নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার জন্ম বার্ষিকী পালন

- প্রকাশের সময় : ০৮:০৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
- / ৫৫ বার পঠিত
নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ জিয়াউর রহমানের ৮৭তম জন্ম বার্ষিকীপালন করা হয়েছে । স্থানীয় সময় বৃহস্পতিবার ( ১৯ শে জানুয়ারী ) জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয় ।
নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির যুগ্ম আহ্বায়ক এ জেড এম জাহাঙ্গীর হাসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব ফয়েজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ইমরান শাহ রন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর বিএনপির (উওর) যুগ্ম আহ্বায়ক শরিফুল খালিসদার ,যুগ্ম আহবায়ক সৈয়দ গৌছুল হোসেন,যুগ্ম আহবায়ক মানিক আহমেদ, যুগ্ম সদস্য সচিব কামরুল হাসান, সিনিয়র সদস্য জাফর তালুকদার,সদস্য মোঃ লিয়াকত আলী,সদস্য শাহ্ কামাল উদ্দীন, বীর মুক্তিযোদ্বা নুরুল ইসলাম, মমতাজ উদ্দীন, নিউইয়র্ক মহানগর (দক্ষিন) বিএনপি’র সদস্য মোঃ সুলায়মান, মৎসজীবি দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ সিদ্দিকী, সুলায়মান সরকার, মখলিছুর রহমান সুজন, মোঃ আলী আশরাফ,হাফিজ উদ্দীন, তোজাম্মেল হক,আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
আলোচনা সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বেলাল মসজিদের পেশ ইমাম মাওলানা মইনুল ইসলাম ও দোয়া পরিচালনা করেন বাংলা বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল কাসেম ইহাহিয়া ।
মরহুম প্রেসিডন্ট জিয়াউর রহমানের আত্বার মাগফেরাত কামনার পাশাপাশি দেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ,কারামুক্তি এবং আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান ও তাঁর সহধর্মিনী ডাঃ জুবায়েদা রহমান সহ বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের কল্যানে দোয়া শেষে শিরনী বিতরন করা হয়। সূত্র ইউএনএ