নোয়াখালী সোসাইটি’র দ্বিতীয় ভবন ক্রয়

- প্রকাশের সময় : ১০:২৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
- / ১৬৯ বার পঠিত
হককথা ডেস্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর নোয়াখালীর প্রবাসীদের সামাজিক সংগঠন গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক তাদের দ্বিতীয় নতুন ভবন ক্রয় করেছে। এটি সকল প্রবাসী নোয়াখালীবাসীর জন্য অত্যান্ত সুখবর। গত ২১ এপ্রিল নোয়াখালী ভবন-২ (৫০৫ ম্যাকডোনাল্ড এভিনিউ) এর রেজিষ্ট্রেশন অফিসিয়ালি সম্পন্ন হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নতুন ভবন ক্রয়ের পর সংগঠনটির সভাপতি নাজমুল হাছান ও সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু এক বিবৃতিতে বলেছেন, সকল নোয়াখালীবাসী আন্তরিকভাবে বিভিন্ন সময় মেধা ও আর্থিকভাবে নোয়াখালী সোসাইটিকে সাহায্য-সহায়তা করেছেন। যা না হলে এতবড় একটা কাজ সম্পন্ন করা কখনও সম্ভব হতো না। আমরা আপনাদের এই মহানুভবতা ও দান শ্রদ্ধার সাথে চির দিন স্বরনণ রাখবো। বিবৃতিতে তারা বলেন, এইভাবে আমরা যদি সব সময় ঐক্যবদ্ধ থাকতে পারি আগামী দিনেও আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ।