নতুন চারটি জেল নির্মাণ পরিকল্পনার প্রতিবাদে ড্রাম’র সমাবেশ

- প্রকাশের সময় : ০৯:২৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯
- / ৩০১ বার পঠিত
হককথা ডেস্ক: নিউইয়র্ক সিটির অভ্যন্তরের রাইকার্স জেলখানা বন্ধ করে আরো নতুন চারটি জেল নির্মাণ পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছে দক্ষিণ এশিয়ার অভিবাসীদের স্বার্থ সংরক্ষণের সংগঠন ড্রাম। গত ৯ অক্টোবর বুধবার বিকেলে সিটির জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আয়োজিত প্রতিবাদ সভায় নেতৃত্ব দেন ড্রাম-এর অর্গানাইজার কাজী ফৌজিয়া।
প্রতিবাদ সভায় ড্রাম-এর নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় তারা বলেন, নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ একটি রাইকারস জেলখানা বন্ধ করে রাইকার্সের মতো আরো ৪টি নতুন জেলখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে। যা সিটির বাসিন্দাদের জন্য কল্যাণের বদলে অকল্যাণই বয়ে আনবে। বক্তারা এজন্য সিটির বরাদ্দ ১০ বিলিয়ন ডলার জেলখানা নির্মাণের বদলে এই অর্থ দিয়ে স্কুল, হাসপাতাল এবং কাজের সংস্থার তৈরীর আহবান জানান। পাশাপাশি বক্তারা কালো এবং বাদামী কমিউনিটিকে অপরাধী বানানো বন্ধ করারও আহবান জানান। বক্তারা সিটি প্রশাসনের এই উদ্যোগ রোধে এগিয়ে আসার জন্য কমিউনিটির প্রতি আহবান জানিয়ে বলেন প্রত্যেকে যেন ব্যক্তিগতভাবে, টেলিফোনে বা অনলাইনে সংশ্লিষ্ট সিটি কাউন্সিল মেম্বারের কাছে এর বিরুদ্ধে তাদের মতামত জানান। তাতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিস্টরা জানান।
প্রতিবাদ সমাবেশে ড্রাম’এর কর্মীরা বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড বহন করে এবং শ্লোগান দেয়। উল্লেখ্য, একই দাবীতে গত সপ্তাহে নিউইয়র্ক সিটির ওজনপার্ক ও ব্রæকলীনে ড্রাম-এর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।