নিউইয়র্ক ফ্যাশন উইকে র্যাম্পে হাঁটলেন তিন প্রবাসী বাংলাদেশী মডেল

- প্রকাশের সময় : ০৪:৫৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ৪৮ বার পঠিত
হককথা রিপোর্ট: ফ্যাশন দুনিয়ার অন্যতম বড় আসর নিউইয়র্ক ফ্যাশন উইকের দ্বিতীয় দিনে শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাম্পে হেঁটেছেন তিন প্রবাসী বাংলাদেশী মডেল। এরা হলেন মাহমুদা ইয়াসমীন, জেরিন সাদিয়া সোহা ও নুসরাত তিশাম (ছবিতে বা থেকে ডানে)। তাদের অংশগ্রহণ প্রশংসা কুড়িয়েছেন ফ্যাশন সংশ্লিষ্টদের কাছে। ম্যানহাটানের একটি গির্জায় আয়োজিত শোতে এদিন আমেরিকান দর্শনার্থীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশী দর্শকও ফ্যাশন শো উপভোগ করেন। এদিন বিভিন্ন ডিজাইনারদের পোশাকে বিভিন্ন গ্রæপে হেঁটেছেন আরও অর্ধ শতাধিক মডেল। তবে প্রবাসী তিন বাংলাদেশী ‘ নিউইয়র্ক ফ্যাশন উইক’-এ অংশ নিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করলেও তাদের উপস্থাপনায় বাংলাদেশের পোশাক শিল্প-সংস্কৃতি ছিলো অনুপস্থিত। যা উপস্থিত বাংলাদেশী দর্শককে হতাশ করেছে। পাশাপাশি তাদের উপস্থিতি বিদেশি দর্শকদের মুগ্ধ করে।
মাহমুদা ইয়াসমীন তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এরই মধ্যে তিনি নজর কেড়েছেন মূলধারার বিভিন্ন ডিজাইনারের। এবার নিয়ে তিনবার তিনি নিউইয়র্ক ফ্যাশন উইকের র্যাম্পে হেঁটেছেন।
নিউইয়র্কের সুপরিচিত মডেল ও অভিনেত্রী নুসরাত তিশাম প্রথমবারের মতো হাঁটলেন নিউইয়র্ক ফ্যাশন উইকে। বর্তমানে তিনি নিউজার্সীতে বসবাস করছেন। কাজ করেছেন টাইম টেলিভিশন সহ বিভিন্ন মিডিয়া আর করপোরেট প্রতিষ্ঠানে।
অপরদিকে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় ক্যালিফোর্নিয়া রাজ্যের হলিউড খ্যাত লস অ্যাঞ্জেলেস থেকে নিউইয়র্ক ফ্যাশন উইকে যোগ দেন মডেল জেরিন সাদিয়া সোহা। তিনিও এবার প্রথমবারের মতো ফ্যাশন দুনিয়ার বড় এ আসরের র্যাম্পে হাঁটলেন।
নিউইয়র্ক ফ্যাশন উইকের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশী আয়োজক ছিলেন সাউন্ড পেস ইন্টারন্যাশনালের কর্ণধার ওমর চৌধুরী। এই শো সম্পর্কে তার প্রতিক্রিয়ায় জানান, এবার দু’জন নতুন প্রবাসী বাংলাদেশী মডেলকে নিউইয়র্ক ফ্যাশন উইকের মঞ্চে উপস্থাপন করা হয়েছে। ভবিষ্যতে তিনি দেশী-প্রবাসী আরও মডেলকে এই আয়োজনে সম্পৃক্ত করতে চান।
উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী নিউইয়র্ক ফ্যাশন উইক-এর আয়োজন চলবে আরও তিন দিন। তাবৎ ফ্যাশন দুনিয়ার বড় চারটি আসরের অন্যতম ‘নিউইয়র্ক ফ্যাশন উইক’। প্রতিবছর ফেব্রæয়ারী ও সেপ্টেম্বরে নিউইয়র্কে ফ্যাশন উইক-এর দুটি আসর বসে।