নিউইয়র্ক সিনেটে ‘আনডক্যুমেন্টদের ড্রাইভিং লাইসেন্স’ বিল পাশ
- প্রকাশের সময় : ০৯:২৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯
- / ৩৫৬ বার পঠিত
নিউইয়র্ক: অবৈধ ও কাগজপত্রহীনদের ‘ড্রাইভিং-লাইসেন্স’ পেতে আর কোন বাধা রইলো না; সোমবার (১৭ জুন) রাতে নিউইয়র্ক স্টেট সিনেটের অধিবেশনে ৩৩-২৯ ভোটের ব্যবধানে তা পাশ হয়েছে। এর আগে স্টেট অ্যাসেম্বলীতেও কাগজপত্রহীনদের ‘নিউইয়র্কের ড্রাইভিং-লাইসেন্স’ প্রদানের পক্ষে প্রস্তাবটি সর্বসম্মতক্রমে পাশ হয়। বাংলাদেশী অধ্যুষিত ব্রঙ্কসের পার্কচেষ্টার থেকে নির্বাচিত সিনেটর ‘লুইস সিপুলভেদার’ জোর তৎপরতায় এ আইনটি সিনেটে পাশ করা সম্ভব হয় বলে জানা গেছে।
উল্লেখ্য, কাগজপত্রহীনদের ‘নিউইয়র্কের ড্রাইভিং-লাইসেন্স’ পেতে কেবল সনাক্তকরণ যাচাইয়ের কপি কিংবা বিদেশী পার্সপোর্ট প্রয়োজন হবে। ‘আনডক্যুমেন্টদের ড্রাইভিং লাইসেন্স’ প্রদানে যুক্তরাষ্ট্রের ১৩তম স্টেট হতে যাচ্ছে নিউইয়র্ক; যদিও আইনটির পূর্ণ বাস্তবায়নে স্টেট গভর্নর কুমোর স্বাক্ষরের অপেক্ষায় জনপ্রতিনিধিরা। সূত্র: টাইম টেলিভিশন।

















