উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি হাসানুজ্জামান হাসান
নীলফামারী এসোসিয়েশনের বর্ণাঢ্য বনভোজন অনুষ্ঠিত

- প্রকাশের সময় : ০৯:০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / ৬ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটিতে চলছে বনভোজন মৌসুম। প্রতি সপ্তাহান্তেই বনভোজনে মেতে উঠছে বাংলাদেশীরা। বিশেষ করে আঞ্চলিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মাঝে চলছে একধরণের প্রতিযোগিতা। কর্মময় ব্যস্ত জীবন থেকে কিছুটা স্বস্থি ও আনন্দঘন সময় কাটাতে তাই তারা বেছে নিচ্ছে কোলাহলহীন নির্জনতা। আয়োজন করছে বনভোজনের। নির্মল এমন উৎসব আয়োজন থেকে পিছিয়ে নেই প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন নীলফামারী ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন নিউইয়র্ক, ইউএসএ। উত্তরবঙ্গের অন্যতম জনপদ নীলফামারী। প্রবাসী নীলফামারীবাসীর মাঝে পারস্পরিক সম্পর্ককে আরো সুদৃঢ় করবে এমন প্রত্যাশায় এসোসিয়েশন বার্ষিক বনভোজনের আয়োজন করে গত ১৯ জুলাই, শনিবার। লং আইল্যান্ডের বেথপেজ স্টেট পার্কের ঈগল প্যাভেলিয়নে দিনভর চলে বনভোজনের বর্ণাঢ্য আনন্দ উৎসব। খবর ইউএনএ’র।
রং বে রং-এর একগুচ্ছ বেলুন উড়িয়ে বর্ণাঢ্য এই বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ’র প্রতিষ্ঠাতা সভাপতি, নীলফামারীর সন্তান, আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি হাসানুজ্জামান হাসান। এসময় নীলফামারী এসোসিয়েশনের কর্মকর্তা ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে হাসানুজ্জামান হাসান বনভোজনে অংশগ্রহণকারীদেরকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নীলফামারীবাসীর সাথে আমার সম্পর্ক অত্যন্ত নিবিড়। বিশেষ করে এই সংগঠনের সাথে আমার পরিবারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সুশৃংখলভাবে বনভোজন আয়োজন করায় সংগঠনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, দেশ ও প্রবাসে নীলফামারীবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
মেলায় বিশেষ অতিথি ছিলেন অভিজাত গ্রæপের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান, নর্থবেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ’র সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা ডা. আব্দুল লতিফ, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক তনু খান ও সহ সভাপতি আবু তাহের, এমটিএ নিউইয়র্ক সিটির অবসর প্রাপ্ত পরিচালক নূর হোসেন সরকার, সাবেক সভাপতি এবং নীলফামারী ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের বর্তমান উপদেষ্টা হাসান কবীর ডাবলু, মর্টগেজ কর্মকর্তা শামনুন শিবলী এবং সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ খান।
উদ্বোধনী পর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নীলফামারী এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রোকানুজ্জামান রোকন ও সাধারণ সম্পাদক হৃষিকেশ রায়। বনভোজন আয়োজক কমিটির আহŸায়ক হাবিবুল হক হাবিব, সদস্য সচিব শফিকুল ইসলাম স্বপন সহ অন্যান্য কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
নিউইয়র্ক সিটি ও লং আইল্যান্ডে বিভিন্ন স্থান থেকে প্রবাসী নীলফামারীবাসীরা সময়মতো পৌছে যান বনভোজন স্পটে। ফলে চমৎকার আবহাওয়ায় আকর্ষনীয় বেথপেজ পার্কে সকাল থেকেই জমে উঠে বনভোজন। উদ্বোধনের পর সকালের নাস্তা শেষ করে নানাবিধ খেলাধূলায় মেতে উঠে শিশু-কিশোর-কিশোরী থেকে শুরু করে সব বয়সীরা। শুরু হয় নারী-পুরুষ এবং ছোটদের খেলাধূলা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষনীয় পুরস্কার বিতরণ করা হয়। মধ্যাহ্ন ভোজ পরিবেশন করা হয় বেলা দুপুর ২টায়। সবার মুখে ছিলো দেশীয় খাবারের প্রশংসা। যা বনভোজন আয়োজনের মাত্রাকে বাড়িয়ে দেয়। দুপুরের খাবারের পর ডেজার্ট হিসেবে পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী কালোজাম মিষ্টি এবং বাহারি মশলায় মিষ্টি পান-সুপারি।
অনুষ্ঠানে নীলফামারী ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সৌজন্যে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও বর্তমান নীলফামারী ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং নীলফামারী এসোসিয়েশনের কার্যকরী কমিটির মোহাম্মদ রোকন, হৃশি, হাবিবুল, স্বপন, গৌতম রায়, কৈলাশ, রাসেল, সুরুজ, রহমান, মুক্তা, টিটু, স্বপন রায়, পরিমল এবং রহিম।
সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় কন্ঠশিল্পী রোকসানা মির্জা ও গৌতম রায়। তাদের পরিবেশনায় গান ও নৃত্যে জমে ওঠে সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় উপস্থিত সবাই নেচে-গেয়ে আনন্দে অংশগ্রহণ করেন। বিকেলের খাবার হিসেবে তরমুজ এবং ঝাল-মুড়ির সাথে পরিবেশন করা হয় স্পেশাল চা। যা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
এবারের বনভোজনে আকর্ষনীয় র্যাফল ড্র-তে ১৫টি পুরস্কার প্রদান করা হয়। প্রথম পুরস্কার হিসেবে স্বর্ণের চেইন, দ্বিতীয় পুরস্কার টিভি, তৃতীয় পুরস্কার এ্যাপল ওয়াচ, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পুরস্কার ল্যাপটপ সহ অন্যান্য আকর্ষনীয় পুরস্কার লটারী বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে তুলে দেয়া হয়। পরিশেষে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হৃষিকেশ রায় ধন্যবাদ সূচক এবং সভাপতি মোহাম্মদ রোকনুজ্জামান রোকন তার সমাপনী বক্তব্যে আগতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বনভোজন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।