নিউইয়র্কে যাত্রা শুরু করলো ‘দ্য বাংলাদেশী-আমেরিকান মিডিয়া ফাউন্ডেশন, ইনক’

- প্রকাশের সময় : ০১:২৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / ২ বার পঠিত
প্রবাসে বাংলাদেশী-অংশীদার সাংবাদিকদের ঐক্য, মর্যাদা ও পেশাগত উৎকর্ষ জন্য নতুন মঞ্চ
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র জুড়ে কর্মরত বাংলাদেশী বংশোদ্ভূত সাংবাদিক, লেখক ও মিডিয়া পেশাজীবীদের একটি ঐতিহাসিক উদ্যোগে নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো দ্য বাংলাদেশী-আমেরিকান মিডিয়া ফাউন্ডেশন, ইনক. নামের একটি অলাভজনক সংস্থা। নতুন ভাবে নিবন্ধিত এই সংস্থাটির মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশী সাংবাদিকদের এক ছাতার নিচে আনা, পেশাগত যোগাযোগ ও সহযোগিতা জোরদার করা এবং গণমাধ্যম জগতের কল্যাণে কাজ করা। “এই সংগঠন কেবল সাংবাদিকদের জন্য নয়, এটি পুরো প্রবাসী বাংলাদেশী কমিউনিটর জন্য একটি দরজা খুলে দিচ্ছে’- বলেছেন এক প্রতিষ্ঠাতা সদস্য। তিনি বলেন, “আমরা এমন একটি জায়গা গড়ে তুলতে চাই যেখানে আমাদের সাংবাদিক, লেখক ও কনটেন্ট নির্মাতা একে অপরকে সহযোগিতা করতে পারবেন এবং আমেরিকার মূলধারার পাশাপাশি প্রবাসী সমাজেও আমাদের কণ্ঠস্বর জোরালো ভাবে তুলে ধরতে পারবেন।”
সংস্থটির উপদেষ্টা ও পরিচালকবৃন্দ হলেন- যথাক্রমে সরকার কবীর উদ্দিন, রোকেয়া হায়দার, মনজুর আহমদ, কাজী শামসুল হক, কাজী মন্টু, নিহার সিদ্দিকী, আবিদ রহমান, মুহাম্মদ আনিসুল কবির জাসির, আকবর হায়দার কিরন, ফকির সেলিম, শাহাদাত সবুজ ও আবু নছর। সংস্থাটির মূল উদ্দেশ্যগুলো হলো:
পেশাগত ঐক্য ও নেটওয়ার্ক গঠন: বাংলাদেশী-আমেরিকান সাংবাদিক ও লেখকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও মেন্টরশিপের সুযোগ তৈরি করা।
সুরক্ষা ও অধিকার রক্ষা: বিশেষ করে কমিউনিটি মিডিয়ায় কাজ করা সাংবাদিকদের জন্য আইনি সহায়তা, প্রেস স্বাধীনতার পক্ষে সোচ্চার এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
সেমিনার ও মতবিনিময় সভা: সাংবাদিক, জনসাধারণ এবং বাংলাদেশ থেকে আগত অতিথিদের মাঝে সেতুবন্ধন গড়ে তোলার জন্য ফোরাম, সংবর্ধনা ও আলোচনার আয়োজন।
কমিউনিটির জন্য তথ্য ও সেবা: প্রবাসী বাংলাদেশী কমিউনিটি নির্ভরযোগ্য ও সময়োপযোগী তথ্য প্রদান, যাতে কমিউনিটি সাংবাদিকদের সক্রিয় ও দৃশ্যমান রাখা যায়।
প্রেস কার্ড ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি: সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন, সরকারী নীতিমালা মেনে চলা ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সংযোগ স্থাপনে সহায়তা।
সম্মাননা, কনফারেন্স ও প্রশিক্ষণ: পুরস্কার প্রদান, জাতীয় কনফারেন্স এবং স্কিল ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে পেশাগত উৎকর্ষ স্বীকৃতি ও উৎসাহ প্রদান।
সহযোগিতা ও মানবিক সহায়তা: প্রবাসে নতুন আগত বা সমস্যায় থাকা সাংবাদিকদের জন্য ইমিগ্রেশন পরামর্শ, আবাসন সংযোগ ও আইনি সহায়তা প্রদান।
নাগরিক ও রাজনৈতিক সম্পৃক্ততা: বাংলাদেশী-আমেরিকান সাংবাদিকদের স্থানীয় নেতা, নির্বাচিত প্রতিনিধি ও বাংলাদেশী অতিথিদের সঙ্গে সম্পৃক্ত করে নাগরিক সচেতনতা বৃদ্ধি ও অংশীদারিত্ব গড়ে তোলা।
তরুণ প্রজন্মের অনুপ্রেরণা: যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া তরুণদের সাংবাদিকতা ও মূলধারার মিডিয়ায় আগ্রহী করে তুলতে মেন্টরশিপ, ইন্টার্নশিপ ও সৃজনশীল প্রকল্পে যুক্ত করা।
সাংস্কৃতিক দান ও ঐতিহ্য সংরক্ষণ: বাংলাদেশী সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যকে তুলে ধরতে চ্যারিটি ইভেন্ট, ফান্ড রেইজিং ও সাংস্কৃতিক আয়োজন।
আন্ত-সাংস্কৃতিক সংলাপ: অন্যান্য জাতিগোষ্ঠীর সঙ্গে সামাজিক ও সাংস্কৃতিক বিনিময় এবং আন্ত-সাম্প্রদায়িক বোঝাপড়া ও সম্প্রীতি গড়ে তোলা।
প্রবাসী সাংবাদিকতার নতুন দিগন্ত এই ফাউন্ডেশনের আত্মপ্রকাশ এমন এক সময়ে হলো, যখন যুক্তরাষ্ট্রে জাতিগত গণমাধ্যমগুলো বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশী-আমেরিকান কণ্ঠস্বরকে সংগঠিত ও মর্যাদাপূর্ণ করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথ তৈরি করতে এই ফাউন্ডেশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত। সংস্থার পক্ষ থেকে চলতি বছরের শরৎকালে নিউইয়র্ক সিটিতে প্রথম বড় পরিসরে একটি নেটওয়ার্কিং রিসেপশন ও সেমিনার আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে বিভিন্ন মিডিয়া পেশাজীবী, কমিউনিটি লিডার ও নীতিনির্ধারকগণ অংশ নেবেন। -প্রেস বিজ্ঞপ্তি।