প্রতিবাদের মুখে মসজিদ মিশন সেন্টারে মেয়র প্রার্থী এন্ড্রু কুওমো : ভোট প্রার্থনা

- প্রকাশের সময় : ১০:২৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / ২৯ বার পঠিত
হককথা রিপোর্ট: আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী, সাবেক গভর্ণর এন্ড্রু কুওমো তার নির্বাচনী কৌশল হিসেবে এবার মুসলিম ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। কামনা করছেন সমর্থন আর ভোট। এই লক্ষ্যে শুক্রবার জ্যামাইকার মসজিদ মিশন পরিদর্শন করেন।
গাজা-ফিলিস্তিন ইস্যুতে মসুল্লীদের প্রতিবাদের মুখে বাংলাদেশী মুসলিম কমিউনিটি পরিচালিত জ্যামাইকার মসজিদ মিশন পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী, সাবেক গভর্নর এন্ড্রু কুওমো। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুম্মার নামাজের আগে তিনি এই মসজিদে আসেন। মসজিদ কমিটির কোষাধ্যক্ষ শাহাদৎ হোসেন তাকে স্বাগত জানান।
এদিকে এন্ড্রু কুওমোর আগমনের তীব্র প্রতিবাদ জানান ঐ মসজিদের কয়েকজন মুসল্লী সহ অপর মেয়র পদপ্রার্থী জোহরান মামদানীর সমর্থকরা। এসময় তারা নানা কুওমোর বিরুদ্ধে কথাও বলেন। মসজিদ মিশনের ঘরে-বাইরে প্রতিবাদের মুখ উপস্থিত মসল্লিদের কাছে মেয়র নির্বাচনে সমর্থন আর ভোট কামনা করেন এন্ড্রু কুওমো।
আগামী ৪ঠা নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচন। এই নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রাইমারীতে বিজয়ী ষ্টেট অ্যাসেম্বলীম্যান জোহরান মামদানী দলীয় প্রার্থী। প্রাইমারীতে মামদানীর কাছে এন্ড্রু কুওমো পরাজিত হলেও আসন্ন নির্বাচনে স্বতন্ত্রী প্রার্থী হচ্ছেন। আর তার নির্বাচনী কৌশল হিসেবে এবার মুসলিম ভোটারদের টার্গেট করে তার নতুন কৌশলে নির্বাচনরী প্রাচারনা চালাচ্ছেন বলে রাজনীতি বিশ্লেকরা মনে করছেন।