নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভা ১৯ ডিসেম্বর
- প্রকাশের সময় : ১১:০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০১৫
- / ৫৪৯ বার পঠিত
নিউইয়র্ক: নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা আগামী ১৯ ডিসেম্বর শনিবার বেলা ১টায় জ্যাকসন হাইটসস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে (সাপ্তাহিক দেশবাংলা/বাংলা টাইমস মিলনায়তন) অনুষ্ঠিত হবে।
এদিকে ক্লাবের কার্যকরী পরিষদের সভায় সাধারণ সভার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। গত ১৪ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত কার্যকরী পরিষদের সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু তাহের। সভা পরিচালনা করেন নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ। আলোচনায় অংশ নেন ক্লাবের সহ-সভাপতি রিমন ইসলাম, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ শেখ সিরাজুল ইসলাম ও যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন সরকার। এছাড়া ক্লাবের সাবেক সভাপতি ও কার্যকরী পরিষদ সদস্য এবং সিনিয়র সহ সভাপতি তাসের মাহমুদ টেলিকনফারেন্সে সভার সিদ্ধান্তের সাথে ঐক্যমত পোষণ করেন।
সভায় ক্লাবের সকল সদস্যকে সাধারণ সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।