নিউইয়র্ক ও মৌলভীবাজারে সোহানের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত
- প্রকাশের সময় : ০৫:১৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০১৫
- / ৮৩৯ বার পঠিত
নিউইয়র্ক: পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া আর স্মরণ সভার মধ্য দিয়ে পালিত হলো আহমেদ জাহান সোহানের ৫ম মৃত্যুবার্ষিকী। কমিউনিটির পরিচিত মুখ, বাংলাদেশ সোসাইটি ইনক নিউইয়র্কের সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা জাহানারা আহমেদ লক্ষীর একমাত্র পুত্র এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট, বিশিষ্ট রাজনীতিক, সংগঠক ও ব্যবসায়ী আব্দুর রহিম বাদশার ভাগ্নে সোহান। সোহানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাদের গ্রামের বাড়ী মৌলভীবাজারের কুলাউড়ায় অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে তার বাবা ইউএনএ প্রতিনিধিকে জানান। সোহান স্মরণে পারিবারিক উদ্যোগে কুলাউড়ায় প্রতিষ্ঠা করা হয়েছে স্কুল। যার নাম আহমদ সোহান সোনালী উচ্চ বিদ্যালয়।
নিউইয়র্কের ব্রঙ্কস কমিউনিটি কলেজে ভর্তি হয়ে কলেজ জীবনের দু’সপ্তাহের মধ্যেই ৬ সেপ্টেম্বর ২০১০ (২৭ রমজান) এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহমদ জে. সোহান (১৮) ইন্তেকাল করেন। কৃতি ছাত্র আহমদ সোহান’র মৃত্যুতে যুক্তরাষ্ট্রস্থ ইন্টারন্যাশনেল কমিউনিটি হাইস্কুল ‘স্মরণ সভা, বিশেষ প্রাথর্না অনুষ্ঠান, স্কুলে স্মৃতি স্মারক স্থাপন ও ২০১১ সাল থেকে আহমদ সোহান মেমোরিয়াল স্কলারশিপ প্রবর্তন করেছে। এ ছাড়া প্রতি বছর একজন ছাত্র/ছাত্রীকে এই স্কলারশিপ দেয়া হয়। এ বছর আহমদ সোহান মেমোরিয়াল স্কলারশিপ অর্জন করেছেন এরিশবেত পাভিয়া।
সোহানের বাবা, কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ জানান, পুত্রের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ৬ সেপ্টেম্বর রোববার নিউইয়র্কের ব্রঙ্কসের বাসায় সময় কাটিয়েছেন পরিবার-পরিজনদের সাথে। পুত্রের জন্য পবিত্র কোরআন থেকে পাঠ ছাড়াও আয়োজন করা হয় দ্য়োা মাহফিলের। খবর ইউএনএ’র।
কুলাউড়া থেকে প্রাপ্ত খবরে জানা যায়: আহমদ জাহান সোহানের স্মরণে মৌলভীবাজারের কুলাউড়ায় ৬ সেপ্টেম্বর রোববার দুপুরে আলোচনা সভা, কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আহমদ সোহান সোনালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোকবুলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল লতিফ, মনু মডেল কলেজের অধ্যক্ষ হাজী মোহাম্মদ আব্দুল মান্নান, কৃষক নেতা কমরেড মোহাম্মদ আব্দুল মালিক, যুক্তরাষ্ট্র প্রবাসী হাফিজ জমশেদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খোরশেদ উল্ল্যাহ, কর্মধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মালিক, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম. শাকিল রশীদ চৌধুরী, পৃথিমপাশা ইউপি সদস্য আব্দুল মনাফ ও আব্বাস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোহম্মদ আতিকুর রহমান আতিক, সাংবাদিক আজিজুল ইসলাম ও আশফাক তানভীর ও ছাত্রলীগ নেতা ময়নুল ইসলাম পংকী। অনুষ্ঠান পরিচালনা করেন জিসানুজ্জামান।
অনুষ্ঠানে কামরুল ইসলাম বলেন, শিক্ষাই জাতির ভবিষ্যৎ। আর শিক্ষার আলোকে আমাদের তৃণমুল পর্যায়ে পৌছে দিতে প্রতিষ্ঠিত হয়েছে আহমদ সোহান সোনালী উচ্চ বিদ্যালয়। কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের একটি অবহেলিত, শিক্ষা বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলে মানুষের জন্যই এই বিদ্যালয় এ অঞ্চলে শিক্ষার প্রসার ঘটবে। তিনি বলেন, মান সম্মত শিক্ষা নিতে আসা আমাদের নতুন প্রজন্ম, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আহমদ জাহান সোহান বেঁচে থাকবে তাদের মনিকোটায় যুগ যুগ ধরে। তিনি আরও বলেন, সোহান ছাত্র জীবনের প্রাথমিক অধ্যায় থেকে অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিলো। সে বেঁচে থাকলে হয়তো বিদেশের মধ্যে এদেশের ভাব মূর্তি উজ্জ্বল করতো। সোহানের স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করে নিজেকে একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে ।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন পুরশাই হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফিজ আনসার উদ্দিন। এছাড়া সোহানের আত্মার মাগফিরাত কামনায় বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী কোরআন খতম করেছেন।