নিউইয়র্কের কনসাল জেনারেল ড.মনিরুল ইসলামের পিতৃবিয়োগ

- প্রকাশের সময় : ১১:৪৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
- / ৪৭ বার পঠিত
বাংলাদেশ সোসাইটির শোক : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্তকনসাল জেনারেল ড. মনিরুল ইসলামের পিতা হাজী মোহাম্মদ সুলতান হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের বয়স হয়েছিলো ৭২ বছর। মৃত্যুকালে এক পুত্র ও তিনকন্যা সহ বহু আত্নীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বিশিষ্ট রাজনীতিক ও কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ডা. মাসুদুল হাসান জানান, রোববার (৭ মে) বিকেলে কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম তার বাবার সাথে হাটতে বের হলে বিকেল ৫টার দিকে তার বাবা হাজী মোহাম্মদ সুলতান হোসেন হঠাৎ করে রাস্তায় লুটে পড়েন। এসময় ৯১১ কল করে তাকে ম্যানহাটানের লেনোক্স হসপিটাল সেন্টারে নেয়া হয় এবং বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুখবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
ডা. মাসুদুল হাসান আরো জানান, মরহুমের মরদেহ ফিউনেরাল হোমে রাখা হয়েছে। এমিরাত এয়ারলাইন্সের ফ্লাইটে তার মরদেহ আজ সোমবার রাত ১১টার ফ্লাইটে ঢাকায় পাঠানো হবে। তার আগে সোমবার বাদ জোহর জ্যামাকা মুসলিম সেন্টারে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার মরদেহ গ্রামের বাড়ী মাদারীপুরের পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।
কনসাল জেনারেলের পিতার মৃত্যুতে সোসাইটির কার্যকরী পরিষদ, ট্রাস্টি বোর্ডের ও নির্বাচন কমিশনের সদস্যরা গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এক শোকবার্তায় সোসাইটির সভাপতি মোহাম্মদ আব্দুর রর মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ এবং প্রধান নির্বাচন কমিশনার জামাল উদ্দিন জনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং সকল প্রবাসীদের কাছে দোয়া চান যাতে মরহুম হাজী মোহাম্মদ সুলতান হোসেনকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।