নিউইর্য়ক আবৃত্তি উৎসব-২০১৮ : প্রস্তুতি সভা অনুষ্ঠিত

- প্রকাশের সময় : ০৯:৫৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮
- / ৬৯২ বার পঠিত
নিউইয়র্ক: প্রবাসে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য ‘নিউইর্য়ক আবৃত্তি উৎসব-২০১৮’ এর প্রস্তুতি সভা গত ৮ এপ্রিল রোববার জ্যামাইকার ষ্টার কাবাব এন্ড রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়। প্রবাসের আবৃত্তি শিল্পীদের উপস্থিতিতে প্রাণবন্ত এই সভায় সবার সর্বসম্মতিতে আবীর আলমগীরকে আহবায়ক ও গোপন সাহাকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিঠি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সেমন্তী ওয়াহেদ, পারভীন সুলতানা ও মিজানুর রহমান বিপ্লব। আর কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন মিথুন আহমেদ ও মাহতাফ সোহেল। এরপর উৎসব কমিটি উপস্থিত সকলের সাথে নিউইর্য়ক আবৃত্তি উৎসব-২০১৮ এর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং দায়িত্ব বন্টন করে দেন।
উৎসবের প্রকাশিতব্য স্মরণীকা সমন্বয়ে থাকবেন নজরুল কবির, মঞ্চ ব্যবস্থাপনায় সেমন্তী ওয়াহেদ, উদ্বোধনী ও সমাপনী বৃন্দ পরিচালনায় শানতা শ্রাবনী, অর্থ-এ শুক্লা রায় চুমকি, মঞ্চ পরিকল্পনায় মিজানুর রহমান বিপ্লব এবং প্রচারে আশরাফুল হাবিব চৌধুরী মিহির-কে বিশেষ দায়িত্ব প্রদান করা হয়।
উল্লেখ্য, আগামী ১৩ মে উডসাইডের কুইন্স প্যালেসে দিনব্যাপী আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হবে। নিউইর্য়ক ছাড়াও উত্তর আমেরিকায় অন্যান্য ষ্টেটে বসবাসরত আবৃত্তি শিল্পীদের সমাগম হবে এই উৎসবে।