নিউইয়র্ক ০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

পরম্পরা সঙ্গীত একাডেমি’র বার্ষিক সঙ্গীত সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:২১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • / ৪ বার পঠিত

নিউইয়র্ক: পরম্পরা সঙ্গীত একাডেমি ইউএসএ’র বার্ষিক সংগীত সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত ২০ জুলাই, রোববার, ফ্ল্যাশিং এর হিন্দু সেন্টারে মন্ত্র পাঠ এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে সম্মেলনের সূচনা করেন হিন্দু সেন্টারের পুরোহিত দীক্ষিত জী। টেলিভিশন ব্যক্তিত্ব দিমা নেফারতিতি’র সঞ্চালনা ও শুভেচ্ছা নিবেদনের পরেই শুরু হয় সমবেত ভজন পরিবেশনা। একাডেমি’র সঙ্গীত গুরু বিপ্লব মুখার্জি’র নেতৃত্বে ভজন পরিবেশন করেন একাডেমির শিক্ষার্থীরা। তবলায় ছিলেন একাডেমির তবলা-গুরু রবিশংকর ভর্টাচার্য।
উল্লেখ্য, প্রবাসে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের শুদ্ধ, সঠিক পরিবেশনা, প্রচার এবং প্রসারের লক্ষ্যে ২০১৮ সাল থেকে নিরলস প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে পরম্পরা সঙ্গীত একাডেমি ইউএসএ’র শিক্ষক বিপ্লব মুখার্জি এবং রবিশংকর ভর্টাচার্য। এই ধারাবাহিকতায় পরম্পরা একাডেমি প্রতিবছর নিউইয়র্কে শিক্ষার্থী এবং অতিথি সঙ্গীতজ্ঞদের জন্য সঙ্গীত সম্মেলন এর আয়োজন করে থাকে।
এবছরের সঙ্গীত সম্মেলন এর সন্ধ্যায় সমবেত ভজন এর পরে, তবলা লহরী, ভজন, কাজরী, দাদরা, গজল, রাগ কলাবতী, গণেশ স্তুতি সহ একাডেমির শিক্ষার্থীদের বহুমাত্রিক ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মনোজ্ঞ পরিবেশনা উপভোগ করেন অতিথিবৃন্দ। অতিথি সঙ্গীতজ্ঞের মধ্যে সিতার মায়েস্ত্র উস্তাদ হিদায়েত হুসেইন খান এর সিতারের পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। তার সাথে তবলায় সঙ্গত করেন ভারতের প্রতিভাবান তবলা বাদক মল্লার গোস্বামী।
এছাড়াও পরম্পরা একাডেমীর সঙ্গীত গুরু বিপ্লব মুখার্জির একক সঙ্গীত পরিবেশনা, সূরের মূর্ছনায় বিমোহিত হন দর্শকরা। সবশেষে বাংলা বাউল গানে দর্শক দের মুগ্ধ করেন বাউল শিল্পীরা। উল্লেখ্য, যে কোন বয়সের সঙ্গীতানুরাগীরা এই একাডেমি থেকে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের দীক্ষা নিতে পারে অনলাইন এবং ইন-পারসন ক্লাসের মাধ্যমে। -প্রেস বিজ্ঞপ্তি।

 

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

পরম্পরা সঙ্গীত একাডেমি’র বার্ষিক সঙ্গীত সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৪:২১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

নিউইয়র্ক: পরম্পরা সঙ্গীত একাডেমি ইউএসএ’র বার্ষিক সংগীত সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত ২০ জুলাই, রোববার, ফ্ল্যাশিং এর হিন্দু সেন্টারে মন্ত্র পাঠ এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে সম্মেলনের সূচনা করেন হিন্দু সেন্টারের পুরোহিত দীক্ষিত জী। টেলিভিশন ব্যক্তিত্ব দিমা নেফারতিতি’র সঞ্চালনা ও শুভেচ্ছা নিবেদনের পরেই শুরু হয় সমবেত ভজন পরিবেশনা। একাডেমি’র সঙ্গীত গুরু বিপ্লব মুখার্জি’র নেতৃত্বে ভজন পরিবেশন করেন একাডেমির শিক্ষার্থীরা। তবলায় ছিলেন একাডেমির তবলা-গুরু রবিশংকর ভর্টাচার্য।
উল্লেখ্য, প্রবাসে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের শুদ্ধ, সঠিক পরিবেশনা, প্রচার এবং প্রসারের লক্ষ্যে ২০১৮ সাল থেকে নিরলস প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে পরম্পরা সঙ্গীত একাডেমি ইউএসএ’র শিক্ষক বিপ্লব মুখার্জি এবং রবিশংকর ভর্টাচার্য। এই ধারাবাহিকতায় পরম্পরা একাডেমি প্রতিবছর নিউইয়র্কে শিক্ষার্থী এবং অতিথি সঙ্গীতজ্ঞদের জন্য সঙ্গীত সম্মেলন এর আয়োজন করে থাকে।
এবছরের সঙ্গীত সম্মেলন এর সন্ধ্যায় সমবেত ভজন এর পরে, তবলা লহরী, ভজন, কাজরী, দাদরা, গজল, রাগ কলাবতী, গণেশ স্তুতি সহ একাডেমির শিক্ষার্থীদের বহুমাত্রিক ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মনোজ্ঞ পরিবেশনা উপভোগ করেন অতিথিবৃন্দ। অতিথি সঙ্গীতজ্ঞের মধ্যে সিতার মায়েস্ত্র উস্তাদ হিদায়েত হুসেইন খান এর সিতারের পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। তার সাথে তবলায় সঙ্গত করেন ভারতের প্রতিভাবান তবলা বাদক মল্লার গোস্বামী।
এছাড়াও পরম্পরা একাডেমীর সঙ্গীত গুরু বিপ্লব মুখার্জির একক সঙ্গীত পরিবেশনা, সূরের মূর্ছনায় বিমোহিত হন দর্শকরা। সবশেষে বাংলা বাউল গানে দর্শক দের মুগ্ধ করেন বাউল শিল্পীরা। উল্লেখ্য, যে কোন বয়সের সঙ্গীতানুরাগীরা এই একাডেমি থেকে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের দীক্ষা নিতে পারে অনলাইন এবং ইন-পারসন ক্লাসের মাধ্যমে। -প্রেস বিজ্ঞপ্তি।