নিউইয়র্কে যুক্তরাষ্ট্র যুবলীগের প্রতিবাদ সমাবেশ
- প্রকাশের সময় : ০৪:৪১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০১৪
- / ৭০৯ বার পঠিত
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ ওমর ফারুক চৌধুরীর ঢাকাস্থ বাসার সামনে ককটেল বিষ্ফোরণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিউইয়র্কে সভা করেছে যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক কমিটি। নিউইয়র্ক সিটির জ্যামাইকার হিলসাইড এভিনিউ ও ১৬৮ স্ট্রীটে গত ২ নভেম্বর রোববার সন্ধ্যায় এই সভার আয়োজন করা হয়।
যুবলীগ নেতা মিরু শিকদার ইউএনএ প্রতিনিধিকে জানান, প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন যুবলীগের আহ্বায়ক একেএম তারিকুল হায়দার চৌধুরী। সভা পরিচালনা করেন যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাহার খন্দকার সবুজ। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদ, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা স্বপন কর্মকার, সাইফুল্লাহ ভূঁইয়া, একরামুল হক সাবু, ইসমাইল হোসেন স্বপন, মোহাম্মদ মামুদুর রহমান, আতিকুর রহমান সুজন, মিরু শিকদার, মনজুরুল আলম বিটি প্রমুখ।
উল্লেখ্য, জামায়াতে ইসলামী বাংলাদেশ আহুত লাগাতার হরতাল চলাকালে গত রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ধানমন্ডিস্থ বাসার সমানে বিস্ফোরণ ঘটায় দৃর্বৃত্তরা। এসময় হরতালের সমর্থনে মিছিল চলছিলো। এই ঘটনার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেছে যুবলীগ নেতৃবৃন্দ।