নিউইয়র্কে ইমামসহ দুই বাংলাদেশী হত্যার বিচার হবে : বার্নিকাট

- প্রকাশের সময় : ১০:১৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০১৬
- / ৬১৫ বার পঠিত
ঢাকা: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মসজিদের ইমামসহ দুই বাংলাদেশী হত্যার ঘটনা দ্রুত তদন্ত করে দোষীদের বিচারের মুখোমুখি করা হবে। এ ছাড়া ওই দুই বাংলাদেশী নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ১৫ আগষ্ট রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
রাষ্ট্রদূত বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্রে মসজিদের ইমামসহ দুই নাগরিকের নিহতের ঘটনাটি হৃদয়বিদারক। এ ঘটনায় সব বাংলাদেশী নাগরিকের প্রতি আমি সমবেদনা ও গভীর শোক প্রকাশ করছি। তিনি বলেন, ইমাম আকুঞ্জি নিঃসন্দেহে শান্তিবাদী মানুষ ছিলেন। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে যুক্তরাষ্ট্র পুলিশ সিসিটিভি পর্যবেক্ষণ করছে। বিভিন্ন তথ্য-উপাত্ত জোগাড় করছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ ঘটনার দ্রুত তদন্ত করে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে।
নিউইয়র্কে দুই বাংলাদেশীর ওপর কারা হামলা করতে পারে এ বিষয়ে তিনি বলেন, কে বা কারা কোন উদ্দেশ্যে এই দুই বাংলাদেশীকে হত্যা করেছে, সেটা এখনই বলা সম্ভব নয়। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষ হওয়ার আগে সেটা বলা সম্ভব নয়।
বাংলাদেশের নিরাপত্তা সহযোগিতায় যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, মার্কিন দূতাবাসের কর্মকর্তা জুলহাজ মান্নান ও লেখক অভিজিৎ রায় হত্যার পরে দুই দেশের তদন্ত কর্মকর্তারা একযোগে কাজ করেছেন। একইভাবে ১ জুলাই গুলশানের হলি আর্টিজান হামলা তদন্তে দুই দেশ একযোগে কাজ করতে পারে।
পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে তিনি বলেন, আগামী অক্টোবরে ঢাকা-ওয়াশিংটন নিরাপত্তা সংলাপের প্রস্তুতি চলছে। আমরা এই সংলাপ সফল ও তারিখ চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করেছি। এ ছাড়া নিরাপত্তা সংলাপে দুই দেশের সামরিক ও বেসামরিক নিরাপত্তা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সহযোগিতাকে প্রাধান্য দিচ্ছি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ওজনপার্কস্থ আল ফোরকান মসজিদ থেকে ফেরার পথে ইমামসহ দুই বাংলাদেশীকে গুলি করে হত্যা করা হয়। ১৩ আগষ্ট শনিবার স্থানীয় সময় শনিবার জোহরের নামজের পর আল ফোরকান জামে মসজিদের কাছে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মাওলানা আলাউদ্দিন আকুঞ্জি (৫৫) ছিলেন ওই মসজিদের ইমাম। নিহত অপর ব্যক্তি তারা মিয়া (৬৪) তার প্রতিবেশী।