নিউইয়র্ক ১০:৪২ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইয়র্কে ইউএসবিসিসিআই ‘বিজনেস এক্সপো ও গেøাবাল এসএমই ফেয়ার’ ২১-২২ নভেম্বর

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / ২২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: বিগত বছরগুলো সফলতার আলোকে এবছরও ‘বিজনেস এক্সপো ও গেøাবাল এসএমই ফেয়ার-২০২৫’ আয়োজন করতে যাচ্ছে ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই)। আগামী ২১ ও ২২ নভেম্বর নিউইয়র্কের হিল্টন লাগোর্ডিয়া এয়ারপোর্ট হোটেলে অনুষ্ঠিত হবে এবারের চতুর্থ ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো ও গেøাবাল এসএমই ফেয়ার-২০২৫। এ উপলক্ষ্যে গত ২০ আগষ্ট বুধবার জ্যামাইকার ‘গ্রেটার নেক্সাস’ মিলনায়তনে আয়োজিত মিট দ্য প্রেসে এই তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউএসবিসিসিআই’র প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ লিটন আহমেদ। এরপর লিখিত বক্তব্য পাঠ করেন ইউএসবিসিসিআই-এর ডাইরেক্টর শেখ ফরহাদ। এসময় ইউএসবিসিসিআই-এর ডাইরেক্টর ইসমাইল আহমেদ, আহাদ আল সিপিএ, ও মোহাম্মদ বদরুদ্দোজা সাগর উপস্থিত ছিলেন। পরবর্তীতে তারা উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মিট দ্য প্রেসে জানানো হয় যে, আন্তর্জাতিক এই প্রদর্শনীতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৫০টিরও বেশি প্রদর্শক এবং প্রায় দেড় হাজার দর্শনার্থীর অংশগ্রহণ ঘটবে। এর মধ্যে থাকবেন প্রবাসী উদ্যোক্তা, এস এম ই ব্যবসায়ী, বিনিয়োগকারী, সরকারি কর্মকর্তা, বাণিজ্য সংস্থা ও নীতি নির্ধারকগণ। মেলায় আন্তর্জাতিক প্রদর্শনীর বিভিন্ন খাতের এস এম ই ব্যবসা ও পণ্যের প্রদর্শনী সহ ক্রেতা-বিক্রেতাদের সরাসরি ব্যবসায়িক যোগাযোগ ও অংশীদারিত্বের সুযোগ থাকবে। এছাড়াও বিজনেস সেমিনার ও প্যানেল আলোচনা, ট্রেড, বিনিয়োগ, প্রযুক্তি, রেমিট্যান্স, নারী উদ্যোক্তা ও ডায়াসপোরা এঙ্গেজমেন্ট নিয়ে বিভিন্ন সেশন থাকবে বলে জানানো হয়।
মিট দ্য প্রেসে মোহাম্মদ লিটন আহমেদ বলেন, এবারের চতুর্থ ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো ও গেøাবাল এসএমই ফেয়ার হবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এর দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও গভীর করার একটি বড় সুযোগ। প্রবাসী বাংলাদেশী উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, বিনিয়োগকারী এবং নীতিনির্ধারকদের একসাথে একই ছাতার নীচে আনার মাধ্যমে আমরা একটি বৈশ্বিক ব্যবসায়িক প্ল্যাটফর্ম তৈরি করতে চাই।
শেখ ফরহাদ বলেন, এবারের ‘বিজনেস এক্সপো’র মাধ্যমে আমরা শুধু প্রদর্শনী নয়, বরং বি২বি মিটিং, ব্যবসায়িক সেমিনার, নেটওয়ার্কিং এবং গেøাবাল বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডসের মাধ্যমে নতুন সম্ভাবনা উন্মোচন করতে চাই।
আহাদ আলী সিপিএ বলেন, এই মেলার মাধ্যমে বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের মূলধারার ব্যবসায়িক নেটওয়ার্কে যুক্ত হওয়ার এক অনন্য সুযোগ পাবে। আমি বিশ্বাস করি, প্রবাসী বাংলাদেশীরা এই প্ল্যাটফর্ম থেকে সর্বাধিক উপকৃত হবেন।
ইউএসবিসিসিআই পরিচালক ইসমাইল আহমেদ বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে এসএমই উদ্যোক্তাদের জন্য এমন একটি সেতুবন্ধন তৈরি করা, যেখানে তারা যুক্তরাষ্ট্র এবং বৈশ্বিক বাজারে টেকসই ব্যবসা গড়ে তুলতে পারবেন।
মোহাম্মদ বদরুদ্দোজা সাগর বলেন, আমরা আশা করি এই মেলা বাংলাদেশের এসএমই খাতকে বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগ করে দেবে এবং যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য নতুন বিনিয়োগ সুযোগ তৈরি করবে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নিউইয়র্কে ইউএসবিসিসিআই ‘বিজনেস এক্সপো ও গেøাবাল এসএমই ফেয়ার’ ২১-২২ নভেম্বর

প্রকাশের সময় : ১২:১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

বিশেষ প্রতিনিধি: বিগত বছরগুলো সফলতার আলোকে এবছরও ‘বিজনেস এক্সপো ও গেøাবাল এসএমই ফেয়ার-২০২৫’ আয়োজন করতে যাচ্ছে ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই)। আগামী ২১ ও ২২ নভেম্বর নিউইয়র্কের হিল্টন লাগোর্ডিয়া এয়ারপোর্ট হোটেলে অনুষ্ঠিত হবে এবারের চতুর্থ ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো ও গেøাবাল এসএমই ফেয়ার-২০২৫। এ উপলক্ষ্যে গত ২০ আগষ্ট বুধবার জ্যামাইকার ‘গ্রেটার নেক্সাস’ মিলনায়তনে আয়োজিত মিট দ্য প্রেসে এই তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউএসবিসিসিআই’র প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ লিটন আহমেদ। এরপর লিখিত বক্তব্য পাঠ করেন ইউএসবিসিসিআই-এর ডাইরেক্টর শেখ ফরহাদ। এসময় ইউএসবিসিসিআই-এর ডাইরেক্টর ইসমাইল আহমেদ, আহাদ আল সিপিএ, ও মোহাম্মদ বদরুদ্দোজা সাগর উপস্থিত ছিলেন। পরবর্তীতে তারা উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মিট দ্য প্রেসে জানানো হয় যে, আন্তর্জাতিক এই প্রদর্শনীতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৫০টিরও বেশি প্রদর্শক এবং প্রায় দেড় হাজার দর্শনার্থীর অংশগ্রহণ ঘটবে। এর মধ্যে থাকবেন প্রবাসী উদ্যোক্তা, এস এম ই ব্যবসায়ী, বিনিয়োগকারী, সরকারি কর্মকর্তা, বাণিজ্য সংস্থা ও নীতি নির্ধারকগণ। মেলায় আন্তর্জাতিক প্রদর্শনীর বিভিন্ন খাতের এস এম ই ব্যবসা ও পণ্যের প্রদর্শনী সহ ক্রেতা-বিক্রেতাদের সরাসরি ব্যবসায়িক যোগাযোগ ও অংশীদারিত্বের সুযোগ থাকবে। এছাড়াও বিজনেস সেমিনার ও প্যানেল আলোচনা, ট্রেড, বিনিয়োগ, প্রযুক্তি, রেমিট্যান্স, নারী উদ্যোক্তা ও ডায়াসপোরা এঙ্গেজমেন্ট নিয়ে বিভিন্ন সেশন থাকবে বলে জানানো হয়।
মিট দ্য প্রেসে মোহাম্মদ লিটন আহমেদ বলেন, এবারের চতুর্থ ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো ও গেøাবাল এসএমই ফেয়ার হবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এর দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও গভীর করার একটি বড় সুযোগ। প্রবাসী বাংলাদেশী উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, বিনিয়োগকারী এবং নীতিনির্ধারকদের একসাথে একই ছাতার নীচে আনার মাধ্যমে আমরা একটি বৈশ্বিক ব্যবসায়িক প্ল্যাটফর্ম তৈরি করতে চাই।
শেখ ফরহাদ বলেন, এবারের ‘বিজনেস এক্সপো’র মাধ্যমে আমরা শুধু প্রদর্শনী নয়, বরং বি২বি মিটিং, ব্যবসায়িক সেমিনার, নেটওয়ার্কিং এবং গেøাবাল বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডসের মাধ্যমে নতুন সম্ভাবনা উন্মোচন করতে চাই।
আহাদ আলী সিপিএ বলেন, এই মেলার মাধ্যমে বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের মূলধারার ব্যবসায়িক নেটওয়ার্কে যুক্ত হওয়ার এক অনন্য সুযোগ পাবে। আমি বিশ্বাস করি, প্রবাসী বাংলাদেশীরা এই প্ল্যাটফর্ম থেকে সর্বাধিক উপকৃত হবেন।
ইউএসবিসিসিআই পরিচালক ইসমাইল আহমেদ বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে এসএমই উদ্যোক্তাদের জন্য এমন একটি সেতুবন্ধন তৈরি করা, যেখানে তারা যুক্তরাষ্ট্র এবং বৈশ্বিক বাজারে টেকসই ব্যবসা গড়ে তুলতে পারবেন।
মোহাম্মদ বদরুদ্দোজা সাগর বলেন, আমরা আশা করি এই মেলা বাংলাদেশের এসএমই খাতকে বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগ করে দেবে এবং যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য নতুন বিনিয়োগ সুযোগ তৈরি করবে।