চাই। তাই সত্যকে সত্য বলার সাহস রাখি। আজ যারা প্রবাসীদের কটাক্ষ করছেন তারা দল ও দেশের ভালো চান না। প্রবাসীদের নিয়ে তিনি কটাক্ষ করে বক্তব্য রাখার জন্য কেন্দ্রীয় বিএনপি নেত্রী সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াকে দল থেকে বহিষ্কার দাবী করেন।
গিয়াস আহমেদ বলেন, প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করছে। আর সেই প্রবাসীদের সম্পর্কে বিএনপি নেত্রী পাপিয়া কটাক্ষ করে বক্তব্য রাখছেন। আমরা প্রবাসীরা তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে দলের প্রতি আহŸান জানাই।
মোস্তফা কামাল পাশা বাবুল বলেন, আমরা প্রবাসীরা দীর্ঘদিন ধরে দলের জন্য, দেশের জন্য কাজ করছি। এখন সময় এসেছে প্রবাসীদের মূল্যায়ন করার। তিনি যোগ্য প্রবাসীদের এসপি পদে মনোনয়ন দেয়ার জন্য কেন্দ্রীয় হাই কমান্ডের প্রতি দাবী জানান।
সভাপতির বক্তব্যে সামসুল ইসলাম মজনু বলেন, জিয়া পরিষদ কেন্দ্রীয় বিএনপি’র ভিন্নধর্মী সংগঠন। দেশ-বিদেশের জ্ঞানী-গুনী, গবেষকরা তাদের মেধা আর যোগ্যতা দিয়ে জিয়া পরিষদ সহ দল ও দেশের কল্যাণে অবদান রাখছেন। তিনি যুক্তরাষ্ট্র জিয়া পরিষদকে শক্তিশালী করতে প্রবাসের জাতীয়তাবাদী আদর্শের জ্ঞানী-গুনী, গবেষকদের ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানান।
সভায় শহীদ জিয়ার বিদেহী আতœার মাগফেরাত কামনা এবং দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়াও সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সবশেষে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের সদস্য সচিব জাকির হাওলাদার ও যুগ্ম সদস্য সচিব প্রফেসর সৈয়দ আজাদ।