নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচনে মনোয়ার-মমিন পুনর্নিবাচিত
- প্রকাশের সময় : ০১:৪৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ৮৮ বার পঠিত
হককথা রিপোর্ট: নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৬-২০২৭) নির্বাচনে সভাপতি পদে মনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মমিনুল ইসলাম মজুমদার পুনর্নিবাচিত হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে অনুষ্ঠিত নির্বাচনে ক্লাবের কার্যকরী পরিষদের ১১টি পদের বিপরীতে ১৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ক্লাবের সদস্য সংখ্যা ১১০জন হলে ভোটার ছিলেন ১০৫জন। এরমধ্যে ৯৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। খবর ইউএনএ’র।
নির্বাচনে সভাপতি পদে বিজয়ী মনোয়ারুল ইসলামের (সাপ্তাহিক আজকাল) একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন এবিএম সালাহ উদ্দিন আহমেদ (আজকের টেলিগ্রাম/হককথা)। অপরদিকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী মমিনুল ইসলাম মজুমদারের (বিএ নিউজ.কম) একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ এমদাদ চৌধুরী দীপু (টিবিএন২৪ টিভি)। প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের বিজয়ী অন্যান্য কর্মকর্তারা হলেন: সহ সভাপতি- মোহাম্মদ আবিদুর রহীম (ফ্রিল্যান্স, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), সহ সাধারণ সম্পাদক- মাহাথির ফারুকী (ফ্রিল্যান্স), কোষাধ্যক্ষ- রশীদ আহমদ (ইয়র্ক বাংলা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), সাংগঠনিক সম্পাদক- সৈয়দ ইলিয়াস খসরু (টাইম টেলিভিশন), দপ্তর সম্পাদক- মোস্তাফিজুর রহমান (সাপ্তাহিক যুগন্তর, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) এবং কার্যকরী সদস্য যথাক্রমে শেখ সিরাজুল ইসলাম (সাপ্তাহিক বাংলা পত্রিকা), রওশন হক (সাপ্তাহিক প্রথম আলো), ফারুক হোসেন (টাইম টেলিভিশন)) এবং শাহ আহমদ (আওয়াজ বিডি.কম)। উল্লেখ্য, সহ সাধারণ সম্পাদক পদের একটি পদে তিনজন এবং কার্যকরী পরিষদের ৪টি পদের বিপরীতে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মঈনুদ্দীন নাসের, সদস্যদ্বয় ছিলেন এবিএম সালেউদ্দিন ও চৌধুরী এম আলী কাজল। গোপন ব্যালটে ভোট গ্রহণের পর নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন।
সভা সূত্রে জানা গেছে, নির্বাচনে ভোটাভুটির আগে ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাব সদস্য জামিল আনসারী। এরপর বিশেষ দোয়া পরিচালনা করেন কোষাধ্যক্ষ রশীদ আহমদ। পরবর্তীতে সভাপতি স্বাগত বক্তব্য রাখার পর সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ তাদের রিপোর্ট পেশ করার পর আলোচনায় অংশ নেন উপদেষ্টা মনজুর আহমদ, মঈনুদ্দীন নাসের, মাহমুদ খান তাসের, সাবেক সভাপতি ডা. ওয়াজেদ এ খান, আবু তাহের ও মাহফুজুর রহমান, সহ সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, ক্লাব সদস্য জয়নাল আবেদীন, ফরিদ আলম, শেখ খুরশান, মোজাম্মেল হক প্রমুখ আলোচনায় অংশ নেন এবং কতিপয় প্রস্তাব উত্থাপন করেন।
সভায় সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ্যের রিপোর্ট পাশের পর সভয় উত্থাপিত ক্লাবের পুরোনো গঠনতন্ত্রে ফিরে যাওয়া এবং ক্লাবের নাম পরিবর্তন সহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।


































