দুই পক্ষকে আলোচনার পরামর্শ আদালতের : হোমকেয়ার সার্ভিস নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত ৮ এপ্রিল

- প্রকাশের সময় : ০২:২৪:১১ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- / ৯০ বার পঠিত
হককথা রিপোর্ট: বহুল আলোচিত হোম কেয়ার সার্ভিস নিয়ে চুড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি। সিডিপ্যাপ এজেন্সীগুলো আগামীতে এফআই হিসেবে কাজ করতে পারবে কিনা, নাকি পিপিএল একাই এফআই সিডিডপ্যাপ হিসেবে কাজ করবে তা নিয়ে শুক্রবার (৪ এপ্রিল) আদালত সংশ্লিস্ট দুই পক্ষকে নতুন করে আলোচনার পরামর্শ দিয়েছে এবং মামলার পরবর্তী তারিখ ৮ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। তবে সংশ্লিস্টদের প্রস্তাবে পিপিএল এর নিকট নিউইয়র্ক ষ্টেট সিডিপ্যাপ হোমকেয়ার স্থানান্তর আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করার কথা বলা হয়েছে।
এব্যাপারে জানতে চাইলে গোল্ডেন এইজ হোমকেয়ার-এর কর্ণধার লায়ন শাহ নেওয়াজ শুক্রবার বলেন, বিষয়টি নিয়ে এখনো কোন চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এজন্য আমাদেরকে আরো অপেক্ষা কতে হবে। তিনি বলেন, তবে আদালতের পূর্নাঙ্গ নির্দেশ না জেনে বা না পড়ে অনেকেই যেসব তত্য প্রচার করছেন তা সঠিক নয়, বরং জনমনে বিভ্রান্তির সৃষ্টি করছে।