নিউইয়র্কের বাংলা মিডিয়া সমাচার : বিদায় বছর-২০২১ : সম্প্রচারের অপেক্ষায় ৩টি টিভিসহ বাজারে ৪ পত্রিকা
- প্রকাশের সময় : ০৩:১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
- / ৯৩ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): মহামারী করোনার সময়ে নিউইয়র্কের বাংলা প্রিন্ট আর ইলেক্টনিক মিডিয়াগুলো নানা সমস্যা ও প্রতিকূলতার মধ্যদিয়ে প্রকাশিত ও সম্প্রচারিত হচ্ছে। ইতিমধ্যেই করোনা পরিস্থিতির শিকারে অনেক মিডিয়া বন্ধ হয়ে গেছে বা অনলাইনে চলে এসেছে। আবার অনেক মিডিয়াও বাজারে এসেছে। বিগত ২০০৬ সালের পহেলা জানুয়ারী প্রকাশিত সাপ্তাহিক হককথা’র প্রিন্ট ভার্সন বন্ধ হয়ে গেলেও পাঠকদের জন্য ২০১৩ সাল থেকেই চলছে অনলাইন ভার্সনের প্রকাশনা। দীর্ঘদিন প্রিন্ট ভার্সন বন্ধ থাকার পর আবার নতুনভাবে প্রকাশনায় এসেছে পত্রিকাটি। সম্প্রতি প্রকাশিত হয়েছে দেশ, রূপসী বাংলা, সূর্যোদয় আর মুক্তচিন্তা নামের নতুন সাপ্তাহিক। এছাড়াও বংশাই নিউজ, এনসিএন আর আইবিটিভি নামের নতুন আইপি টেলিভিশন চ্যানেল পরীক্ষামূলক সম্প্রচারে আসলেও এই চ্যানেলগুলো এখনো পুরোপুরি চ্যানেল হিসেবে সম্প্রচারে আসেনি। চলছে সার্বিক প্রস্তুতি। খবর ইউএনএ’র।
বিদায় বছর ২০২১ সালে নিউইয়র্কের বাংলা মিডিয়াগুলোর মধ্যে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার নতুন ভাবে সাপ্তাহিক হককথা’র প্রকাশ, সাপ্তাহিক দেশ, রুপসী বাংলা, সূর্যোদয়, মুক্তচিন্তা, বংশাই নিউজ, এনসিএন আর আইবিটিভি নামের নতুন আইপি টিভি চ্যানেলের আগমন আর মিডিয়াকর্মীদের কর্মস্থল পরিবর্তন সহ অনেক মিডিয়া কর্মীর পেশা বদল ছিলো আলোচনায়। এর মধ্যে সাংবাদিক আবিদ রহমান-এর এনসিএন, সুলতানা রহমানের টাইম টিভি ছেড়ে টিবিএন ২৪, সামিউল ইসলামের টাইম টিভি ছেড়ে এনসিএন-এ যোগদান, নতুন সম্প্রচারে আসা এনসিএন ছেড়ে সাংবাদিক ফরিদ আলম-এর সাপ্তাহিক মুক্তচিন্তা প্রকাশ, নূপূর চৌধুরী’র টিবিএন-২৪ ছেড়ে নতুন সম্প্রচারে আসা আইবিটিভি-তে যোগদান প্রভৃতি ঘটনা ছিলো বিশেষ আলোচনায়। অপরদিকে ঢাকার প্রথম আলো’র উত্তর আমেরিকা সংস্করণ এক বছরের মতো প্রকাশের পর প্রথম আলোর যুক্তরাষ্ট্র প্রতিনিধি ইব্রাহীম চৌধুীর ব্যবস্থাপনায় এখন সাপ্তাহিক প্রথম আলো হিসেবে নতুন ব্যবস্থাপনায় প্রকাশিত হচ্ছে।
সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, উল্লেখিত প্রিন্ট মিডিয়াগুলোর মধ্যে সাপ্তাহিক ঠিকানা, সাপ্তাহিক বাঙালী, সাপ্তাহিক পরিচয়, সাপ্তাহিক বাংলা পত্রিকা, সাপ্তাহিক বাংলাদেশ, সাপ্তাহিক জন্মভূমি, সাপ্তাহিক আজকাল, সাপ্তাহিক প্রবাস, সাপ্তাহিক হককথা, সাপ্তাহিক প্রথম আলো, সাপ্তাহিক বাংলাদেশ প্রতিদিন (উত্তর আমেরিকা সংস্করণ), সাপ্তাহিক নবযুগ, সাপ্তাহিক সূর্যোদয়, সাপ্তাহিক মুক্তচিন্তা, পাক্ষিক জেমিনি, পাক্ষিক পরিবর্তন প্রভৃতি নামের বাংলা মিডিয়া নিয়মিত প্রকাশিত হচ্ছে। এসব পত্রিকাগুলোর প্রায় সবগুলোরই অনলাইন ভার্সনও রয়েছে এবং সাপ্তাহিক পরিচয় ও সাপ্তাহিক হককথা প্রিন্ট ভার্সন প্রকাশ না করে ই-ভার্সনে প্রকাশিত হচ্ছে। অনলাইন ভার্সনে রয়েছে এখন সময়, দেশবাংলা আর বাংলা টাইমস। উল্লেখ্য, নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা মিডিয়াগুলোর সবগুলোই এখন পাঠকদের জন্য ফ্রি।
অপরদিকে আইপি টিভি চ্যানেলগুলোর মধ্যে রয়েছে: টাইম টেলিভিশন, টিবিএন২৪, বাংলা টিভি, বাংলা চ্যানেল, এবিটিভি, আইটিভি, চ্যানেল টিটি প্রভৃতি সম্প্রচারিত হচ্ছে।
নিউইয়র্ক ভিত্তিক বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব আমেরিকা (ইউএনএ)-এর অনুসন্ধানে নিউইয়র্ক থেকে বিভিন্ন সময়ে প্রকাশিত বাংলা পত্র-পত্রিকা’র তালিকায় দেখা যায় নিউইয়র্কের প্রথম বাংলা পত্রিকা ছিলো সাপ্তাহিক দিগন্ত। আশির দশকে প্রকাশিত ‘দিগন্ত’ বেশীদিন সাপ্তাহিক হিসেবে প্রকাশিত হয়নি। পরবর্তীতে সাপ্তাহিক ঠিকানা, সাপ্তাহিক বাঙালী, সাপ্তাহিক পরিচয়, সাপ্তাহিক বাংলা পত্রিকা, সাপ্তাহিক প্রবাসী, সাপ্তাহিক গণ বাংলা, সাপ্তাহিক আমার দেশ, সাপ্তাহিক সংবাদ, সাপ্তাহিক বাংলাদেশ, সাপ্তাহিক জন্মভূমি, সাপ্তাহিক নতুন প্রবাসী, সাপ্তাহিক কাগজ, সাপ্তাহিক দর্পণ, সাপ্তাহিক পরিবর্তণ, সাপ্তাহিক এখন সময়, সাপ্তাহিক আয়না, সাপ্তাহিক কথা, সাপ্তাহিক হককথা, সাপ্তাহিক ইত্যাদি, সাপ্তাহিক বিদেশ বাংলা, সাপ্তাহিক মুক্তকন্ঠ, সাপ্তাহিক দেশবাংলা, সাপ্তাহিক বাংলা টাইমস, সাপ্তাহিক বর্ণমালা, সাপ্তাহিক আজকাল, সাপ্তাহিক প্রবাস, সাপ্তাহিক প্রথম আলো ইউএসএ, সাপ্তাহিক রানার, সাপ্তাহিক জনতার কন্ঠ, সাপ্তাহিক প্রথম আলো (উত্তর আমেরিকা সংস্করণ), সাপ্তাহিক বাংলাদেশ প্রতিদিন (উত্তর আমেরিকা সংস্করণ), সাপ্তাহিক নিউইয়র্ক, সাপ্তাহিক বিজয়, সাপ্তাহিক পৃথিবীর আলো, সপ্তাহিক জালালাবাদ নিউজ, সাপ্তাহিক বাংলা নিউজ, সাপ্তাহিক বর্তমান বাংলা, সাপ্তাহিক দেশকন্ঠ, সাপ্তাহিক পৃথিবীর আলো, সাপ্তাহিক একাত্তুর, সাপ্তাহিক চিত্রালী, সাপ্তাহিক শ্যামল বাংলা, সাপ্তাহিক সন্ধান, সাপ্তাহিক আওয়াজ, সাপ্তাহিক নবযুগ, সাপ্তাহিক শিকড়, সাপ্তাহিক সূর্যোদয়, সাপ্তাহিক মুক্তচিন্তা, দৈনিক বাংলা, পাক্ষিক জেমিনি, পাক্ষিক পরিবর্তন, মাসিক আনন্দ, মাসিক নারী প্রভৃতি নামে বাংলা মিডিয়া প্রকাশিত হয়। তবে নানা কারণেই অধিকাংশ মিডিয়া বন্ধ হয়ে যায়। আবার কোন কোন মিডিয়া কয়েক সংখ্যা প্রকাশের পরই বন্ধ হয়ে যায়।