নিউইয়র্কে সড়ক দূর্ঘটনায় সস্ত্রীক ডা. মাসুদুল হাসান আহত
- প্রকাশের সময় : ০১:৪৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৭৪ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ) : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ডা. মাসুদুল হাসান বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে এক সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন। এসময় তার স্ত্রীও গাড়ীতে ছিলেন এবং তিনিও আহত হন। জানা গেছে, নিউইয়র্ক সিটির কুইন্সের জ্যামাইকার ১৯৭ ও ১৯০ স্টীট, হিলসাইড এভিনিউ এলাকায় রাস্তা ক্রস করার সময় রেড লাইটে দুই দিক থেকে আসা দুটো গাড়ি তার গাড়িতে ধাক্কা মারলে তিনি আহত হন। তাকে নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ নর্থশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর ইউএনএ’র।
উল্লেখ্য, বাংলাদেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মাসুদুল হাসান নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা এবং কামাল স্মৃতি সংসদ ইউএসএ’র সভাপতি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরকালীন সময়ে আগামী ২২ সেপ্টেম্বর তাঁকে সংবর্ধনা প্রদান করা হবে। তিনি ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক এসে পৌঁছাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এদিকে ডা. মাসুদ তার ফেইসবুক লাইভে দূর্ঘটনার বিবরণ তুলে ধরে নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া এবং প্রধানমন্ত্রীর সংবর্ধনা সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি হাসপাতালেই ছিলেন। তার চেক আপ সম্পন্ন হয়েছে এবং ২/১ দিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন বলে জানা গেছে। অপরদিকে ডা. মাসুদুল হাসানকে দেখতে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ তাকে দেখতে বুধবার বিকেলেই হাসপাতালে যান। এসময় তারা ডা. মাসুদের দ্রুত আরোগ্য কামনা করেন।
বেলী/হককথা