নাসাউ কলিসিয়াম ও লাগোর্ডিয়া ম্যারিয়টে ৩০-৩১ আগষ্ট ও ১ সেপ্টেম্বর : ঐক্যের আহবানে নিউইয়র্কে বিভক্ত ফোবানা সম্মেলন
																
								
							
                                - প্রকাশের সময় : ০৫:১৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০১৯
 - / ৩৬৬ বার পঠিত
 
নিউইয়র্ক (ইউএনএ): ফেডারেশন ইন বাংলাদেশী এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা-ফোবানা প্রবাস ও দেশের মানুষের কাছে একটি জনপ্রিয় নাম। আজ থেকে ৩৩ বছর আগে প্রতিষ্ঠিত এই ফোবানা’র মাধ্যমে উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের এক মঞ্চে, এক ছাতার তলে এনে ঐক্যবদ্ধ করা, দেশীয় শিল্প-সংস্কৃতির চর্চা ও প্রসারই এই সংগঠনের অন্যতম মূল লক্ষ্য ও উদ্দেশ্যে। কিন্তু ফোবানা নেতৃবৃন্দের মধ্যকার অনৈক্য, অদূরদর্শীতা, অসহিষ্ণুতা, রাজনৈতিক মতাদর্শ, ব্যক্তিগত রেষারেষী নানা কারণে সংগঠনটি বিভক্ত হয়ে পড়েছে। মাঝে ফোবানা ঐক্যবদ্ধ করার একাধিক উদ্যোগ নেয়া হলেও সংশ্লিস্টদের যথাযথ উদ্যোগ না থাকায় তা ব্যর্থ হয়েছে। ফলে বিভক্তির মধ্য দিয়েই এগিয়ে চলেছে ফোবানা। খবর ইউএনএ’র।
ফোবানা’র উদ্যোগ ও আয়োজনে প্রতিবছর উত্তর আমেরিকায় সম্মেলন হয়ে আসলেও বিগত কয়েক বছর ধরে বিভক্তির ফোবানা সম্মেলনই হচ্ছে উত্তর আমেরিকায়। চলতি বছরও দুটি সম্মেলন হতে চলেছে। এজন্য পৃথক দুটি সংগঠন আয়োজক সংগঠন হিসেবে দায়িত্ব পালন করে চলেছে। সংগঠন দুটির মধ্যে ড্রামা সার্কল নামক সংগঠন নিউইয়র্কের সুবিশাল নাসাও কলিসিয়ামে এবং অপর সংগঠন বাংলাদেশী-আমেরিকান ফ্রেন্ডশীপ সোসাইটি অব নিউইয়র্ক লাগোর্ডিয়া মারিয়ট হোটেলে চলতি বছর ফোবানা সম্মেলনের আয়োজন করেছে। তাদের ঘোষণা মোতাবেক যুক্তরাষ্ট্রের লেবার ডে উইকেন্ডে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। যদিও উভয় সংগঠন নিজেদের মূল আয়োজক সংগঠন এবং ফোবানা সম্মেলনের মূল দাবীদার বলে দাবী করে আসছে। যুক্তরাষ্ট্রের লেবার ডে ইউকেন্ডে চলতি বছরের ৩০-৩১ আগষ্ট এবং ১ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এটি হবে ফোবানা’র ৩৩তম ফোবানা সম্মেলন।
এদিকে উকিল নোটিশ, মামলা-মোকদ্দমা আর পাল্টাপাল্টি অভিযোগ-বক্তব্যের মধ্যেও উভয় পক্ষই ফোবানা সম্মেলন বা কনভেনশনের সকল প্রস্তুত্তি সম্পন্ন করেছে। আর এই প্রস্তুতির কথা জানাতে গিয়ে উভয় পক্ষ আয়োজিত সংবাদ সম্মেলনে ঐক্যের আহ্বান জানিয়েছেন। সচেতন প্রবাসীদের অভিমত বিভক্ত ফোবানা নেতৃবৃন্দ চাইলেই ঐক্যবদ্ধ ফোবানা হবে পারে।
নাসাউ কলিসিয়াম
উল্লেখ্য, নাসাউ কলিসিয়ামে অনুষ্ঠিতব্য সম্মেলনের কনভেনর হচ্ছেন নার্গিস আহমদ আর সদস্য সচিব হচ্ছেন আবীর আলমগীর। এই অংশের স্ট্রীয়ারিং কমিটির চেয়ারম্যান মীর চৌধুরী আর এক্সিকিউটিভ সেক্রেটারী জাকারিয়া চৌধুরী। এই সম্মেলনে প্রধান অতিথি থাকছেন নাসাউ কলিসিয়াম-এর এক্সিকিউটিঢ ডাইরেক্টর মার্থা ক্রিসেল ইএসকিউ। কনভেনশনে ৮টি বিষয় ভিত্তিক সেমিনার, কাব্য জলসা, কবি সমাবেশ, মুক্তিযোদ্ধা সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্টল প্রভৃতি থাকবে।
এই কনভেনশনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী সৈয়দ আব্দুল হাদী, বেবী নাজনীন, ফাতেমাতুজ জোহরা, রিজিয়া পারভিন, তপন চৌধুরী, শুভ্র দেব, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী ছাড়াও তাজুল ইমাম, লিনা তাপসী, তনিমা হাদী, মিথুন জব্বার এবং ফুয়াদ এন্ড ফেন্ডস-এর শিল্পীরা অংশ নেবেন। এছাড়াও থাকবে মাইলস-এর পরিবেশনা।
লাগোর্ডিয়া মারিয়ট
অপরদিকে লাগোর্ডিয়া মারিয়ট হোটেলে অনুষ্ঠিতব্য সম্মেলনের কনভেনর হচ্ছেন শাহ নেওয়াজ আর সদস্য সচিব হচ্ছেন ফিরোজ আহমেদ। ফোবানা এই অংশের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হোসন খান এবং এক্সিকিউটি সেক্রেটারী কাজী আজম। এই সম্মেলনে প্রধান অতিথি থাকছেন ঢাকা বিশ্ববিদ্যলয়ের সাবেক ভিসি ও বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফয়েজ। এছাড়াও বিশেষ অতিথি থাকছেন যথাক্রমে বিএনপি’র ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা চেম্বার অফ কমার্স-এর প্রেসিডেন্ট কাজী আমিনুল হক, সাউথ বাংলা এগ্রিকালচারাল এন্ড কমার্স ব্যাংকের চেয়াম্যান এস এম আমজাদ হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর জসিম উদ্দিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা এবং বিশিষ্ট লেখক ও গবেষক, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদের কন্যা শারমীন আহমেদ।
অনুষ্ঠানমালার মধ্যে থাকবে, সেমিনার, কাব্য জলসা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী কনক চাঁপা ও এসআই টুটুল, জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী ও চিত্র নায়িকা মৌসুমী ছাড়াও অংশ নেবেন শিল্পী সেলিম চৌধুরী, রানু নেওয়াজ, হৈমন্তী, স্বীকৃতি, পপিমনা, মাহফুজা মম, খালিদ, লাবনী, খালিদ, সারেগামাপা’র শিল্পী সুপ্রতিপ, উপস্থাপক ইসমাইল খন্দকার প্রমুখ অংশ নেবেন।
																			















