ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে
নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

- প্রকাশের সময় : ১২:২৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
- / ৮২ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): পবিত্র রমজান উপলক্ষ্যে ধর্মীয় ভাবগাম্ভীর পরিবেশে নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ মার্চ) বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশন ভবনে আয়োজিত এ ইফতার মাহফিলে ক্লাবের সদস্য-পরিবারবর্গ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। খবর ইউএনএ’র।
প্রেসক্লাবের সহ সভাপতি শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ইফতার পরবর্তী সংক্ষিপ্ত অনুষ্ঠানে ক্লাবের উপদেষ্টা মনজুর আহমদ ও আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সভাপতি আবু তাহের, সাবেক সহ সভাপতি মাহমুদ খান তাসের ও হাবিব রহমান, ক্লাব কর্মকর্তা সৈয়দ ইলিয়াস খসরু, কার্যকরী সদস্য রওশন হক, সদস্য হাসানুজ্জামান সাকী সহ আরো অনেকে বক্তব্য রাখেন। এর আগে ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন ক্লাব সদস্য জামিল আনসারী। এসময় প্রেসক্লাবের সদস্য এবং পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। উল্লেখ্য, ক্লাব সভাপতি মনোয়ারুল ইসলাম ব্যক্তিগত বিশেষ কাজের জন্য সময়মত ইফতার মাহফিলে উপস্থিত থাকতে না পারলেও পরবর্তীতে যোগ দেন। ইফতার মাহফিলে বক্তারা পেশাগত মর্যাদা অক্ষুন্ন রাখার পাশাপাশি পবিত্র মায়ে রমজানের শিক্ষায় উদ্ধীপ্ত হয়ে কমিউনিটির কল্যানে ভূমিকা রাখা এবং সংগঠনকে আরো শুক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন।
ক্লাবের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদারের সঞ্চালনায় ইফতার মাহফিলে ক্লাব সদস্য ও সাংবদিকদের মধ্যে এবিএম সালাহউদ্দিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, চয়ন রহমান, ইকবাল মাহমুদ, সাদিয়া খন্দকার, সৌরভ ইমাম, সামিউল ইমলাম, নাজিম উদ্দিন, সোহেল হোসাইন, এইচ কে সোহাগ, শাহ সুমন, সাখাওয়াত হোসেন পলাশ, তাসকিন চৌধুরী, রাশিদা আক্তার এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আজিজুল হক মুন্না, মাহবুবুর রহমান, সৈয়দ মাসুদুল ইসলাম, সৈয়দ জাকির হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।