নিউইয়র্ক ১০:৪২ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নায়াগ্রা, আটলান্টা ও মন্ট্রিয়েলে বিভক্তির ফোবানা সম্মেলন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৩০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / ৮ বার পঠিত

হককথা রিপোর্ট: লেবার ডে উকেন্ড ঘিরে বিগত বছরগুলোর মতো এবারো বিভক্ত ফোবানা’র তিনটি সম্মেলন হচ্ছে উত্তর আমেরিকার তিন রাজ্যে। এই তিনটি সম্মেলনের একটি সম্মেলন হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের নায়াগ্রা ফলসে, অপরটি হচ্ছে জর্জিয়া রাজ্যের আটলান্টায়। আরেকটি হচ্ছে কানাডার মনন্ট্রিয়লে। শুক্রবার (২৯ আগষ্ট) থেকে তিনদিনের সম্মেলন শুরু হলেও মূল অনুষ্ঠানে হবে শনি ও রোববার যথাক্রমে ৩০ ও ৩১ আগষ্ট)। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার ফোবানার সম্মেলনগুলো শুরু হয়। উল্লেখ্য, ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা সংক্ষেপে ফোবানা উত্তর আমেরিকায় প্রবাসীদের সবচেয়ে বড় সম্মেলন।
নায়াগ্রা ফোবানা সম্মেলন: নিউইয়র্কের নায়াগ্রার শেরাটন হোটেলের বলরুমে ৩৯তম ফোবানা কনভেনশন ২৯, ৩০, ৩১ আগস্ট (লেবার ডে উইক্যান্ডে) অনুষ্ঠিত হচ্ছে। গত ২৭ আগস্ট বৃহস্পতিবার কনভেনশনের প্রস্তুতির আপডেট জানান এই অংশের ফোবানা’র চেয়ারম্যান শাহ নেওয়াজ ও এক্সিকিউটিভ সেক্রেটারি ও ৩৯তম ফোবানা কনভেনশনের কনভেনর কাজী সাখাওয়াত হোসেন আজাম।
তারা বলেন, এবারের লেবার ডে উইকেন্ডে নায়াগ্রা ফলসে বিভিন্ন দেশের লক্ষ লক্ষ পর্যটক অবস্থান করবেন। আমরা সেখানেই এবার ইতিহাস গড়তে যাচ্ছি ফোবানা কনভেনশন আয়োজন করে। ইতোমধ্যে আমরা কনভেনশনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। কনভেনশনের প্রধান অতিথি ড. সলিমউল্লাহ খান নিউইয়র্ক এসে পৌঁছেছেন। আমাদের আমন্ত্রিত জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর আসছেন। তরুণ প্রজন্মের হার্টথ্রব প্রীতম ও প্রতীক হাসান আছেন নিউইয়র্কেই। জনপ্রিয় সংগীতশিল্পী সেলিম চৌধুরীও যোগ দেবেন সাংস্কৃতিক সন্ধ্যায়।
উল্লেখ্য, নায়াগ্রা ফোবানা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন বিশিষ্ট বুদ্ধিজীবী ড. সলিমুল্লাহ খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে যোগ দিচ্ছেন ড. বদরুল খান, ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা প্রমুখ।
কাহ নেওয়াজ-কাজী আজম বলেন, সেমিনারসহ অন্যসব আয়োজন এবং অতিথিও আমরা চূড়ান্ত করেছি। আমাদের ম্যাগাজিনের কাজও শেষ পর্যায়ে। আর মাত্র কয়েকটা স্টলের বুকিং বাকি আছে। নায়াগ্রা ফলসের বিভিন্ন হোটেলে এখনও রুম পাওয়া যাচ্ছে। যারা ফোবানা কনভেনশনে যেতে ইচ্ছুক তারা এখনই নায়াগ্রা ফলসের আশেপাশের হোটেল-মোটেলগুলোতে বুক দিয়ে রাখতে পারেন। ফোবানা কনভনেশনের তিন দিনের টিকিট সম্পূর্ণ ফ্রি, মানে কোনো প্রবশেমূল্য নেই। সব অনুষ্ঠান সকলের জন্য উম্মুক্ত। যারা ফোবানা কনভেনশনে যাবেন তারা বিনা টিকিটে আমাদের অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। তারা সকল পেশা এবং সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীদের ফোবানা কনভেনশনে আমন্ত্রণ জানান।
আটলান্টা ফোবানা সম্মেলন: অপরদিকে ফোবানার ৩৯তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে জর্জিয়ার আটলান্টায়। সম্মেলনকে ঘিরে আটলান্টায় শুরু হয়েছে উৎসবের আমেজ। লেবার ডে উইকেন্ডে ২৯, ৩০ ও ৩১ আগস্ট জর্জিয়া স্টেটের আটলান্টা শহরে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। স্থানীয় সংগঠন ‘বাংলা ধারা’ এবারের ফোবানা সম্মেলনের আয়োজক। আয়োজকরা জানিয়েছেন এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৭ থেকে ৮ হাজার অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন। এবারের সম্মেলনের স্থান আটলান্টার গ্যাস সাউথ কনভেনশন সেন্টার এবং সম্মেলনের অফিসিয়াল হোটেল আটলান্টার হোটেল ওয়েস্টিন।
এবারের সম্মেলনের মূল শ্লোগান ‘প্রবাস প্রজন্মের মনোনিবেশ, বিশ্বায়নে বাংলাদেশ। উত্তর আমেরিকায় বাংলাদেশীদের মধ্যে পারস্পারিক সম্পর্ক বাড়ানো, মূলধারায় সম্পৃক্ততা, শিক্ষা, সংস্কৃতি, সামাজিক ও অর্থনৈতিক পরিমল্ডলে বাংলাদেশীদের অবস্থান শক্তিশালী করাই এবারের সম্মেলন আয়োজনের মূল লক্ষ্য। এছাড়াও যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে সৌহার্দ্য বাড়িয়ে তোলা, নতুন প্রজন্মকে বাংলাদেশের জীবন, শিল্প-সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এই সম্মেলন আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য।
এবারের ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারপারসন হিসেবে আছেন লস এঞ্জেলেসের মাসুদ রব চৌধুরী এবং এক্সিকিউটিভ সেক্রেটারি হিসেবে আছেন নিউইয়র্কের আবীর আলমগীর। এছাড়াও আটলান্টার আয়োজক কমিটির কনভেনর নাহিদুল খান সাহেল, মেম্বার সেক্রেটারী মাহবুবুর ভুঁইয়া, হোস্ট প্রেসিডেন্ট ডিউক খান, চীফ কো-অর্ডিনেটর দিলু মওলা এবং কো-কনভেনর কাজী নাহিদ সম্মেলন আয়োজনের মূল দায়িত্ব পালন করছেন।
সংশ্লিস্টরা জানান, উত্তর আমেরিকার ২৪টি শহর থেকে সর্বমোট ৭৪টি সংগঠন এবং সংগঠনগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন এবারের সম্মেলনে। নানান আয়োজনে অনুষ্ঠিতব্য তিনদিনের ফোবানা সম্মেলনে থাকবে উত্তর আমেরিকার বিভিন্ন শহরের সাংগাঠনিক সাংস্কৃতিক পরিবেশনা, বিষয় ভিত্তিক সেমিনার, বইমেলা, সাহিত্য আসর, কাব্য জলসা, বিভিন্ন পণ্যের স্টল, ইয়ুথ ফোরাম, বিজনেস নেটওয়ার্কিং ইভেন্টস, হেলথ ফেয়ার, কনস্যুলেট সেবা এবং বাংলাদেশের জনপ্রিয় তারকা শিল্পীদের অংশগ্রহণে সংগীতানুষ্ঠান।
সম্মেলনে অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি বিষয়ভিত্তিক সেমিনার। এরমধ্যে রয়েছে ইমিগ্রেশন, মানবাধিকার ও সামাজিক-রাজনৈতিক বিষয়, প্রকৌশল, বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষা, ক্যারিয়ার ও যোগাযোগে প্রযুক্তির প্রভাব, ব্যবসা ও অর্থনীতি, ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয় এবং বাংলাদেশী-আমেরিকানদের মূলধারায় সম্পৃক্ততা। এছাড়াও কবি নজরুলের অসুখ ও অন্তর নির্বাসন এবং রবীন্দ্রনাথ ও জাতীয়তাবাদ শীর্ষক দুটি সেমিনার অনুষ্ঠিত হবে এবারের সম্মেলনে। সেমিনারগুলোতে আলোচক হিসেবে অংশগ্রহণ করছেন উত্তর আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিভিন্ন প্রতিষ্ঠানের গুণী ব্যক্তিবর্গ এবং বিশ্লেষকবৃন্দ।
তিন দিনব্যাপী এই সম্মেলনের অন্যতম আকর্ষণ থাকবে বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব খালেদ মুহিউদ্দীনের সঞ্চালনায় ‘বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে গণমাধ্যমের ভুমিকা’ শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠান। সম্মেলনে থাকবে বইমেলা। বই মেলায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের কবি লেখক ও বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন। এছাড়াও থাকবে সাহিত্য আসর এবং কাব্য জলসা। কাব্য জলসায় বিশেষ অতিথি হিসেবে থাকছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়।
এবারের সম্মেলনে আটলান্টাসহ উত্তর আমেরিকার বিভিন্ন শহর থেকে প্রায় তিনশো’রও বেশী নতুন প্রজন্মের ছেলেমেয়ে অংশগ্রহণ করছে, যারা বিভিন্ন বিষয় নিয়ে নানান অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক সেমিনার, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, জব ফেয়ার সহ নানান এন্টারটেইনমেন্ট ইভেন্টে ব্যস্ত রাখবে নিজেদের। উইমেন এমপাওয়ারমেন্টের ওপর বিশেষ ইভেন্ট সম্মেলনের অন্যতম একটি আয়োজন হিসেবে প্রাধান্য পাবে এবারের সম্মেলনে।
সম্মেলনের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হবে একটি হাই প্রোফাইল বিজনেস নেটওয়ার্কিং ইভেন্ট, যেখানে অংশগ্রহণ করবে উত্তর আমেরিকার বিভিন্ন বড় বড় কোম্পানির উচ্চস্তরের কর্তাব্যক্তিরা। অংশগ্রহণ করবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশী ব্যবসায়ী ও উদ্যোক্তারা। আমেরিকার মূলধারার সাথে বাংলাদেশী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই হবে এই ইভেন্টের মূল লক্ষ্য।
মন্ট্রিয়ল ফোবানা সম্মেলন: অপরদিকে কানাডার মন্ট্রিয়লে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ফোবানা সম্মেলন। মন্ট্রিয়ল ফোবানার ডামাডোলে প্রাসীদের মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ওয়াশিংটন, কানাডার কিউবেক থেকে ব্রিটিশ কলম্বিয়া সর্বত্র। এই অংশের আয়োজক সংগঠন কানাডা-বাংলাদেশ সলিডারিটি। তাদের বক্তব্য হচ্ছে- ‘লেট দিস ইয়ার’স ফোবানা মন্ট্রিয়ল বি দ্য বিগেস্ট কনভেনশন এভার’।

 

 

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নায়াগ্রা, আটলান্টা ও মন্ট্রিয়েলে বিভক্তির ফোবানা সম্মেলন

প্রকাশের সময় : ১১:৩০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

হককথা রিপোর্ট: লেবার ডে উকেন্ড ঘিরে বিগত বছরগুলোর মতো এবারো বিভক্ত ফোবানা’র তিনটি সম্মেলন হচ্ছে উত্তর আমেরিকার তিন রাজ্যে। এই তিনটি সম্মেলনের একটি সম্মেলন হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের নায়াগ্রা ফলসে, অপরটি হচ্ছে জর্জিয়া রাজ্যের আটলান্টায়। আরেকটি হচ্ছে কানাডার মনন্ট্রিয়লে। শুক্রবার (২৯ আগষ্ট) থেকে তিনদিনের সম্মেলন শুরু হলেও মূল অনুষ্ঠানে হবে শনি ও রোববার যথাক্রমে ৩০ ও ৩১ আগষ্ট)। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার ফোবানার সম্মেলনগুলো শুরু হয়। উল্লেখ্য, ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা সংক্ষেপে ফোবানা উত্তর আমেরিকায় প্রবাসীদের সবচেয়ে বড় সম্মেলন।
নায়াগ্রা ফোবানা সম্মেলন: নিউইয়র্কের নায়াগ্রার শেরাটন হোটেলের বলরুমে ৩৯তম ফোবানা কনভেনশন ২৯, ৩০, ৩১ আগস্ট (লেবার ডে উইক্যান্ডে) অনুষ্ঠিত হচ্ছে। গত ২৭ আগস্ট বৃহস্পতিবার কনভেনশনের প্রস্তুতির আপডেট জানান এই অংশের ফোবানা’র চেয়ারম্যান শাহ নেওয়াজ ও এক্সিকিউটিভ সেক্রেটারি ও ৩৯তম ফোবানা কনভেনশনের কনভেনর কাজী সাখাওয়াত হোসেন আজাম।
তারা বলেন, এবারের লেবার ডে উইকেন্ডে নায়াগ্রা ফলসে বিভিন্ন দেশের লক্ষ লক্ষ পর্যটক অবস্থান করবেন। আমরা সেখানেই এবার ইতিহাস গড়তে যাচ্ছি ফোবানা কনভেনশন আয়োজন করে। ইতোমধ্যে আমরা কনভেনশনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। কনভেনশনের প্রধান অতিথি ড. সলিমউল্লাহ খান নিউইয়র্ক এসে পৌঁছেছেন। আমাদের আমন্ত্রিত জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর আসছেন। তরুণ প্রজন্মের হার্টথ্রব প্রীতম ও প্রতীক হাসান আছেন নিউইয়র্কেই। জনপ্রিয় সংগীতশিল্পী সেলিম চৌধুরীও যোগ দেবেন সাংস্কৃতিক সন্ধ্যায়।
উল্লেখ্য, নায়াগ্রা ফোবানা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন বিশিষ্ট বুদ্ধিজীবী ড. সলিমুল্লাহ খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে যোগ দিচ্ছেন ড. বদরুল খান, ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা প্রমুখ।
কাহ নেওয়াজ-কাজী আজম বলেন, সেমিনারসহ অন্যসব আয়োজন এবং অতিথিও আমরা চূড়ান্ত করেছি। আমাদের ম্যাগাজিনের কাজও শেষ পর্যায়ে। আর মাত্র কয়েকটা স্টলের বুকিং বাকি আছে। নায়াগ্রা ফলসের বিভিন্ন হোটেলে এখনও রুম পাওয়া যাচ্ছে। যারা ফোবানা কনভেনশনে যেতে ইচ্ছুক তারা এখনই নায়াগ্রা ফলসের আশেপাশের হোটেল-মোটেলগুলোতে বুক দিয়ে রাখতে পারেন। ফোবানা কনভনেশনের তিন দিনের টিকিট সম্পূর্ণ ফ্রি, মানে কোনো প্রবশেমূল্য নেই। সব অনুষ্ঠান সকলের জন্য উম্মুক্ত। যারা ফোবানা কনভেনশনে যাবেন তারা বিনা টিকিটে আমাদের অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। তারা সকল পেশা এবং সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীদের ফোবানা কনভেনশনে আমন্ত্রণ জানান।
আটলান্টা ফোবানা সম্মেলন: অপরদিকে ফোবানার ৩৯তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে জর্জিয়ার আটলান্টায়। সম্মেলনকে ঘিরে আটলান্টায় শুরু হয়েছে উৎসবের আমেজ। লেবার ডে উইকেন্ডে ২৯, ৩০ ও ৩১ আগস্ট জর্জিয়া স্টেটের আটলান্টা শহরে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। স্থানীয় সংগঠন ‘বাংলা ধারা’ এবারের ফোবানা সম্মেলনের আয়োজক। আয়োজকরা জানিয়েছেন এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৭ থেকে ৮ হাজার অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন। এবারের সম্মেলনের স্থান আটলান্টার গ্যাস সাউথ কনভেনশন সেন্টার এবং সম্মেলনের অফিসিয়াল হোটেল আটলান্টার হোটেল ওয়েস্টিন।
এবারের সম্মেলনের মূল শ্লোগান ‘প্রবাস প্রজন্মের মনোনিবেশ, বিশ্বায়নে বাংলাদেশ। উত্তর আমেরিকায় বাংলাদেশীদের মধ্যে পারস্পারিক সম্পর্ক বাড়ানো, মূলধারায় সম্পৃক্ততা, শিক্ষা, সংস্কৃতি, সামাজিক ও অর্থনৈতিক পরিমল্ডলে বাংলাদেশীদের অবস্থান শক্তিশালী করাই এবারের সম্মেলন আয়োজনের মূল লক্ষ্য। এছাড়াও যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে সৌহার্দ্য বাড়িয়ে তোলা, নতুন প্রজন্মকে বাংলাদেশের জীবন, শিল্প-সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এই সম্মেলন আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য।
এবারের ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারপারসন হিসেবে আছেন লস এঞ্জেলেসের মাসুদ রব চৌধুরী এবং এক্সিকিউটিভ সেক্রেটারি হিসেবে আছেন নিউইয়র্কের আবীর আলমগীর। এছাড়াও আটলান্টার আয়োজক কমিটির কনভেনর নাহিদুল খান সাহেল, মেম্বার সেক্রেটারী মাহবুবুর ভুঁইয়া, হোস্ট প্রেসিডেন্ট ডিউক খান, চীফ কো-অর্ডিনেটর দিলু মওলা এবং কো-কনভেনর কাজী নাহিদ সম্মেলন আয়োজনের মূল দায়িত্ব পালন করছেন।
সংশ্লিস্টরা জানান, উত্তর আমেরিকার ২৪টি শহর থেকে সর্বমোট ৭৪টি সংগঠন এবং সংগঠনগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন এবারের সম্মেলনে। নানান আয়োজনে অনুষ্ঠিতব্য তিনদিনের ফোবানা সম্মেলনে থাকবে উত্তর আমেরিকার বিভিন্ন শহরের সাংগাঠনিক সাংস্কৃতিক পরিবেশনা, বিষয় ভিত্তিক সেমিনার, বইমেলা, সাহিত্য আসর, কাব্য জলসা, বিভিন্ন পণ্যের স্টল, ইয়ুথ ফোরাম, বিজনেস নেটওয়ার্কিং ইভেন্টস, হেলথ ফেয়ার, কনস্যুলেট সেবা এবং বাংলাদেশের জনপ্রিয় তারকা শিল্পীদের অংশগ্রহণে সংগীতানুষ্ঠান।
সম্মেলনে অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি বিষয়ভিত্তিক সেমিনার। এরমধ্যে রয়েছে ইমিগ্রেশন, মানবাধিকার ও সামাজিক-রাজনৈতিক বিষয়, প্রকৌশল, বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষা, ক্যারিয়ার ও যোগাযোগে প্রযুক্তির প্রভাব, ব্যবসা ও অর্থনীতি, ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয় এবং বাংলাদেশী-আমেরিকানদের মূলধারায় সম্পৃক্ততা। এছাড়াও কবি নজরুলের অসুখ ও অন্তর নির্বাসন এবং রবীন্দ্রনাথ ও জাতীয়তাবাদ শীর্ষক দুটি সেমিনার অনুষ্ঠিত হবে এবারের সম্মেলনে। সেমিনারগুলোতে আলোচক হিসেবে অংশগ্রহণ করছেন উত্তর আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিভিন্ন প্রতিষ্ঠানের গুণী ব্যক্তিবর্গ এবং বিশ্লেষকবৃন্দ।
তিন দিনব্যাপী এই সম্মেলনের অন্যতম আকর্ষণ থাকবে বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব খালেদ মুহিউদ্দীনের সঞ্চালনায় ‘বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে গণমাধ্যমের ভুমিকা’ শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠান। সম্মেলনে থাকবে বইমেলা। বই মেলায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের কবি লেখক ও বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন। এছাড়াও থাকবে সাহিত্য আসর এবং কাব্য জলসা। কাব্য জলসায় বিশেষ অতিথি হিসেবে থাকছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়।
এবারের সম্মেলনে আটলান্টাসহ উত্তর আমেরিকার বিভিন্ন শহর থেকে প্রায় তিনশো’রও বেশী নতুন প্রজন্মের ছেলেমেয়ে অংশগ্রহণ করছে, যারা বিভিন্ন বিষয় নিয়ে নানান অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক সেমিনার, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, জব ফেয়ার সহ নানান এন্টারটেইনমেন্ট ইভেন্টে ব্যস্ত রাখবে নিজেদের। উইমেন এমপাওয়ারমেন্টের ওপর বিশেষ ইভেন্ট সম্মেলনের অন্যতম একটি আয়োজন হিসেবে প্রাধান্য পাবে এবারের সম্মেলনে।
সম্মেলনের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হবে একটি হাই প্রোফাইল বিজনেস নেটওয়ার্কিং ইভেন্ট, যেখানে অংশগ্রহণ করবে উত্তর আমেরিকার বিভিন্ন বড় বড় কোম্পানির উচ্চস্তরের কর্তাব্যক্তিরা। অংশগ্রহণ করবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশী ব্যবসায়ী ও উদ্যোক্তারা। আমেরিকার মূলধারার সাথে বাংলাদেশী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই হবে এই ইভেন্টের মূল লক্ষ্য।
মন্ট্রিয়ল ফোবানা সম্মেলন: অপরদিকে কানাডার মন্ট্রিয়লে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ফোবানা সম্মেলন। মন্ট্রিয়ল ফোবানার ডামাডোলে প্রাসীদের মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ওয়াশিংটন, কানাডার কিউবেক থেকে ব্রিটিশ কলম্বিয়া সর্বত্র। এই অংশের আয়োজক সংগঠন কানাডা-বাংলাদেশ সলিডারিটি। তাদের বক্তব্য হচ্ছে- ‘লেট দিস ইয়ার’স ফোবানা মন্ট্রিয়ল বি দ্য বিগেস্ট কনভেনশন এভার’।