নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুঘটনায় তিন বাংলাদেশী নিহত : গুরুতর আহত এক

- প্রকাশের সময় : ০৮:৪৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০১৭
- / ৭৮০ বার পঠিত
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির অদূরে লং আইল্যান্ড এলাকার নর্দার্ন ষ্টেট পার্কওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশী নিহত এবং আরো এক বাংলাদেশী গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ভোর ৫টার দিকে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন ঢাকার মাতোয়াইলের শামসুল আলম (৬১), কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আতাউর রহমান দুলাল (৩৫) এবং ময়মনসিংহের নৌহল এলাকার রায়হান ইসলাম (২৮)। অপরদিকে আহত আল আমীনের দেশের বাড়ী কিশোরগঞ্জের ভৈরব বলে জানা গেছে। তারা সবাই নিউইয়র্ক সিটির কুইন্স বরোর জ্যামাইকা এলাকায় বসবাস এবং একই কোম্পানীতে কাজ করতেন। এই হতাহতের ঘটনায় বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর ইউএনএ’র।
পুলিশ সহ নিহত-আহতদের ঘনিষ্টজনরা জানান, শনিবার ভোরে চার বাংলাদেশী মিলে জ্যামাইকা থেকে একটি প্রাইভেট কার যোগে লং আইল্যান্ডে তাদের কর্মস্থল ইনভাজিন ফার্মাসিউটিক্যাল কোম্পানীতে সকালের শিফটে কাজ করতে যাচ্ছিলেন। নর্দার্ন ষ্টেট পার্কওয়ের হাইওয়ে ধরে যাওয়ার পথে এক্সিট (হাইওয়ে থেকে লোকার রাস্তায় উঠার পথ) ৩১ নেয়ার পর তাদের প্রাইভেট কারটি দূর্ঘটনার শিকার হয়। এসময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেলে হতাহতের এ ঘটনা ঘটে বলে নিউইয়র্কের টহল পুলিশ জানিয়েছে। ঘটনার সময় রায়হান ইসলাম ড্রাইভ করছিলেন এবং গাড়ীটি তার নিজের। এসময় শামসুল আলম, আতাউর রহমান ও রায়হান ইসলাম ঘটনাস্থলেই মারা যান এবং আল আমীন মোল্লা গুরুতর আহত হন। আল আমীনের ডান হাত ও পা এবং বুকের পাজরের অংশবিশেষ ভেঙ্গে গেছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত শামসুল আলম, আতাউর রহমান ও রায়হান ইসলামের স্থানীয় হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
অপরদিকে গুরুতর আহত আল আমীনকে উইনথ্রপ ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনার পর থেকেই সে অজ্ঞান অবস্থায় রয়েছে বলে তাকে হাসপাতালে দেখে এসে ইউএনএ প্রতিনিধিকে এই তথ্য জানান তারই ভৈরবের এলাকাবাসী রফিকুল ইসলাম। ঐ হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরো জানান, আপাতত: আল আমীনের বিপদ কেটে গেছে। সোমবার নাগাদ তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে।
নিহত শামসুল আলম তার এক পুত্র আর এক কন্যা নিয়ে জ্যামাইকায় বসবাস করছিলেন। তার স্ত্রী রোকেয়া বেগত ঢাকার মিরপুর কলেজের অধ্যাপিকা। তারা এক পুত্র আর দুই কন্যার জনক-জননী। তাদের বড় কন্যা শামস জেরিন তাসনিম ঢাকায় আর্মি হাসপাতালের ডাক্তার, দ্বিতীয় কন্যা মমো নিউইয়র্কের লং আইল্যান্ড ইউনিভার্সিটির ফার্মাসী বিভাগের ছাত্রী এবং সেকেন্ড ইয়ার সমাপ্ত করেছেন। পুত্র তনয় নিউইয়র্কের আপষ্টেটস্থ আলফ্রেড নোবেল ইউনির্ভার্সিটির সেকেন্ড ইয়ারের ছাত্র বলে জানা গেছে।
নিহত আতাউর রহমান তার স্ত্রীকে নিয়ে জ্যামাইকায় বসবাস করছিলেন। দেড়/দুই বছর ফ্লোরিডা অঙ্গরাজ্যে বসবাস করার পর এক মাস আগে নিউইয়র্কে আসেন এবং লং আইল্যান্ডের ঐ ফার্মাসিউটিক্যাল কোম্পানীতে কাজ শুরু করেন।
নিহত রায়হান ইসলাম স্ত্রী আর এক কন্যা (৪) নিয়ে জ্যামাইকার সাতফিন এলাকায় বসবাস করতেন।
এদিকে সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশীর ঘনিষ্টজনরা শনিবার সন্ধ্যায় জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ ঘরোয়া রেষ্টুরেষ্টে সমবেত হয়ে পরবর্তী করনীয় নিয়ে বৈঠক করেছেন।