নানা আয়োজনে তিন রাজ্যে বিভক্ত ফোবানা সম্মেলন শুরু : রোববার সমাপ্তি

- প্রকাশের সময় : ০২:৫০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ৩১ বার পঠিত
হককথা ডেস্ক: লেবার ডে উকেন্ড ঘিরে বিগত বছরগুলোর মতো এবারো নানা আয়োজনে বিভক্ত ফোবানার তিনটি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে উত্তর আমেরিকার তিন রাজ্যে। ২৯, ৩০ ও ৩১ আগষ্ট অনুষ্ঠিত এবারের সম্মেলন হচ্ছে ৩৯তম ফোবানা কনভেনশন। এই তিনটি সম্মেলনের একটি সম্মেলন হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের নায়াগ্রা ফলসে, অপরটি হচ্ছে জর্জিয়া রাজ্যের আটলান্টায়। আরেকটি হচ্ছে কানাডার মনট্রিয়েলে। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার ফোবানা সম্মেলন তিনটি উদ্বোধন হয়। রোববার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এর সমাপ্তি ঘটবে।
নিউইয়র্কের নায়াগ্রা ফলসে শুক্রবার শেরাটন হোটেল নায়াগ্রা ফলসে এ সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ থেকে আগত অধাপক ড. সলিমুলাস্নাহ খান। এ সম্মেলনে যোগ দিয়েছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোজাম্মেল হক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শাহ নেওয়াজ। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব কাজী আজম। এ সময় ফোবানার কর্মকর্তা গিয়াস আহমেদ, আলী ইমাম মজুমদার, ড. আবু জোবায়ের দারা, মঈনুল হক চৌধুরী ও ফিরোজ আলম প্রবাসীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন।
এছাড়াও কানাডার মন্ট্রিয়লে অপর একটি সম্মেলন হচ্ছে। শুক্রবার শুরু হওয়া সম্মেলন চলবে রোববার পর্যন্ত। সম্মেলনগুলোতে স্থানীয় শিল্প সহ বাংলাদেশ থেকে আগত শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।