নিউইয়র্ক ষ্টেট আ.লীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
- প্রকাশের সময় : ০৮:১৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০১৫
- / ৫৬৫ বার পঠিত
নিউইয়র্ক: নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত ১১ জানুয়ারী রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের স্কলাস্টিকা কোচিং সেন্টার মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উল্লেখ্য, ১০ জানুয়ারী ছিলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে সংগঠনের অন্যতম সহ সভাপতি শফিকুল আলম (অলস্টার)-এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ এবং এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দীন ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহীম বাদশা। সভা পরিচালনা করেন ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল।
সভায় আলোচনায় অংশ নেন নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের উপদেষ্টা হীরু ভূঁইয়া, সিলেট জেলা যুবলীগের সাবেক সভাপতি গোলাম রব্বানী, সংগঠনের সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম, মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ এম এইচ মতিন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দরুদ মিয়া রনেল, সাবেক ছাত্রনেতা সাঈদুর রহমান বিনু, যুবনেতা ওয়ালী হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাঙালীর স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১০ জানুয়ারী একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৭২ সালের ১০ জানুয়ারী স্বাধীন বাংলাদেশের স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম স্বাধীন সার্বভৌম বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ বঙ্গবন্ধুর গ্রেফতারের পূর্বে স্বাধীনতার ঘোষণা দেন। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তাঁর নির্দেশিত পথে ৯ মাস সশস্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের সর্বস্তরের জনগণের সাহায্য ও সহযোগিতায় পৃথিবীর বুকে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়। বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের পর সেদিন আবেগ-আপ্লুত কন্ঠে বলেছিলেন-‘অন্ধকার থেকে আলোর পথে যাত্রা’ শুরু হলো।
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।