নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আইসের ধড়পাকড় : এক বাংলাদেশী গ্রেফতার

- প্রকাশের সময় : ০২:২৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
- / ১৫৫ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস থেকে এক বাংলাদেশী যুবককে আটক করেছে আইস। বুধবার (২৮ জানুয়ারী) ভোরে তার বাসায় প্রবেশ করে সিব্বির আহমেদ নামের ঐ যুবককে আটক করা হয়। তার বাড়ী সিলেটে এবং বিগত ২০২২ সালের ২১ জানুয়ারী সে ব্রাজিল হয়ে সীমান্ত (বর্ডার) দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলো বলে জানা গেছে। সিব্বির আহমেদের সাথে বসবাসকারীরা জানান, আইস পোশাকধারীরা বুধবার ভোর ৬টার দিকে তাদের বাসায় এসে হানা দেয় এবং জোড়ে জোড়ে দরজায় নক করে। এরপর দরজা খুলে দিলে আইস সদস্যরা ঘরের ভিতরে ঢুকে একে একে সবার আইডি দেখতে চায়। এক পর্যায়ে সিব্বির আহমেদ-কে তার আইডি ছাড়াও অন্যান্য ডকুমেন্ট চেক করার সুযোগ না দিয়েই তাকে ধরে নিয়ে যায়। এসময় তাদের সাথে নিউইয়র্ক সিটি পুলিশ-কে সাথে থাকতে দেখা যায়। এই ঘটনায় স্থানীয় এলাকা ছাড়াও নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, মাত্র ২০/২২ দিন আগে সিব্বির আহমেদ এসাইলাম আবেদন করেছিলেন।