নায়াগরা ফলসে পর্যটকদের ভিড বাড়ছে

- প্রকাশের সময় : ০১:২৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
- / ৬৫ বার পঠিত
এমদাদ চৌধুরী দীপু, নায়াগরা ফলস (নিউইয়র্ক) থেকে: বিশ্বের বিস্ময়কর দর্শনীয় স্থান নায়াগরা ফলসে বাডছে দর্শনাথীর ভিড়। এর ফলে আবারো ঘুরে দাঁড়াচ্ছে হোটেল, রেঁস্তোরা এবং পরিবহন ব্যবসা। নায়াগরা ফলসের সৌন্দর্য উপভোগ করতে আসছেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গ রাজ্য থেকেও আসছেন নানা বয়সের মানুষ। স্থানীয় নাগরিকরা সময় পার করছেন পরিবার এবং স্বজনদের নিয়ে।
এমদাদ চৌধুরী দীপু
বৃহস্পতিবার (১৫ জুলাই) নায়াগরা ফলসে সরজমিনে দেখা যায়, উৎফুল্ল মানুষের আনন্দ উল্লাস। বিশাল এলাকা জুডে পানির অব্যাহত গর্জন, প্রবল ¯্রােত আর ঝরনাধারা মুগ্ধ করে দর্শনাথীর মন। রাতের স্বপ্নীল রূপ নেয় ঝরনার পানি। রংধনুর নানা সাজে সজ্জিত হয় নায়াগরা ফলস। তখন শুধু জলের ঢেউ একা থাকেনা, দর্শনার্থীদেরও নিয়ে যায় মনের ঢেউয়ের সাথে।
এই ছবি শুধুই উপভোগের, অবাক হয়ে থাকিয়ে থাকার। বৈশ্বিক মহামারী করোনার কারনে এক বছরের অধিক সময় বন্দী সময় পার করেছেন বিশ্বের মানুষ। একদিনে করোনা বিদায় নিচ্ছে আর অন্যদিকে মানুষের ভ্রমণ বাড়ছে। এরই অংশ হিসেবে বিশ্বের বিশ্বয়কর দর্শনীয় স্থান নায়াগরা ফলসে বিপুল মানুষের উপস্থিতি।
সরেজমিনে দেখা গেছে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী, ভারতীয়, পাকিস্তানী, অ্যারাবীয়ানদের উপস্থিতি সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা মানুষের মিলনমেলায় পরিনত হয়েছে জলপপ্রপাত প্রাঙ্গণ। স্থানীয়দের সাথে আলাপকালে তারা জানান, কয়েক মাস আগে খুব অল্প মানুষের উপস্থিতি ছিল, এখন সেটি অনেক বেডেছে। চালু হয়েছে ট্যুরিসট বাস। করোনা পরিস্থিতির কারণে আপাতত: কানাডা সীমান্ত যাতায়াতের জন্য বন্ধ থাকলেও তা খুলে দেয়া হলে নায়াগরা ফলসে পর্যটকদের ভিড আরো বাড়বে বলে তারা মনে করেন। নায়াগরা ফলসে আসা পর্যটকরা জানান, মিনিটে মিলিয়ন মিলিয়ন ফুট পানির ঝরনাধারার অবলোকন, মেট অব দ্য মিস্টা বোট চড়ে জলপ্রপাত কাছ থেকে দেখা, রেইনবোসেতু থেকে দেখা যায় পানির রং বদলের খেলা।
আনেরিকা-কানাডা সীমান্ত এলাকায় এটির অবস্থান হওয়ার কারণে কানাডার অনেক গুরুত্বপুর্ণ স্থান দেখা যায় ‘নায়াগরা ফলস’ সফরে। ১৬৭ ফুট উচ্চতার এই জলপ্রপাত থেকে প্রতি মিনিটে ৬ মিলিয়ন ঘনফুট পানি গড়িয়ে নীচে পড়ে বলে জানা গেছে। এই ঐতিহাসিক জলপ্রপাতের আরেকটি আকর্ষনীয় দিক হচ্ছে সূর্যাস্ত দেখা। পর্যটক আকর্ষনের জন্য বিশাল অংশকে সাজানো হয়েছে। গড়ে তোলা হয়েছ শিশু পার্ক, গাড়ি পার্কিং এক পর্যাপ্ত লট রাখা হয়েছে। স্কুল, কলেজ বন্ধ থাকায় নায়াগরা ফলস বেড়ানোর সুন্দর সময় বলে জানিয়েছেন অনেক বাংলাদেশী পর্যটক।