নওশেদ হোসেন সিদ্দিকের মাতার ইন্তেকাল
- প্রকাশের সময় : ০২:২৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮
- / ৫৫৬ বার পঠিত
হককথা ডেস্ক: বাংলাদেশ সোসাইটি ইনক’র ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক এবং সোসাইটির আসন্ন নির্বাচনে ‘রব-রুহুল’ প্যানেলের কোষাধ্যক্ষ্য পদপ্রার্থী মোহাম্মদ নওশেদ হোসেন সিদ্দিকের মাতা রুশিয়া বেগম (৭৯)-এর ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ও ইন্নাইলাইহি রাজিউন)। গত ২ অক্টোবর বাংলাদেশ সময় বেলা ১১ ঘটিকায় (বাংলাদেশ সময়) ঢাকাস্থ মোহাম্মদপুর নিজবাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্বামী, পুত্র-কন্যা সহ বহু আতœীয়-স্বজনে রেখে যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজণিত রোগে ভুগছিলেন। মরহুমার মরদেহ মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পালগাও গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমার ৫ ছেলের মধ্যে ২জন যুক্তরাষ্ট্র প্রবাসী আর ৪ মেয়ের মধ্যে ১জন হংকং প্রবাসী। এদিকে কমিউনিটির পরিচিত মুখ মোঃ নওশেদ হোসেন সিদ্দিকের মাতা রুশিয়া বেগম-এর ইন্তেকালে বিভিন্ন সংগঠন ও কমিউনিটি নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমার বিদেহী আতœার শান্তি কামনা করেছেন।
দোয়া মাহফিল: মরহুমা রুশিয়া বেগমের বিদেহী আতœার শান্তি কামনায় গত ৫ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা নিউইয়র্কের উডসাইডস্থ বায়তুল জান্নাহ মসজিদে এক দোয়া মাহফিল আয়োজন করা হয়।
বাংলাদেশ সোসাইটি: বাংলাদেশ সোসাইটি ইনক’র ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নওশেদ হোসেন সিদ্দিকের মাতা রুশিয়া বেগম-এর ইন্তেকাল সোসাইটির পক্ষে সভাপতি কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তারা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমার বিদেহী আতœার শান্তি কামনা করেন।
মা রুশিয়া বেগমের সাথে নওশেদ হোসেন সিদ্দিকী। পারিবারিক ফটো
‘রব-রুহুল’ প্যানেলের শোক: বাংলাদেশ সোসাইটি ইনক’র ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক এবং সোসাইটির আসন্ন নির্বাচনে ‘রব-রুহুল’ প্যানেলের কোষাধ্যক্ষ্য পদপ্রার্থী মোহাম্মদ নওশেদ হোসেন সিদ্দিকের মাতা রুশিয়া বেগম (৭৯)-এর ইন্তেকালে ‘রব-রুহুল’ প্যানেলের পক্ষ থেকে সভাপতি পদপ্রার্থী আব্দুর রব মিয়া ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুহুল আমীন সিদ্দিকী গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে আব্দুর রব মিয়া ও রুহুল আমীন সিদ্দিকী শোক প্রকাশ করে রুশিয়া বেগমের বিদেহী আতœার মাগফিরাত কামনা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।
বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র শোক: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র কার্যনিবাহী সদস্য মোহাম্মদ নওশেদ হোসেন সিদ্দিকের মাতা রুশিয়া বেগম (৭৯) মৃত্যুতে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র পক্ষ থেকে সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ শোক প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে তারা রুশিয়া বেগমের বিদেহী আতœার মাগফিরাত কামনা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।এছাড়াও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র সহ সভাপতি মিসবা আবদীন ও ওয়াহিদ কাজী এলিন, সাংগঠনিক সম্পাদক সাইকুল ইসলাম, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম রুমী, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি ও দপ্তর সম্পাদক আব্দুল কাদির লিপু, কার্যকরী পরিষদের সদস্য আব্দুল বাসিত খান বুলবুল, সৈয়দ এনায়েত আলী, কাজী তোফায়েল ইসলাম, আবু তাহির আসাদ, জহির উদ্দিন জুয়েল, নওশাদ হোসেন সিদ্দিকী, শাহাদৎ হোসেন, জাকির হোসেন, রফিকুল ইসলাম ডালিম, ইয়াকুত রহমান, আবিদ হোসেন মিষ্ঠু, সাইফুল আলম, মিজানুর রহমান চৌধুরী ও আশরাফুজ্জামান খান লিটন।