নিউইয়র্কে পিকনিক স্পটে গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে বাংলাদেশী শিশুর মৃত্যু

- প্রকাশের সময় : ০৪:১৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / ১০ বার পঠিত

Selective focus of a picnic area sign and a pedestrian crossing sign with the Sunshine Skyway in the background.
বিশেষ প্রতিনিধি: পিকনিকে বন্ধুদের সাথে আনন্দ-উচ্ছ¡াসে মেতে উঠার বদলে লাশ হয়ে ফিরতে হলো দুই বছরের ফুটফুটে বাংলাদেশী বংশোদ্ভুত এক শিশুকে। হতভাগ্য বাবা-মায়ের সামনেই ঘটে এই মর্মান্তিক দূর্ঘটনা। ফলে অকালে-ই ঝড়ে যায় বাবা ঋষিকেশ রায় ও মা কল্পনা রায়ের-এর ২ বছর ২ মাসের প্রিয় কন্যা সন্তান প্রার্থনা হিমি রায়। গত ১০ আগষ্ট রোববার নিউইয়র্কের বেলমন্ড লেক স্টেট পার্কে ‘ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি’র বাৎসরিক বারবিকিউ ও পিকনিকে এই হৃদয়বিদারক ঘটনায় স্তব্ধ হয়ে পড়ে পিকনিকে উপস্থিত সবাই।
পিকনিকে অংশগ্রহণনকারী ককেজন জানান, দুপুর ২টা ৪৫ মিনিটে এই ঘটনাটি ঘটে। এই সময় পিকনিকে অংশগ্রহণকারী একজন পিকনিক স্পটের কাছে ঋষিকেশ রায়ের পরিবারকে গাড়ি থেকে নামিয়ে দেন। এরপর সেই গাড়ি (জিইউজেড-৩১৬৪) সামনের দিকে যেতে ধরে। এমন সময় ঋষিকেশ রাস্তার অপর পাশে যেতে থাকেন। কিন্ত সকলের অজান্তে পিতার পিছনে পিছনে কন্যাও দৌড়ে যায় এবং গাড়ির নিচে চাপা পড়ে। এসময় সেখানে উপস্থিত সবাই চিৎকার দিলে গাড়ি থেমে যায় এবং ঋষিকেশ দৌড়ে ড়িয়ে তার কন্যাকে গাড়ির নিচ থেকে বের করেন। ততক্ষণে মেয়েটির নাক ও কান দিয়ে রক্ত ঝড়তে থাকে। এরপর কে বা কারা ৯১১-এ ফোন করলে অ্যাম্বুলেন্স এসে রক্তাক্ত অবস্থায় প্রার্থনা হিমি রায়কে নিকটবর্তী গুড সামারিটান ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যায়। বিকেলে হাসপাতাল থেকে তাকে মৃত বলে ঘোষনা করা হয়। এ খবর পিকনিক স্থলে আসার সাথে সাথেই সকলে কান্নায় ভেঙ্গে পড়েন। অনেকেই ছুটে যান হাসপাতালে। কমিউনিটিতে নেমে আসে শোকের ছায়া। প্রার্থনা হিমি রায়ের মৃৃত্যুতে অনেকেই গভীর দু:খ প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিকে মর্মান্তিক এই ঘটনা ঘটনার সাথে সাথেই পিকনিকের সকল কার্যক্রম বন্ধ রাখা হয়।