নিউইয়র্কে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ৫

- প্রকাশের সময় : ০৫:৫০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০১৭
- / ৫৩৩ বার পঠিত
নিউইয়র্ক: নিউইয়র্কের কুইন্স ভিলেজে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৫ জুন পুড়ে মারা গেছে যার তিন জনই শিশু। রোববার (২৩ এপ্রিল) ছুটির দিনে বেলা আড়াইটার দিকে এই অগ্নিকান্ডে দুটি বাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
তবে সিটি মেয়র বিল ডি ব্লাজিও, ফারার দপ্তরের প্রধান সহ সংশ্লিষ্টরা ঘটনার তড়িৎ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে কিনা সেটা নিয়েই আলোচনা হচ্ছে মূলধারার গণমাধ্যমে। নিউইয়র্ক পোস্ট আর ডেইলি নিউজ-এর তথ্য বলছে, কুইন্স ভিলেজ ১১২ এভিনিউ এর ২০৮ স্ট্রিটে দুটি বাড়ীর মাঝামাঝি জায়গায় একটি গাড়ী পার্ক করা ছিল। সেখান থেকেই আগুন লেগে ইলেক্ট্রিক সার্কিট-এর মাধ্যমে দ্রুত বাড়ির মধ্যে আগুন ধরে যায়। আগুন লাগার ৪ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ভ্যান সেখানে পৌছালেও ততক্ষনে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এই আগুনে পুড়ে ৫ জন মারা গেছে যার মধ্যে ৩ জনই শিশু।
ফায়ার দপ্তরের তরফ থেকে বলা হয়েছে, কাঠের তৈরী বাড়ী দুটি প্রায় ৯৭ বছর আগে তৈরী করা হয়েছিল। তাই বাড়ীটি দ্রুত আগুনে পুড়ে গেছে ।