নিউইয়র্ক ০৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইয়র্কে হেইট ক্রাইমের শিকার আরেক বাংলাদেশী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:২৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০১৬
  • / ৬৯১ বার পঠিত

নিউইয়র্ক: আবারও নিউইয়র্কে হেইট ক্রাইমের শিকার হলেন মুজিবুর রহমান নামে এক বাংলাদেশী। সিটির ব্রঙ্কস-এর পিএস ওয়ান টোয়েন্টি ফাইভ (স্কুল)-এর সামনে স্থানীয় সময় ১৫ জানুয়ারী শুক্রবার বিকেলে হেইট ক্রাইমের শিকার হন তিনি। মুজিবুর রহমান ব্রঙ্কসের পার্কচেস্টারের বাসিন্দা এবং পার্কচেস্টার জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খলিলুর রহমানের ছোট ভাই।
জানা গেছে, ওই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে তার সন্তান। তাকে নিয়ে যাওয়ার জন্য স্কুলের সামনে অপেক্ষা করছিলেন মজিবুর। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে এক কৃষাঙ্গ যুবক তাকে কোনো কিছু বুঝে ওঠার আগেই আইস আইস বলে কিল ঘুষি দিতে থাকেন। ঘটনার সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন মুজিবুর রহমান। পরে রক্তাক্ত অবস্থায় আশপাশের লোকজন ছুটে এসে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এ ঘটনার পর থেকে পার্কচেস্টারের বাংলাদেশীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। হাসপাতালে চিকিৎসারত মজিবুরকে দেখতে যান কমিউনিটি নেতা শেখ আল মামুন, মুশতাক আহমেদসহ অনেকে। এই ঘটনার নিন্দা জানিয়েছেন আরেক কমিউনিটি নেতা এ ইসলাম মামুন। অনেকের অভিযোগ, মজিবুর রহমানের দাড়ি ও টুপি থাকায় যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী বক্তব্যের জেরেই হেইট ক্রাইমের শিকার হন মুজিবুর।
এদিকে মুজিবুর রহমানের উপর হামলার প্রতিবাদে শিগগরিই বিক্ষোভ কর্মসূচী নিতে যাচ্ছেন নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটির নেতারা।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী বক্তব্যের জেরে এর আগে নিউইয়র্কের অ্যাস্টোরিয়াতেও সরকার হক নামের এক বাংলাদেশী তার নিজ গ্রোসারী ব্যবসা প্রতিষ্ঠানে হেইট ক্রাইমের শিকার হয়েছেন। ২০১৫ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহের ওই ঘটনা ছিল কমিউনিটিতে গেল বছরের সবচেয়ে আলোচিত ঘটনা। এছাড়াও আরো এক বাংলাদেশী সিটির ওজনপার্কে হেইট ক্রাইমের শিকার হন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

নিউইয়র্কে হেইট ক্রাইমের শিকার আরেক বাংলাদেশী

প্রকাশের সময় : ০৯:২৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০১৬

নিউইয়র্ক: আবারও নিউইয়র্কে হেইট ক্রাইমের শিকার হলেন মুজিবুর রহমান নামে এক বাংলাদেশী। সিটির ব্রঙ্কস-এর পিএস ওয়ান টোয়েন্টি ফাইভ (স্কুল)-এর সামনে স্থানীয় সময় ১৫ জানুয়ারী শুক্রবার বিকেলে হেইট ক্রাইমের শিকার হন তিনি। মুজিবুর রহমান ব্রঙ্কসের পার্কচেস্টারের বাসিন্দা এবং পার্কচেস্টার জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খলিলুর রহমানের ছোট ভাই।
জানা গেছে, ওই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে তার সন্তান। তাকে নিয়ে যাওয়ার জন্য স্কুলের সামনে অপেক্ষা করছিলেন মজিবুর। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে এক কৃষাঙ্গ যুবক তাকে কোনো কিছু বুঝে ওঠার আগেই আইস আইস বলে কিল ঘুষি দিতে থাকেন। ঘটনার সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন মুজিবুর রহমান। পরে রক্তাক্ত অবস্থায় আশপাশের লোকজন ছুটে এসে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এ ঘটনার পর থেকে পার্কচেস্টারের বাংলাদেশীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। হাসপাতালে চিকিৎসারত মজিবুরকে দেখতে যান কমিউনিটি নেতা শেখ আল মামুন, মুশতাক আহমেদসহ অনেকে। এই ঘটনার নিন্দা জানিয়েছেন আরেক কমিউনিটি নেতা এ ইসলাম মামুন। অনেকের অভিযোগ, মজিবুর রহমানের দাড়ি ও টুপি থাকায় যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী বক্তব্যের জেরেই হেইট ক্রাইমের শিকার হন মুজিবুর।
এদিকে মুজিবুর রহমানের উপর হামলার প্রতিবাদে শিগগরিই বিক্ষোভ কর্মসূচী নিতে যাচ্ছেন নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটির নেতারা।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী বক্তব্যের জেরে এর আগে নিউইয়র্কের অ্যাস্টোরিয়াতেও সরকার হক নামের এক বাংলাদেশী তার নিজ গ্রোসারী ব্যবসা প্রতিষ্ঠানে হেইট ক্রাইমের শিকার হয়েছেন। ২০১৫ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহের ওই ঘটনা ছিল কমিউনিটিতে গেল বছরের সবচেয়ে আলোচিত ঘটনা। এছাড়াও আরো এক বাংলাদেশী সিটির ওজনপার্কে হেইট ক্রাইমের শিকার হন।