নিউইয়র্ক ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

পুনরায় নির্বাচিত হলে বাংলাদেশ সোসাইটি হবে সবার : আজমল হোসেন কুনু

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:৪৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০১৬
  • / ১০২৮ বার পঠিত

নিউইয়র্ক: বাংলাদেশ সোসাইটি ইনক’র দ্বি-বার্ষিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘কুনু-আজম’ প্যানেলের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ব্রুকলীনের ফুলটনে এই প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে সিটির ব্রুকলীনে প্যানেলটির নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। অপরদকে ফুলটনের পরিচিতি সভায় সোসাইটির সভাপতি এবং একই পদে পুনরায় প্রার্থী আজমল হোসেন কুনু বলেছেন আমার দায়িত্ব পালনে কার্যকরী পরিষদের সবার সহযোগিতায় সোসাইটিকে গণমূখী সংগঠনের পরিণত করেছি। তার প্রামাণ আজকের সভায় উপস্থিতি বিপুল সংখ্যক ফুলটন আর ব্রুকলীনবাসী বাংলাদেশী। তিনি বলেন, সোসাইটির জন্য আরো অনেক কিছু করার রয়েছে। পুনরায় নির্বাচিত হলে সবার সহযোগিতায় সোসাইটিকে সবার সংগঠনে পরিণত করবো।
সিটির ব্রুকলীনস্থ ফুলটনের একটি পার্টি হলে ৫ অক্টোবর বুধবার সন্ধ্যায় আয়োজিত ‘কুনু-আজম’ প্যানেলের পরিচিতি সভায় আজমল হোসেন কুনু উপরোক্ত কথা বলেন। ব্রুকলীন স্পোর্টিং ক্লাব ও ফুলটন ইয়্যুথ সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর নোয়াখালী সমিতি ইউএসএ’র সাবেক সহ সভাপতি আবুল কাশেম। সভা পরিচালনা করেন ‘কুনু-আজম’ প্যানেলের ব্রুকলীন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাফর আহমেদ। খবর ইউএনএ’র।
kunu-azam_fulton_abu-nasher‘কুনু-আজম’ প্যানেলের শীর্ষস্থানীয় প্রার্থী ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে অতিথি হিসেবে সভামঞ্চে উপবিষ্ট ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সভাপতি ইলিয়াস আহমেদ মাস্টার ও আতাউর রহমান সেলিম, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ফিরোজ পাটোয়ারী, বাংলাদেশ সোসাইটির সাব্কে নির্বাচন কমিশনার হেলাল উদ্দিন, সোসাইটির সাবেক সাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দিন বাবর, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আব্দুল মালেক, বিশিষ্ট ব্যবসায়ী এন আমীন, ফোবানা-২০১৫’র সদস্য সচিব আব্দুল কাদের চৌধুরী শাহীন, সীতাকুন্ড পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ প্রমুখ।
সভায় ‘কুনু-আজম’ প্যানেলের সভাপতি পদপ্রার্থী আজমমল হোসেন কুনু, সহ সভাপতি পদপ্রার্থী সফি আলম লাল, সাধারণ সম্পাদক পদপ্রার্থী কাজী আজম আর অতিথিবৃন্দ ছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় কাজী আজম তার বক্তব্যে ‘কুনু-আজম’ প্যানেলকে নির্বাচিত করার জন্য ফুলটন তথা ব্রুকলীনবাসীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আমরা নির্বাচিত হলে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে সোসাইটি তথা প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে সাধ্যমত ভূমিকা রাখবো।
kunu-azam_fulton-odiance-2অন্যান্য বক্তারা ‘কুনু-আজম’ প্যানেলকে সোসাইটিকে নেতৃত্ব দেয়ার জন্য যোগ্য প্যানেল হিসেবে আখ্যায়িত করে ঐক্যবদ্ধভাবে কাজ করে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ‘কুনু-আজম’ প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এই প্যানেলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবু নাসের। এছাড়া পানেলটির সাফল্য কামনায় বিশেষ মুনাজাদ পরিচালনা করেন মওলানা মাহবুবুর রহমান।
kunu-azam_fulton-odiance-1সভায় উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে আব্বাস উদ্দিন, নজরুল ইসলাম বাবুল, রিয়াজ চৌধুরী, ফিরোজ আলম, বাবুল আহমেদ (ঢাকা), সৈয়দ জাহাঙ্গীর আলম সুজন, কবীর আহদে, গোলাম হোসেন, আলাল উদ্দিন, জাকির এনাম হোসেন, শাহিদুল আলম নিলয়, নাজমুল হুদা, জামাল উদ্দিন, মহসিনুর রহমান খান সবুজ, রানা, পরান চৌধুরী প্রমুখ।
kunu-azam-pannel-brooklyn-office-dua-1ব্রুকলীনে নির্বাচনী অফিস উদ্বোধন: এদিকে ৬ অক্টোবর বৃহস্প্রতিবার সন্ধ্যায় ব্রুকলীনে ‘কুনু-আজম’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। ৪৮৪ ম্যাকডোনাল্ড এভিনিউ ঠিকানায় নির্বাচনী অফিস উদ্বোধন উপলক্ষ্যে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা নূরুল হুদা। এসময় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্যানেলটির প্রার্থীরা উপস্থিত ছিলেন।
kunu-azam-pannel-brooklyn-office-dua-2

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

পুনরায় নির্বাচিত হলে বাংলাদেশ সোসাইটি হবে সবার : আজমল হোসেন কুনু

প্রকাশের সময় : ০৮:৪৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০১৬

নিউইয়র্ক: বাংলাদেশ সোসাইটি ইনক’র দ্বি-বার্ষিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘কুনু-আজম’ প্যানেলের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ব্রুকলীনের ফুলটনে এই প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে সিটির ব্রুকলীনে প্যানেলটির নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। অপরদকে ফুলটনের পরিচিতি সভায় সোসাইটির সভাপতি এবং একই পদে পুনরায় প্রার্থী আজমল হোসেন কুনু বলেছেন আমার দায়িত্ব পালনে কার্যকরী পরিষদের সবার সহযোগিতায় সোসাইটিকে গণমূখী সংগঠনের পরিণত করেছি। তার প্রামাণ আজকের সভায় উপস্থিতি বিপুল সংখ্যক ফুলটন আর ব্রুকলীনবাসী বাংলাদেশী। তিনি বলেন, সোসাইটির জন্য আরো অনেক কিছু করার রয়েছে। পুনরায় নির্বাচিত হলে সবার সহযোগিতায় সোসাইটিকে সবার সংগঠনে পরিণত করবো।
সিটির ব্রুকলীনস্থ ফুলটনের একটি পার্টি হলে ৫ অক্টোবর বুধবার সন্ধ্যায় আয়োজিত ‘কুনু-আজম’ প্যানেলের পরিচিতি সভায় আজমল হোসেন কুনু উপরোক্ত কথা বলেন। ব্রুকলীন স্পোর্টিং ক্লাব ও ফুলটন ইয়্যুথ সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর নোয়াখালী সমিতি ইউএসএ’র সাবেক সহ সভাপতি আবুল কাশেম। সভা পরিচালনা করেন ‘কুনু-আজম’ প্যানেলের ব্রুকলীন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাফর আহমেদ। খবর ইউএনএ’র।
kunu-azam_fulton_abu-nasher‘কুনু-আজম’ প্যানেলের শীর্ষস্থানীয় প্রার্থী ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে অতিথি হিসেবে সভামঞ্চে উপবিষ্ট ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সভাপতি ইলিয়াস আহমেদ মাস্টার ও আতাউর রহমান সেলিম, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ফিরোজ পাটোয়ারী, বাংলাদেশ সোসাইটির সাব্কে নির্বাচন কমিশনার হেলাল উদ্দিন, সোসাইটির সাবেক সাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দিন বাবর, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আব্দুল মালেক, বিশিষ্ট ব্যবসায়ী এন আমীন, ফোবানা-২০১৫’র সদস্য সচিব আব্দুল কাদের চৌধুরী শাহীন, সীতাকুন্ড পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ প্রমুখ।
সভায় ‘কুনু-আজম’ প্যানেলের সভাপতি পদপ্রার্থী আজমমল হোসেন কুনু, সহ সভাপতি পদপ্রার্থী সফি আলম লাল, সাধারণ সম্পাদক পদপ্রার্থী কাজী আজম আর অতিথিবৃন্দ ছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় কাজী আজম তার বক্তব্যে ‘কুনু-আজম’ প্যানেলকে নির্বাচিত করার জন্য ফুলটন তথা ব্রুকলীনবাসীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আমরা নির্বাচিত হলে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে সোসাইটি তথা প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে সাধ্যমত ভূমিকা রাখবো।
kunu-azam_fulton-odiance-2অন্যান্য বক্তারা ‘কুনু-আজম’ প্যানেলকে সোসাইটিকে নেতৃত্ব দেয়ার জন্য যোগ্য প্যানেল হিসেবে আখ্যায়িত করে ঐক্যবদ্ধভাবে কাজ করে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ‘কুনু-আজম’ প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এই প্যানেলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবু নাসের। এছাড়া পানেলটির সাফল্য কামনায় বিশেষ মুনাজাদ পরিচালনা করেন মওলানা মাহবুবুর রহমান।
kunu-azam_fulton-odiance-1সভায় উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে আব্বাস উদ্দিন, নজরুল ইসলাম বাবুল, রিয়াজ চৌধুরী, ফিরোজ আলম, বাবুল আহমেদ (ঢাকা), সৈয়দ জাহাঙ্গীর আলম সুজন, কবীর আহদে, গোলাম হোসেন, আলাল উদ্দিন, জাকির এনাম হোসেন, শাহিদুল আলম নিলয়, নাজমুল হুদা, জামাল উদ্দিন, মহসিনুর রহমান খান সবুজ, রানা, পরান চৌধুরী প্রমুখ।
kunu-azam-pannel-brooklyn-office-dua-1ব্রুকলীনে নির্বাচনী অফিস উদ্বোধন: এদিকে ৬ অক্টোবর বৃহস্প্রতিবার সন্ধ্যায় ব্রুকলীনে ‘কুনু-আজম’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। ৪৮৪ ম্যাকডোনাল্ড এভিনিউ ঠিকানায় নির্বাচনী অফিস উদ্বোধন উপলক্ষ্যে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা নূরুল হুদা। এসময় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্যানেলটির প্রার্থীরা উপস্থিত ছিলেন।
kunu-azam-pannel-brooklyn-office-dua-2