নিউইয়র্কে ‘বঙ্গবন্ধু সম্মেলন ও বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা-২০১৪’
- প্রকাশের সময় : ০৪:১৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০১৪
- / ৯৮৬ বার পঠিত
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে প্রতি বছরের মতো এবারও নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ‘বঙ্গবন্ধু সম্মেলন ও বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা-২০১৪’।
নিউইয়র্কের ম্যানহাটানস্থ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ভবনের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত এই স্মারক বক্তৃতা অনুষ্ঠানের মুলবক্তা ছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) কাজী সাজ্জাদ আলী জহীর বীর প্রতীক। বক্তৃতার বিষয় ছিল ’শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলকে স্বাগত জানান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, নিউজার্সীর প্লেইন্স বরো সিটির কাউন্সিলম্যান ড. নূরন নবী। এ সময় অন্যান্যের মধ্যে পরিষদের সাধারণ সম্পাদক শিতাংশু গুহু সহ নিনি ওয়াহিদ, ফাহিম রেজা নুর, স্বীকৃতি বড়–য়া, দাউদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাংশে সঙ্গীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় দুই শিল্পী রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান। আবৃত্তি পরিবেশন ও সঞ্চালনা করেন জি এইচ আরজু।
স্মারক বক্তৃতায় বঙ্গবন্ধুকে শ্রেষ্ঠ বাঙ্গালী উল্লেখ করে বলা হয়, ‘ধর্মান্ধ বিএনপি-জামাত গোষ্ঠি ও তাদের দোসররা দেশকে পুনরায় পাকিস্তানের মতো একটি ধর্ম ভিত্তিক জঙ্গী রাষ্ট্র বানাতে চায়। তাই ১৯৭২ সালে বঙ্গবন্ধু যেরকমভাবে দেশে ধর্মভিত্তিক জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করেছিলেন, তেমনি এখন আবার সময় এসেছে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করে দেশকে জামাতমুক্ত করার। বক্তারা এজন্য প্রগতিশীল চিন্তাধারার সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। টাইম টিভি