নিউইয়র্ক ১০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইয়র্কে গৃহহীন ৬০ হাজারের মধ্যে ২৫ হাজার শিশু

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:৫১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৫
  • / ১৬১৮ বার পঠিত

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের বিত্ত-বৈভবে পরিপূর্ণ, জাঁকজমক নিউইয়র্ক শহরের আরও একটি রূপ আছে, যা হয়তো অনেকেরই অজানা। বিশ্বের রাজধানী বলে বখ্যাত এই শহরে ৬০ হাজার মানুষের নেই কোন বাড়িঘর। তারা গৃহহীন, স্থানীয় ভাষায় ‘হোমলেস’। এরা পথে-ঘাটে, ফুটপাতে, মেট্রো স্টেশনে, পার্কের বেঞ্চে বা খোলা মাঠে তারা রাত্রি যাপন করেন।
দাতা সংগঠন ‘অ্যাডভোকেসি কোয়ালিশন ফর দ্য হোমলেস’ এর পরিসংখ্যান মোতাবেক ২০১৪ সালের জানুয়ারী মাসে নিউইয়র্কে গৃহহীন মানুষের সংখ্যা ছিল ৫৩,৬১৫। গত বছরের নভেম্বরে সে সংখ্যা গিয়ে ঠেকেছে ৬০ হাজার ৩৫২ জনে, যা নতুন এক রেকর্ড। এর মধ্যে রয়েছে ২৫,০০০ শিশু। তবে গত কয়েক মাসে গৃহহীণ মানুষের সংখ্যা আরও বেড়েছে। ২০১৪ সালের জানুয়ারীর তুলনায় গৃহহীন শিশুর সংখ্যা বেড়েছে ১০ শতাংশ। ২০১৪ সালে নিউইয়র্কের মেয়র হিসেবে বিল ডি ব্লাজিও দায়িত্ব নেয়ার পর এ সঙ্কট আরও ঘনীভূত হয়েছে বলে মনে করেন সংগঠনটির ডেপুটি নির্বাহী পরিচালক প্যাট্রিক মার্কি। শহরে আবাসন সঙ্কট, সাবেক মেয়র ব্লুমবার্গের নীতি ও গৃহহীন পরিবার ও শিশুদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করতে ব্যর্থ হওয়ায় এ সঙ্কট বৃদ্ধি পেয়েছে। এদিকে মেয়র ব্লাজিও বয়স্কদের জন্য সামর্থ্যরে মধ্যে ১০,০০০ নতুন আবসনের ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছেন।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

নিউইয়র্কে গৃহহীন ৬০ হাজারের মধ্যে ২৫ হাজার শিশু

প্রকাশের সময় : ০৬:৫১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৫

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের বিত্ত-বৈভবে পরিপূর্ণ, জাঁকজমক নিউইয়র্ক শহরের আরও একটি রূপ আছে, যা হয়তো অনেকেরই অজানা। বিশ্বের রাজধানী বলে বখ্যাত এই শহরে ৬০ হাজার মানুষের নেই কোন বাড়িঘর। তারা গৃহহীন, স্থানীয় ভাষায় ‘হোমলেস’। এরা পথে-ঘাটে, ফুটপাতে, মেট্রো স্টেশনে, পার্কের বেঞ্চে বা খোলা মাঠে তারা রাত্রি যাপন করেন।
দাতা সংগঠন ‘অ্যাডভোকেসি কোয়ালিশন ফর দ্য হোমলেস’ এর পরিসংখ্যান মোতাবেক ২০১৪ সালের জানুয়ারী মাসে নিউইয়র্কে গৃহহীন মানুষের সংখ্যা ছিল ৫৩,৬১৫। গত বছরের নভেম্বরে সে সংখ্যা গিয়ে ঠেকেছে ৬০ হাজার ৩৫২ জনে, যা নতুন এক রেকর্ড। এর মধ্যে রয়েছে ২৫,০০০ শিশু। তবে গত কয়েক মাসে গৃহহীণ মানুষের সংখ্যা আরও বেড়েছে। ২০১৪ সালের জানুয়ারীর তুলনায় গৃহহীন শিশুর সংখ্যা বেড়েছে ১০ শতাংশ। ২০১৪ সালে নিউইয়র্কের মেয়র হিসেবে বিল ডি ব্লাজিও দায়িত্ব নেয়ার পর এ সঙ্কট আরও ঘনীভূত হয়েছে বলে মনে করেন সংগঠনটির ডেপুটি নির্বাহী পরিচালক প্যাট্রিক মার্কি। শহরে আবাসন সঙ্কট, সাবেক মেয়র ব্লুমবার্গের নীতি ও গৃহহীন পরিবার ও শিশুদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করতে ব্যর্থ হওয়ায় এ সঙ্কট বৃদ্ধি পেয়েছে। এদিকে মেয়র ব্লাজিও বয়স্কদের জন্য সামর্থ্যরে মধ্যে ১০,০০০ নতুন আবসনের ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছেন।