নিউইয়র্ক ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইয়র্কের প্রতিবাদ সমাবেশে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৫৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
  • / ৩১ বার পঠিত

হককথা রিপোর্ট: ঢাকার প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং স্বাস্থ্য মন্ত্রনালয়ের হেনস্তাকারীদের দ্রæত জবাবদিহির আওতায় আনার দাবী জানিয়েছেন নিউইয়র্কের সাংবাদিক, লেখক ও জনসমাজ। একই সঙ্গে তারা অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি ও তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারেরও দাবী জানান। নিউইয়র্ক থেকে প্রকাশিত প্রথম আলোর উত্তরর আমেরিকা অফিসের সহযোগিতায় ‘লেখক, সাংবাদিক ও প্রবাসী জনসমাজ’-এর ব্যানারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এই দাবী জানানো হয়।
উল্লেখ্য, পেশাগত দায়িত্ব পালনের জন্য গত ১৭ মে সোমবার দুপুরে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম বাংলাদেশ সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রনালয়ে গেলে সেখানে তাকে ৫ ঘন্টা আটক রেখে পুলিশের দেয়া হয়। পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়ের করা মামলায় তাকে পরদিন মঙ্গলবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।
গত ১৮ মে মঙ্গলবার সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে নিউইয়র্কসহ ট্রাই ষ্টেট থেকে প্রবাসী লেখক, সাংবাদিক ও জনসমাজের প্রতিনিধিরা যোগ দেন। সমাবেশে অংশগ্রহনকারীরা হাতে লেখা পোস্টার নিয়ে প্রতিবাদ জানান এবং সাংবাদিক রোজিনার মুক্তি দাবী করেন। সমাবেশে বক্তারা বলেন, রোজিনা ইসলামকে হেনস্তা ও তার বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে বাংলাদেশে সাংবাদিকতার কণ্ঠ চেপে ধরার নগ্নরূপ ফুটে উঠেছে। এ ঘটনায় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। বক্তারা বলেন, রোজিনা ইসলামের বিরুদ্ধে যে অভিযোগে মামলা করা হয়েছে, তার সারমর্ম দেখলেই বোঝা যায় এই মামলা বিদ্বেষপ্রসূত, প্রতিহিংসামূলক। এই মামলার কোনো ভিত্তি নেই।
সাংস্কৃতিক সংগঠক ও সাংবাদিক তোফাজ্জল লিটনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, প্রবীণ আইনজীবী শেখ আখতারুজ্জামান, মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল মুকিত চৌধুরী, যুক্তরাষ্ট্রে প্রথম আলোর আবাসিক প্রতিনিধি ইব্রাহীম চৌধুরী, বর্ণমালা.কম সম্পাদক মাহফুজুর রহমান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফকু চৌধুরী, এফ এফ এম মিসবাউজ্জামান, ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী, সাংবাদিক মনজুরুল হক, লেখক মনিজা রহমান, এইচ বি রিতা, রওশন হক, রওশন আরা নিপা, গোপাল স্যানল প্রমুখ।
সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, সাংবাদিক শওকত ওসমান রচি, শামীম আহমেদ, শামীম আল আমীন, সালাহউদ্দিন আহমেদ, শহীদুল ইসলাম ও সাখাওয়াত হোসেন সেলিম, মুক্তধারা নিউইয়র্কের বিশ্বজিত সাহা, ইমাম কাজই কাইয়্যুম, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আব্দুশ শহীদ, মাহবুবুর রহমান, রোকেয়া দীপা, জাকির হোসেন, মাহমুদুল চৌধুরী, এম বি তুষার প্রমুখ সমাবেশে উপস্থিত ছিলেন।

 

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নিউইয়র্কের প্রতিবাদ সমাবেশে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবী

প্রকাশের সময় : ১১:৫৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১

হককথা রিপোর্ট: ঢাকার প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং স্বাস্থ্য মন্ত্রনালয়ের হেনস্তাকারীদের দ্রæত জবাবদিহির আওতায় আনার দাবী জানিয়েছেন নিউইয়র্কের সাংবাদিক, লেখক ও জনসমাজ। একই সঙ্গে তারা অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি ও তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারেরও দাবী জানান। নিউইয়র্ক থেকে প্রকাশিত প্রথম আলোর উত্তরর আমেরিকা অফিসের সহযোগিতায় ‘লেখক, সাংবাদিক ও প্রবাসী জনসমাজ’-এর ব্যানারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এই দাবী জানানো হয়।
উল্লেখ্য, পেশাগত দায়িত্ব পালনের জন্য গত ১৭ মে সোমবার দুপুরে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম বাংলাদেশ সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রনালয়ে গেলে সেখানে তাকে ৫ ঘন্টা আটক রেখে পুলিশের দেয়া হয়। পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়ের করা মামলায় তাকে পরদিন মঙ্গলবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।
গত ১৮ মে মঙ্গলবার সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে নিউইয়র্কসহ ট্রাই ষ্টেট থেকে প্রবাসী লেখক, সাংবাদিক ও জনসমাজের প্রতিনিধিরা যোগ দেন। সমাবেশে অংশগ্রহনকারীরা হাতে লেখা পোস্টার নিয়ে প্রতিবাদ জানান এবং সাংবাদিক রোজিনার মুক্তি দাবী করেন। সমাবেশে বক্তারা বলেন, রোজিনা ইসলামকে হেনস্তা ও তার বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে বাংলাদেশে সাংবাদিকতার কণ্ঠ চেপে ধরার নগ্নরূপ ফুটে উঠেছে। এ ঘটনায় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। বক্তারা বলেন, রোজিনা ইসলামের বিরুদ্ধে যে অভিযোগে মামলা করা হয়েছে, তার সারমর্ম দেখলেই বোঝা যায় এই মামলা বিদ্বেষপ্রসূত, প্রতিহিংসামূলক। এই মামলার কোনো ভিত্তি নেই।
সাংস্কৃতিক সংগঠক ও সাংবাদিক তোফাজ্জল লিটনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, প্রবীণ আইনজীবী শেখ আখতারুজ্জামান, মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল মুকিত চৌধুরী, যুক্তরাষ্ট্রে প্রথম আলোর আবাসিক প্রতিনিধি ইব্রাহীম চৌধুরী, বর্ণমালা.কম সম্পাদক মাহফুজুর রহমান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফকু চৌধুরী, এফ এফ এম মিসবাউজ্জামান, ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী, সাংবাদিক মনজুরুল হক, লেখক মনিজা রহমান, এইচ বি রিতা, রওশন হক, রওশন আরা নিপা, গোপাল স্যানল প্রমুখ।
সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, সাংবাদিক শওকত ওসমান রচি, শামীম আহমেদ, শামীম আল আমীন, সালাহউদ্দিন আহমেদ, শহীদুল ইসলাম ও সাখাওয়াত হোসেন সেলিম, মুক্তধারা নিউইয়র্কের বিশ্বজিত সাহা, ইমাম কাজই কাইয়্যুম, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আব্দুশ শহীদ, মাহবুবুর রহমান, রোকেয়া দীপা, জাকির হোসেন, মাহমুদুল চৌধুরী, এম বি তুষার প্রমুখ সমাবেশে উপস্থিত ছিলেন।