নিউইয়র্ক ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইর্য়ক আবৃত্তি উৎসব-২০১৮ : প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:৫৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮
  • / ৬৯২ বার পঠিত

নিউইয়র্ক: প্রবাসে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য ‘নিউইর্য়ক আবৃত্তি উৎসব-২০১৮’ এর প্রস্তুতি সভা গত  ৮ এপ্রিল রোববার জ্যামাইকার ষ্টার কাবাব এন্ড রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়। প্রবাসের আবৃত্তি শিল্পীদের উপস্থিতিতে প্রাণবন্ত এই সভায় সবার সর্বসম্মতিতে আবীর আলমগীরকে আহবায়ক ও গোপন সাহাকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিঠি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সেমন্তী  ওয়াহেদ, পারভীন সুলতানা ও মিজানুর রহমান বিপ্লব। আর কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন মিথুন আহমেদ ও মাহতাফ সোহেল। এরপর  উৎসব কমিটি উপস্থিত সকলের সাথে নিউইর্য়ক আবৃত্তি উৎসব-২০১৮ এর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং দায়িত্ব বন্টন করে দেন।
উৎসবের প্রকাশিতব্য স্মরণীকা সমন্বয়ে থাকবেন নজরুল কবির, মঞ্চ ব্যবস্থাপনায় সেমন্তী  ওয়াহেদ, উদ্বোধনী ও সমাপনী বৃন্দ পরিচালনায় শানতা শ্রাবনী, অর্থ-এ শুক্লা রায় চুমকি, মঞ্চ পরিকল্পনায় মিজানুর রহমান বিপ্লব এবং প্রচারে আশরাফুল হাবিব চৌধুরী মিহির-কে বিশেষ দায়িত্ব প্রদান করা হয়।
উল্লেখ্য, আগামী ১৩ মে উডসাইডের কুইন্স প্যালেসে দিনব্যাপী আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হবে। নিউইর্য়ক ছাড়াও উত্তর আমেরিকায় অন্যান্য ষ্টেটে বসবাসরত আবৃত্তি শিল্পীদের সমাগম হবে এই উৎসবে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

নিউইর্য়ক আবৃত্তি উৎসব-২০১৮ : প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৯:৫৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮

নিউইয়র্ক: প্রবাসে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য ‘নিউইর্য়ক আবৃত্তি উৎসব-২০১৮’ এর প্রস্তুতি সভা গত  ৮ এপ্রিল রোববার জ্যামাইকার ষ্টার কাবাব এন্ড রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়। প্রবাসের আবৃত্তি শিল্পীদের উপস্থিতিতে প্রাণবন্ত এই সভায় সবার সর্বসম্মতিতে আবীর আলমগীরকে আহবায়ক ও গোপন সাহাকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিঠি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সেমন্তী  ওয়াহেদ, পারভীন সুলতানা ও মিজানুর রহমান বিপ্লব। আর কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন মিথুন আহমেদ ও মাহতাফ সোহেল। এরপর  উৎসব কমিটি উপস্থিত সকলের সাথে নিউইর্য়ক আবৃত্তি উৎসব-২০১৮ এর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং দায়িত্ব বন্টন করে দেন।
উৎসবের প্রকাশিতব্য স্মরণীকা সমন্বয়ে থাকবেন নজরুল কবির, মঞ্চ ব্যবস্থাপনায় সেমন্তী  ওয়াহেদ, উদ্বোধনী ও সমাপনী বৃন্দ পরিচালনায় শানতা শ্রাবনী, অর্থ-এ শুক্লা রায় চুমকি, মঞ্চ পরিকল্পনায় মিজানুর রহমান বিপ্লব এবং প্রচারে আশরাফুল হাবিব চৌধুরী মিহির-কে বিশেষ দায়িত্ব প্রদান করা হয়।
উল্লেখ্য, আগামী ১৩ মে উডসাইডের কুইন্স প্যালেসে দিনব্যাপী আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হবে। নিউইর্য়ক ছাড়াও উত্তর আমেরিকায় অন্যান্য ষ্টেটে বসবাসরত আবৃত্তি শিল্পীদের সমাগম হবে এই উৎসবে।