নিউইয়র্ক সিটির জ্যামাইকায় ‘লিটল বাংলাদেশ এভিনিউ’ উদ্বোধন

- প্রকাশের সময় : ০৩:১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ৮৩ বার পঠিত
হককথা রিপোর্ট: বিপুল উৎসাহ উদ্দীপনায় নিউইয়র্ক সিটির কুইন্সের জ্যামাইকায় উদ্বোধন হলো ‘লিটল বাংলাদেশ এভিনিউ’। অমর একুশে মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জ্যামাইকার হিলসাইড এভিনিউর ১৬৯ ষ্ট্রটি ও হোমলন ষ্ট্রীটের কর্ণারে নতুন সড়কটির উদ্বোধন করেন স্থানীয় সিটি কাউন্সিলম্যান জিম এফ জিনারো। হাজারো প্রবাসী বাংলাদেশীর উপস্থিতিতে সোমবার (২১ ফেব্রæয়ারী) অপরাহ্নে নাম ফলক উন্মোচন করে সড়কটি উদ্বোধন করা হয়।
সড়টি উদ্বোধনের আগে ঐ স্থানে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাগত রাখেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাউন্সিলম্যান জিম এফ জিনারো। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নিউইয়র্কস্থ বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম, নিউইয়র্ক ষ্টেট অ্যাসেস্বলীম্যান ডেভিড ওয়েপ্রীন, ষ্টেট অ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমার, সিটি কাউন্সিলওম্যান নানতাসা উইলিয়াম, কুইন্স ডিষ্ট্রিক্ট এটর্নী মেলিন্ডা কার্টজ, কমিউনিটি নেতা মোহাম্মদ আমানুল্লাহ সহ আরো অনেকে।
অনুষ্ঠানে ভাষা শহীদদের সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়াও চিন্ময় সেন্টারের শিল্পীরা বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত এবং আমর একুশের গান ‘আমার ভায়ের রক্সে রাঙানো একুশে ফেব্রæয়ারী’ পরিবেশন করেন। জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির পক্ষ থেকে সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার ও সাধারণ সম্পাদক আল আমীন রাসেল কাউন্সিলমান জিম জিনারোকে পুষ্পস্তবক ও ক্রেষ্ট প্রদান করেন।
তবে ‘লিটল বাংলাদেশ এভিনিউ’র উদ্বোধনী অনুষ্ঠান যেভাবে বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো তা কারো কাম্য ছিলো না। অনুষ্ঠানটি আরো ভালো ও সুন্দর হতে পারতো। আর এই না পারাটা কমিউনিটি নেতৃবৃন্দের অনৈক্য বলেই সচেতন প্রবাসীরা মন্তব্য করেছেন।
প্রবাসী বাংলাদেশীদের আরো অভিমত জ্যামাইকায় ‘লিটল বাংলাদেশ এভিনিউ’ উদ্বোধনের মধ্যদিয়ে নিউইয়র্ক সিটিতে বাংলা ভাষা, বাংলাদেশ আর প্রবাসী বাংলাদেশীদের মান-মর্যাদা, স্বীকৃতি আরো এক ধাপ এগিয়ে গেলো। এখন প্রবাসীদের দাবী নিউইয়র্কে স্থায়ী শহীদ মিনার।