নিউইয়র্কে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশী সাকিব নিহত

- প্রকাশের সময় : ০৪:৫৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯
- / ৩৭১ বার পঠিত
হককথা ডেস্ক: নিউইয়র্কে এক সড়ক দূর্ঘটনায় বাংলাদেশী সাদমান সাকিব (২৩) নিহত হয়েছেন। তার পিতার নাম ডা. মঈন উদ্দিন। রোববার (৪ আগষ্ট) ভোরে তিনি জনএফ কেনেডি বিমানবন্দরের কাছে নর্থ কন্ডোইড-এ এই দূর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। সাকিব সিটির উডহ্যাভেন এলাকায় তার পরিবারের সাথে বসবাস করছিলেন। ঢাকায় জন্ম সাকিবের গ্রামের বাড়ী ফেনী জেলায়। তার অকাল মৃত্যুতে পরিবার সহ আতœীয়-স্বজন ও বন্ধু মহলে গভীর শোক নেমে এসেছে।
জানা গেছে, রোববার ভোর সাড়ে তিনটার দিকে আমাজন ডট কম-এর ডেলিভারী দেয়ার সময় সাকিব তার গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সে দূর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন। সে লাগোর্ডিয়া কমিউনিটি কলেজের কম্পিউটার বিভাগের ছাত্র এবং ইতিমধ্যেই এসোসিয়েটস সম্পন্ন করেছেন। লেখাপড়ার পাশাপাশি সে পার্ট টাইম কাজ করতেন। নিহত সাদমান সাকিবের মরদেহ রোববার পোস্ট মর্টেম শেষে স্থানীয় একটি ফিউনেরাল হোমে রাখা হয়েছে। (বাংলা পত্রিকা)